নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক, দুই, তিন, চার............ গুনতে থাকেন!

এখানে হাত পাকাচ্ছি :)

গোঁফওয়ালা

কাজের কাজ তেমন কিছু পারি না... ভালোবাসি ঘুরে বেড়াতে আর গ্রাফিক্স নিয়ে কাজ করতে। লেখালেখির হাত তেমন ভালো না...তবু শখে লিখি। ফেসবুক : facebook.com/Arefins.bd

গোঁফওয়ালা › বিস্তারিত পোস্টঃ

শর্ট রিভিউঃ উভচর মানুষ (আলেকজান্ডার বেলায়েভ)

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ২:০২





পানির নীচে যদি মানুষ সাবলিল ভাবে চলাফেরা করতে পারতো! তাহলে কেমন হত ?



উভচর মানুষ ঠিক এমনি এক বৈজ্ঞানিক কল্পকাহিনী যেখানে একজন মানুষ স্থলের পাশাপাশি জলে অন্যান্য জলজ প্রানীর মতই সাবলীল ভাবে চলাফেরা করতে পারে!



অদ্ভুত এবং খামখেয়ালী ধরনের প্রাজাতি (জীব-জানোয়ার) তৈরি করতো এক বিজ্ঞানী, যার উদ্দেশ্যই ছিল মানব কল্যানের। এমন এক বিজ্ঞানীর সর্বস্রেষ্ঠ সৃষ্টিই ছিল এই ‘উভচর মানুষ’। উভচর মানুষটির সমুদ্রে সাঁতার কেটে, মুক্ত কুড়িয়ে আর বিজ্ঞানীটির নতুন নতুন গবেষণা করে বেশ নিরিবিলি দিন কাটছিল।



কিন্তু তাদের এই শান্তিতে বাঁধ সাধে একদল লোভী মুক্ত শিকারী। কারন এই উভচর মানুষটিকে একবার হাত করতে পারলেই যে সমুদ্রের অফুরন্ত মুক্তোর ভান্ডার তাদের হাতের নাগালে চলে আসবে। অত্যান্ত কষ্টকর ও সময়সাধ্য কাজটি হয়ে উঠবে অত্যন্ত সহজলভ্য। আর তার মানেই প্রচুর অর্থ, রাতারাতী ধনী হওয়ার হাতছানি !



আলেকজান্ডার বেলায়েভ – এর এই অসাধারণ কাহিনীর মাঝে যে সে কি আননদ ! সমুদ্রে ছুটে চলার বিস্ময়কর অনুভূতি। সত্যি অনবদ্য এক কল্পকাহিনী।



_________________

মূলবইঃ

উভচর মানুষ (রামধনু প্রকাশনী)- মস্কো, রাশিয়া

এই সংস্করণটি পাওয়াটা একটু দুর্লভ ব্যপার। আমার বইটি যদিও এই সংস্করণের।



এছাড়া বইটি পেতে পারেনঃ

বিশ্ব সাহিত্য কেন্দ্রের ব্যনারে ‘উভচর মানুষ’ নামেই।

সেবা প্রকাশনীর ব্যনারে দি এম্ফিবিয়ান ম্যান নামে (অনুবাদঃ মোহাম্মদ সা’দাত আলী )

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২৬

পুরান লোক নতুন ভাবে বলেছেন: বইটা পড়েছিলাম অনেক আগে!! খুব সুন্দর অনুবাদ ছিলো!!

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৫

গোঁফওয়ালা বলেছেন: ধন্যবাদ পুরান লোক
হুম খুব সুন্দর অনুবাদ :)

২| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৪

আমিজমিদার বলেছেন: পড়িনাই :|| :( :| B-)

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৭

গোঁফওয়ালা বলেছেন: পড়ে ফেলেন :)

৩| ২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০০

প্রোফেসর শঙ্কু বলেছেন: স্কুলে থাকতে পড়েছিলাম। অসাধারণ রোমাঞ্চকর লেগেছিল।

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০০

গোঁফওয়ালা বলেছেন: ধন্যবাদ, কেমন আছেন প্রোফেসর শঙ্কু।
সত্যি রোমাঞ্চকর একটি বই।

স্কুল লেভেলে পড়লে আরো বেশি রোমাঞ্চ লাগার কথা।
আমিতো মুগ্ধ :)

৪| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


+++

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০২

গোঁফওয়ালা বলেছেন: ধন্যবাদ + ধন্যবাদ। :)

৫| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

কেমিক্যাল রিয়াদ বলেছেন: বেলায়েভের একটি বই আছে হৈটি টইটি ? এর বাংলা অনুবাদের কোন খবর জানেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.