নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক, দুই, তিন, চার............ গুনতে থাকেন!

এখানে হাত পাকাচ্ছি :)

গোঁফওয়ালা

কাজের কাজ তেমন কিছু পারি না... ভালোবাসি ঘুরে বেড়াতে আর গ্রাফিক্স নিয়ে কাজ করতে। লেখালেখির হাত তেমন ভালো না...তবু শখে লিখি। ফেসবুক : facebook.com/Arefins.bd

গোঁফওয়ালা › বিস্তারিত পোস্টঃ

শর্ট রিভিউঃ চাঁদের অমাবস্যা (সৈয়দ ওয়ালিউল্লাহ)

২০ শে জুন, ২০১৪ বিকাল ৩:২৩





মন্থর গতির এক দুর্দান্ত থ্রিলার/সাস্পেন্স ! এটা পড়ে আমি একধরনের ঘোরের মধ্যে চলে যাই (সপ্তাহ খানেক ধরে ঘোরের মধ্যে আছি :P ), বোধ করি এটা ঘোর লাগার মতই একটা বই।



জ্যোৎস্না রাতে এক নগ্ন নারীর লাশ আবিষ্কার করে গ্রামের তরুণ স্কুল মাস্টার। খুনী সেই দরিদ্র স্কুল মাস্টারের আশ্রয় দাতা পরিবারেরই একজন। কাজেই বিষয়টা চেপে যায় সে। কিন্তু পরবর্তীতে অন্তর্দন্দে ভুগতে থাকে - একদিকে সত্য প্রকাশ করতে না পারার বেদনা অন্যদিকে তার আশ্রয় এবং শিক্ষাকতার পেশাটা হারানোর ভয়।



এই শিক্ষক শুধু যে একটা হত্যাকান্ডের বিষয়ে অবগত তা নয়, হত্যাকারীর আহ্বানে লাশ গুম করার ব্যাপারে একজন সহকারীও !



সৈয়দ ওয়ালিউল্লাহ অসাধারণ দক্ষতায় এই স্বল্প পরিসরে গড়ে ওঠা প্লটের উপরই একধরনের আলো-ছায়ার খেলা খেলেছেন। ঘটনার প্রেক্ষিতে একজন লোকের মনস্তাত্ত্বিক অবহ থেকে বাস্তবে ফিরে আসা অতঃপর আবার মনস্তাত্ত্বিক জগতে ফিরে যাওয়ার যে বর্ননা তা আপনাকে পাঠক হিসাবে বাস্তব অবাস্তবের এক ঘোরের মধ্যে নিয়ে যাবে। আসলে আমি বুঝাতে পারলাম বলে মনে হল না, ঠিক আছে ‘ইন্সেপশন’ মুভির মধ্যে এই জিনিস্টা আছে ;)



_____________

* লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ তাঁর সংক্ষিপ্ত জীবনে মাত্র ৩ টি উপন্যাস, ৩ টি নাটক এবং কিছু ছোটগল্প লিখে গিয়েছেন। মাত্র ৪৯ বছর বয়সে, ১৯৭১ সালের ১০ অক্টোবর ফ্রান্সের প্যারিসে তাঁর মৃত্যু হয়, গভীর রাতে অধ্যয়নরত অবস্থায় মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়।



* চাঁদের আমবস্যা উপন্যাসটি লেখা হয় ফ্রান্সের একটি গ্রামে। তখন এটার ইংরেজি অনুবাদ ও বের হয়। (Dark Moon/ Night of no moon)



যাই হোক চাঁদের আমবস্যা সহ তাঁর বাকি ২ টি উপন্যাসকে (লালসালু, কাঁদো নদী কাঁদো) বলা চলে একেকটা মাস্টারপিস।

মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৭

আমি দিহান বলেছেন: ভাইয়া বইটা সম্পর্কে আরেকটু বিস্তারিত লিখলে ভালো হয়। যেমন প্রাপ্তিস্থান, মূল্য, পৃষ্ঠা ইত্যাদি।

২০ শে জুন, ২০১৪ রাত ৯:৫৭

গোঁফওয়ালা বলেছেন: আপনি "প্রতীক প্রকাশনীর" - 'উপন্যাস সমগ্র সৈয়দ ওয়ালিউল্লাহ' কিনতে পারেন। ওটার মধ্যে এই লেখকের দুর্দান্ত ৩ টি উপন্যাসই একসাথে আছে। দাম বেশি না ১৮০ টাকা পড়বে (আমি কিনেছিলাম)

সিঙ্গেল যদি কিনতে চান তবে নওরোজ কিতিবিস্তান থেকে প্রকাশিত বইটি কিনতে পারেন। দাম পড়বে ৯০-৯৪ টাকা। ( গাঁয়ের মূল্য ১২৫ টাকা)

আর এটা বেশি বড় না, ৯০-১২০ পৃষ্ঠার বই সম্ভবত। আর প্রাপ্তিস্থান বাংলাদেশের যেকোন প্রান্তের ভালো বইয়ের দোকানে। ঢাকায় নীলক্ষেত, নিউমার্কেটের আসেপাশে বাসা হলে তো কোন কথাই নেই :#)

ধন্যবাদ 8-|

২| ২০ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: উপন্যাসটি এক কথায় অনবদ্য। সৈয়দ ওয়ালীউল্লাহ নিঃসন্দেহে বাংলা সাহিত্যের একজন অন্যতম সেরা লেখক।

ধন্যবাদ, গোঁফওয়ালা।

২০ শে জুন, ২০১৪ রাত ১০:০০

গোঁফওয়ালা বলেছেন: আসলেই অনবদ্য। কেনো যে এই সকল লোক ক্রাইসিসের মধ্যে পড়ে আর ক্ষনজন্মা হয় /:)

ধন্যবাদ আপনাকে।

৩| ২০ শে জুন, ২০১৪ বিকাল ৪:৪৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সৈয়দ ওয়ালি উল্লাহর কাঁদো নদী কাঁদো আমাকে ততটা টানেনাই। কিন্তু লালসালু আর চাঁদের অমাবস্যা প্রতিবার পাঠেই নতুন মনে হয়।

২০ শে জুন, ২০১৪ রাত ১০:০২

গোঁফওয়ালা বলেছেন: সৈয়দ ওয়ালি উল্লাহর কাঁদো নদী কাঁদো উপন্যাসটাই এখনো পড়া বাকি আছে। দেখি, পড়ে দেখি।

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৪| ২০ শে জুন, ২০১৪ বিকাল ৫:০৮

আহসানের ব্লগ বলেছেন: ক্লাস সেভেনেই পড়েছিলাম ।
অসতাধারণ । :)

২০ শে জুন, ২০১৪ রাত ১০:০৯

গোঁফওয়ালা বলেছেন: ব্যপারনা, একটু আগেই পড়ে ফেলছিলেন =p~

৫| ২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সৈয়দ ওয়ালীউল্লাহ নিঃসন্দেহে শক্তিশালী লেখক। তার লেখনি গভীর প্রভাব মেলে মননে। ভাল লিখেছেন।

২০ শে জুন, ২০১৪ রাত ১০:১০

গোঁফওয়ালা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো বলেছেন। B-)

৬| ২০ শে জুন, ২০১৪ রাত ৮:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
তিনি ঘোরলাগা লেখকই ছিলেন। লেখক সত্ত্বাকে আবিষ্কারের জন্য যে বেশি লেখার প্রয়োজন হয় না, তার প্রমাণ সৈয়দ ওয়ালিউল্লাহ এবং সমকালের আখতারুজ্জামান ইলিয়াস। শর্ট রিভিউটি ভালো লেগেছে :)

২০ শে জুন, ২০১৪ রাত ১০:১২

গোঁফওয়ালা বলেছেন: খুব সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ২০ শে জুন, ২০১৪ রাত ৮:৫১

ফা হিম বলেছেন: আগ্রহ বাড়াইয়া দিলেন। না পড়ে ছাড়তাছি না।

২০ শে জুন, ২০১৪ রাত ১০:১৪

গোঁফওয়ালা বলেছেন: আগ্রহ বাড়ায় দেওয়াতেই আমার সার্থকতা :D
জী অবশ্যই পড়ে দেখবেন, ভালো লাগবে আশা করি।
অনেক ধন্যবাদ আপনাকে।

৮| ২০ শে জুন, ২০১৪ রাত ১১:৪৮

is not available বলেছেন: পড়ার আগ্রহ বোধ করছি!

২১ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৮

গোঁফওয়ালা বলেছেন: :-B :!>

৯| ২১ শে জুন, ২০১৪ রাত ১২:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর রিভিউ!!! পড়ার ইচ্ছে আছে।

২১ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৯

গোঁফওয়ালা বলেছেন: রিভিউ ভালো লেগেছে জেনে খুশি হইলাম। অনেক ধন্যবাদ। :#)

১০| ২১ শে জুন, ২০১৪ রাত ১২:৩৬

ইউনুস আহমেদ কোমল বলেছেন: সুন্দর রিভিউ। বইটা পড়তে হবে।

২১ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩১

গোঁফওয়ালা বলেছেন: পড়ে জানাইয়েন কেমন লাগছে !
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ২১ শে জুন, ২০১৪ দুপুর ১২:১০

মামুন রশিদ বলেছেন: অসাধারণ একটা উপন্যাসের কথা লিখলেন ।

২১ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩২

গোঁফওয়ালা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন :-B

১২| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

আরজু পনি বলেছেন:

বইয়ের পোস্টই খুঁজছিলাম...
কৃতজ্ঞতা জানাই অসাধারণ একটা বইয়ের খোঁজ দেবার জন্যে ।

আরো বই নিয়ে লেখা চাই ।

বই নিয়ে লেখা পড়তে আপনাকে অনুসরনে নিলাম ।

২২ শে জুন, ২০১৪ রাত ৮:৫২

গোঁফওয়ালা বলেছেন: অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে :!>
চেষ্টা থাকবে বই নিয়ে আরো অনেক সুন্দর পোস্ট দেবার :#)

আমার বই নিয়ে অপরিপক্ক একটা লেখা ব্লগে আছে :-B

দেখতে পারেন সেটা বই ও ঋতু (ঋতু বৈচিত্র অনুযায়ী সাজানো বইয়ের তালিকা !)

অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

১৩| ২৩ শে জুন, ২০১৪ রাত ১:৫১

আহসানের ব্লগ বলেছেন: আপনার পোস্ট দেখে বাসায় গিয়ে আরেকবার শেষ করলাম এই দিনেই । ;)

১৪| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১০:৫৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: এই উপন্যাসের শুরুটা আমাকে নাড়িয়ে দিয়েছিল।

১৫| ২০ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সংকলনে গেল ....

১৬| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার এই প্রয়াসকে সাধুবাদ জানাই।

১৭| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:৫৮

রাজিব বলেছেন: আমাদের সময়ে লালসালু পাঠ্য ছিল আর চাঁদের অমাবস্যা পড়েছি। দুটো উপন্যাসই অসাধারণ। বাংলা সাহিত্য এ ধাচের উপন্যাস খুব বেশী লেখা হয়না কেন জানি না। হয়তো সৈয়দ ওয়ালিউল্লাহ তেমন বিখ্যাত হতে পারেন নি। অথবা সারাজিবন বিদেশে ছিলেন। তাই তার ভক্ত দল গড়ে উঠেনি।
আপনার রিভিউটা ভাল লেগেছে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.