নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল থাকেন সব সময়।

ক খ ত্রিমোহনী

আমি নগন্য একজন মানুষ। চাল চুলো কিছুই নেই । খেয়ে না খেয়ে কোন রকমে চলে যাচ্ছে । এই আর কি।

ক খ ত্রিমোহনী › বিস্তারিত পোস্টঃ

* সবাই বলে বয়স বাড়ে , আমি বলি কমে *

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১

মনটা আর আগের মত নেই , দিনে দিনে কেমন যেন বুড়িয়ে যাচ্ছে ।দিনগুলো কোন রকমে না চলার মতো খুরিয়ে খুরিয়ে চলে যাচ্ছে । ধীরে ধীরে অনেক সময় পার হতে চললো , এদিকে মাথার চুল পাকতে শুরু করেছে এবং জানান দিচ্ছে সময় ফূরিয়ে আসছে । কেমন যেন ছোট ছোট করে বড় হয়ে গেলাম । সেই শৈশব , কৈশর পেরিয়ে আজ বুড়োদের দলে চলে যাচ্ছি দিনে দিনে । ছোট কালে শুনেছি সবাই বলে বয়স বাড়ে , আমি বলি কমে এমন একটি গান । আসলে সেটা তখন বুঝতামনা , তখন বলতাম কি বলে এই গায়ক । এতদিনে এর মানে বুঝতে শুরু করলাম যখন মাথার চুল পাকতে শুরু করলো । আসলেইতো আমার জন্য যে দিনগুলো বরাদ্ধ ছিলো সেই দিনগুলো কমতে শুরু করেছে । হয়তবা আর বেশি দিন নেই । এই যে সাভার এতগুলো লোক মারা গেল তারা কি জানত তাদের জন্য যে সময় বরাদ্ধ ছিলো সেটা কমে গিয়ে শূণ্যতে চলে এসেছিলো । তাই আমরা সময় থাকতে যেন ভালো কিছু করি , আল্লাহর কাজ গুলো ঠিকমত করি , বাবা মার প্রতি খেয়াল করি । সবার সাথে ভাল ব্যবহার করি । আরো কতকি ভালো ভালো ...... সময় ফুরিয়ে যাচ্ছে … কমে যাচ্ছে আমাদের জীবনের সময়গুলো … ( কারো মনে কষ্ট দিয়ে থাকলে দুঃখিত ) …

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.