নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল থাকেন সব সময়।

ক খ ত্রিমোহনী

আমি নগন্য একজন মানুষ। চাল চুলো কিছুই নেই । খেয়ে না খেয়ে কোন রকমে চলে যাচ্ছে । এই আর কি।

ক খ ত্রিমোহনী › বিস্তারিত পোস্টঃ

শ্রমিক এবং আমার মা

০১ লা মে, ২০১৩ বিকাল ৪:০৪

গতকাল আমার জাহিদ চাচা দাদির কথা মনে করে চোখের পানি ধরে রাখতে পারেননি । আসলে মার কথা কেউ কি ভূলতে পারে ? মার চেয়ে আপন কেহ নেই , আপনাদের রানা প্লাজার কথা অবশ্যই মনে আছে ? রানা প্লাজার মালিক যেদিন ধরা পরলেন তার মার কথা কি আপনাদের মনে আছে ? ধরা পরার পর তিনি অসুস্থ হয়ে গেলেন এবং শেষ পযন্ত মারাই গেলেন । আসলে মার মনতো , দেশের সবাই তার ফাসি চায় কিন্ত মা শেষ পযন্ত সইতে পারলেন না । আমার মা ও আমাকে অনেক কষ্ট করে বড় করেছেন । হা হা হা .... আমি যখন পড়াশুনা করতাম অনেক রাত জেগে আমার মা ও জেগে থাকতেন আমার সাথে । একবার মনে আছে আমার কম্পিউটার কেনার শখ হল , কেউ পাত্তা দিচ্ছেনা , কিভাবে যেন আমার মা টের পেয়েগেল , নজরুল ভাইের কাছ থেকে কিছু এবং বাকি টাকা কিভাবে যেন সংগ্রহ করে ১৫০০০০/= দিয়ে কিনে দিলেন । স্কুলে , কলেজে , বিশ্ব্যবিদ্যালয়ে যেতাম চুপিচুপি কত টাকা হাতে দিয়ে দিতেন । আমার মা আর ভাল নেই ... অনেক দিন হল আপাদের বাসায় । বাড়িতে থাকতে সারাদিন কাজ শেষে বাড়ি ফিরে মাকে একটু দেখলে .... মার পাশে একটু শুয়ে থাকলে পৃথিবীর সব কষ্ট ভূলে যেতাম । গতকাল আপাদের বাসাই গিয়েছিলাম মাকে দেখতে ..... আমার প্রিয় মা আসলেই ভালো নেই ...মার বিছানায় শুয়ে আছি আর লিখছি ....চোখের পানি অটোমেটিক গড়িয়ে পড়ছে । আজ মহান মে দিবস , শ্রমিকদের সঠিক শ্রমের মূলে্লর জন্য এই দিবসটি পালন করা হয় । কেন যেন আমার মনে হয় শ্রমিকদের সাথে মা দের অনেক মিল আছে । শুধু একটা জায়গায় মিল নেই , শ্রমিকরা শ্রমের বিনিময়ে মজুরী পায় । আর আমাদের মায়েরা এর চেয়ে বেশি কষ্ট করেও সন্তানের হাতে হতে হয় অপমানিত ( সব সন্তান নয় ) । মা তুমি আমার আগে যেওনাগো চলে ....... আসলে মায়ের কান্দন যাবৎ জীবন ... সন্তানের জন্য মা জনম জনম কাদেন .... পথ চেয়ে থাকেন । মাঝে মাঝে মনে হয় সবাইকে ছেড়ে মাকে নিয়ে দূরে কোথাও চলে যাই , যেখানে আমি আর মা ছাড়া কেউ থাকবে না । মা ... মাগো তুমি আসলেই কি ভাল নেই ? তোমার মত যদি পৃথিবীর সবার মন এরকম থাকত ... তাহলে কত সুন্দরই না থাকত পৃথিবী ।

আরিফুল ইসলাম টিটু

( ভূল হলে সবাই ক্ষমা করে দিবেন )





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.