নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষ

সোনালী ঈগল২৭৪

সোনালী ঈগল২৭৪ › বিস্তারিত পোস্টঃ

ফিলিস্তিনের বন্ধু রাষ্ট্র তুরস্ক !!!! বাস্তব নাকি হিপোক্রেসি

২৫ শে মে, ২০২১ দুপুর ১২:১১


সাম্প্রতিক সময়ে ইসরাইল-ফিলিস্তিন সংকট ইস্যুতে আমরা তুরস্ককে ইসরাইলের কট্টর বিরোধী অবস্থানে দেখছি। বিশেষ করে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ফিলিস্তিন ইস্যুতে ইসরাইলকে ধুয়ে মুছে একদম গুষ্টি উদ্ধার করে ছাড়েন। কিন্তু আদতে কি তুরস্ক এতটাই ইসরাইল বিরোধী ??? তুরস্ক কি অতীতে কখনো ফিলিস্তিন ইস্যুতে ইসরাইলের প্রতি মারমূখী ছিল কিংবা কূটনৈতিক কোনো সমাধান কিংবা শান্তি আলোচলায় ভূমিকা রেখেছিলো ???

আবার , ইসরাইলের সাথে তুরস্কের সম্পর্কটাই বা কেমন ??? চলুন তুরস্ক ইসরাইলের কতটা শত্রু আর ফিলিস্তিনের কতটা বন্ধু তার একটা খতিয়ান দেখা যাক ------

১। তুরস্ক হচ্ছে প্রথম দিকের সেই ইসলামিক দেশ যারা ইসরাইলকে স্বীকৃতি দিয়েছে। তুরস্ক এবং ইসরাইল উভয় দেশে উভয়ের দূতাবাস এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ আছে।

২। তুরস্ক কিন্তু NATO জোটের কঠোর সমালোচক। কিন্তু আমরা এই তুরস্কই প্রথম ইসলামিক দেশ হিসেবে NATO জোটভুক্ত হয়েছিল।

৩। তুরস্ক হচ্ছে সেই ইসরাইল বিরোধী দেশ যাদের খোদ ইসরাইলের সাথে বার্ষিক বাণিজ্যের পরিমান ৬ বিলিয়ন ডলারের বেশি !!!!

৪। তুরস্কের সাথে ইসরাইলের দীর্ঘমেয়াদি সামরিক ও প্রতিরক্ষা চুক্তি রয়েছে।

৫। তুরস্ক ISIS এর সাথে মিলেমিশে ইরাকের তেল চুরি করে অবৈধভাবে ইসরাইলের কাছে বিক্রি করেছে (যে ব্যাবসায় এরদোগানের জামাই মিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করেছে )

৬। তুরস্কের সাথে ইসরাইলের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মোসাদের চুক্তি রয়েছে এবং এই চুক্তির অধীন দুই দেশের গোয়েন্দা সংস্থা ঘনিষ্টভাবে কাজ করে।

এখন প্রশ্ন হচ্ছে , এতো ভালো কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক থাকার পর কি করে তুরস্ক ইসরাইলের বিপক্ষে নিজেকে ফিলিস্তিনের এতো ভালো বন্ধু হিসেবে নিজেকে জাহির করতে পারে !!! এটা কি স্রেফ মায়াকান্না নাকি এই ধরণের পলিসির পেছনে এরদোগানের অন্য কোনো উদ্দেশ্য আছে ??? কারণ তুরস্ককে আমরা কখনোই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার অবস্থানে পাইনি। বরংচ , সাইপ্রাসে নৃশংস হত্যাকান্ড চালানোর অভিযোগ রয়েছে তুরস্কের বিরুদ্ধে । আমাদের দেশে যুদ্ধাপরাধের বিচার চলাকালীন সময়েও তুরস্ক এর বিরোধিতা করেছে , এমনকি যুদ্ধপরাধের বিচারে দোষী সাব্যস্তদের ফাঁসির রায় কার্যকরের পর তুরস্ক আমাদের দেশ থেকে তাদের রাষ্ট্রদূত পর্যন্ত প্রত্যাহার করেছিল। বর্তমান সময়ে ইসরাইলের বিরুদ্ধাচরণ তুরস্কের একটা স্টান্টবাজি ছাড়া আর কিছু না।







মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২১ দুপুর ১২:৪০

শাহ আজিজ বলেছেন: তুরস্ক একটি লোভী রাষ্ট্র ও জনপদ । কয়েক বছর আগে তারা ইউরোপ ইউনিয়নে প্রবেশের আবদার করে কিন্তু তা নাকচ হয় । প্রতিশোধ হিসাবে হাজিয়া সোফিয়া উন্মুক্ত করে এরদোয়ান । তারা ফিলিস্তিন সমস্যা ব্যাবহার করে লাভবান হবে । সাম্প্রতিক সময়ে বেলারুস ইস্যু নিয়ে তুর্কিকে সাবধান করেছে রাশিয়া । এই হচ্ছে তুর্কিদের কাহিনী ।

২৫ শে মে, ২০২১ বিকাল ৫:৩১

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। তুরস্ক একটি সুযোগসন্ধানী রাষ্ট্র , আগেও ছিল এবং এখনো আছে।

২| ২৫ শে মে, ২০২১ দুপুর ১:১৩

ইনদোজ বলেছেন: এখন যে ভূমিকে ইসরাইল বলা হচ্ছে, তা একসময় ওটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। প্রথম বিশযুদ্ধে চলাকালে ব্রিটিশ রয়াল নেভি ফোর্সের নেতৃত্বে আমেরিকায় বসবসকারী স্বেচ্ছাসেবী ইহুদী ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্মিলিত বাহিনীর কাছে ওটোমান সাম্রাজ্যের পরাজয় ঘটলে ফিলিস্তিন দখলমুক্ত হয় এবং ব্রিটেনের দখলে চলে যায়। পরে আমেরিকান ভলান্টিয়ারদের দাবীর মুখে ব্রিটেন আরবদের প্রবল প্রতিরোধ উপেক্ষা করে গায়ের জোরে ইহুদীদেরকে সেখানে পুনর্বাসিত করে।

যেহেতু তুর্কীদের কাছ থেকে কেড়ে নেয়া জমিতেই জোরপূর্বক ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠা করা হয়েছে - তাই ইসরাইলের প্রতি তুরস্কের নমনীয় ভাব আছে - এ কথা কেন যেন বিশ্বাস হতে চায়না।

কিছু করুক বা না করুক - ইসরাইলের বিরুদ্ধে তুরস্ক মুখ তো চালাতে পারছে! আর কোন মুসলিম দেশ তো তাও করছেনা।

২৫ শে মে, ২০২১ বিকাল ৫:৪০

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। অটোমান শাসকবর্গের তুর্কি খিলাফত আর আজকের এরদোগানের তুরস্কের মধ্যে হাজার গুন পার্থক্য।

"তুর্কীদের কাছ থেকে কেড়ে নেয়া জমিতেই জোরপূর্বক ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠা করা হয়েছে - তাই ইসরাইলের প্রতি তুরস্কের নমনীয় ভাব আছে -"

যদি তাই হয়ে থাকে তাহলে তুরস্ক যেচে কেন ইসরাইলকে স্বীকৃতি দিতে গেলো। মিশর স্বীকৃতি দিয়েছে কারণ তাকে ইসরাইল কতৃক অধিকৃত মিশরের ভূমি দখল করতে হয়েছিল। কিন্তু তুরস্কের কি স্বার্থ ছিল ??? আসলে , কোনো ব্যাবসায়িক লোভ কিংবা লালসার বশবর্তী হয়ে তুরস্ক ইসরাইলকে স্বীকৃতি দিয়েছিলো।

৩| ২৫ শে মে, ২০২১ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: তুরস্ক কারো বন্ধু না। এরা শুধু শুধু বন্ধু বন্ধু ভাব দেখায়। এদের চেয়ে শত্রু ভালো।

২৫ শে মে, ২০২১ বিকাল ৫:৪১

সোনালী ঈগল২৭৪ বলেছেন: আমার কাছেও তাই মনে হয় অন্তত আজ পর্যন্ত তুরস্কের আচরণ সেরকমই ছিল।

৪| ২৫ শে মে, ২০২১ রাত ৯:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




খুব ভালো লিখেছেন। সময় বলে দিবে তুরস্কের অবস্থান কি? আমরা দর্শক মাত্র।

২৬ শে মে, ২০২১ রাত ৯:৪২

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য। যথার্থই বলেছেন , দেখা ছাড়া আমাদের এমনিতেও করার কিছু নেই।

৫| ২৫ শে মে, ২০২১ রাত ৯:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার পর্যবেক্ষণ ভালো।
খুবই ভালো।

২৬ শে মে, ২০২১ রাত ৯:৪৩

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই। শুভকামনা রইলো।

৬| ২৬ শে মে, ২০২১ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমার কাছেও তাই মনে হয় অন্তত আজ পর্যন্ত তুরস্কের আচরণ সেরকমই ছিল।

তবে তুরস্ক দেশটা সুন্দর। মালোশিয়ার চেয়ে বেশি সুন্দর।

২৬ শে মে, ২০২১ রাত ৯:৪৪

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ঠিক বলেছেন , তুরস্ক সুন্দর দেশ।

৭| ২৬ শে মে, ২০২১ রাত ১:০২

নেওয়াজ আলি বলেছেন: তুরস্ক হলো একটা চালবাজ এবং স্বার্থবাজ

২৬ শে মে, ২০২১ রাত ৯:৪৬

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই আপনার মন্তব্যের জন্য। ইসরাইলের সাথে দহরম মহরম করে আবার
ইস্রাঈলেরই বিরোধিতা একপ্রকার দ্বিচারিতা।

৮| ২৬ শে মে, ২০২১ রাত ১:৫৯

কামাল১৮ বলেছেন: সঠিক বিশ্লেষন

২৬ শে মে, ২০২১ রাত ৯:৪৭

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

৯| ২৬ শে মে, ২০২১ ভোর ৫:৫৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এরদোগান ফিলিস্তিন নিয়ে আসলে কি করছে তা জানিনা, হয়তো এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ সঠিক। তবে রোহিঙ্গা ইস্যু নিয়ে সে আর তার পত্নী চরম মায়াকান্না করেছে সেই নাটক এখনো মনে আছে। এই সব বাটপার থেকে আমাদের সরকারের শত হস্ত দূরে থাকা উচিত।

২৬ শে মে, ২০২১ রাত ৯:৪৯

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ ভাই আপনার সুচিন্তিত মতামতের জন্য। রোহিঙ্গা ইস্যুতে এরদোগান আর তার পত্নী আশ্বাস দিয়েও সেটা রক্ষা করেননি।

১০| ২৬ শে মে, ২০২১ দুপুর ২:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: সবকিছু এখন বৈশ্বিক রাজনীতির খেলা।

২৬ শে মে, ২০২১ রাত ৯:৫১

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই। বিশ্বরাজনীতি সতত পরিবর্তনশীল। এর বিশাল রঙ্গমঞ্চে কে যে বন্ধু আর কে যে শত্রু তা যাচাই করা কঠিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.