নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল থাকেন সব সময়।

ক খ ত্রিমোহনী

আমি নগন্য একজন মানুষ। চাল চুলো কিছুই নেই । খেয়ে না খেয়ে কোন রকমে চলে যাচ্ছে । এই আর কি।

ক খ ত্রিমোহনী › বিস্তারিত পোস্টঃ

আসুন জনপ্রিয় একটা গানের লিরিকিস পড়ি

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩

মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো



মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো

দোলে মন দোলে অকারন হরষে।।

হৃদয়ও গগণে সজল ঘন

নবীন মেঘে রসেরও ধারা বরষে

মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো

দোলে মন দোলে অকারন হরষে



তাহারে দেখি না যে দেখি না

শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ঐ শোনা যায়।।

বাজে আলখিত তারি চরণে

বাজে আলখিত তারি চরণে

রুনুরুনু রুনুরুনু নুপুরও ধ্বনি



মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো

দোলে মন দোলে অকারন হরষে



গোপনও স্বপনে ছাইল

অপরশও আঁচলের নব নীলিমায়।।

উড়ে যায় বাদলের এই বাতাসে

তার ছায়াময় এলো কেশ আকাশে।।

সে যে মন মোর দিল আকুলে।।

জল ভেজা কেতকীর দূর সুবাসে



মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো

দোলে মন দোলে অকারন হরষে।

হৃদয়ও গগণে সজল ঘন

নবীন মেঘে রসেরও ধারা বরষে

দোলে মন দোলে অকারন হরষে।।



মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো

দোলে মন দোলে অকারন হরষে।।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২

তাসবীর আহমাদ বলেছেন: খুব সুন্দর একটি গান শেয়ার করার জন্য ধন্যবাদ।

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৫

রাহী আবদুল্লাহ বলেছেন: ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.