নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল থাকেন সব সময়।

ক খ ত্রিমোহনী

আমি নগন্য একজন মানুষ। চাল চুলো কিছুই নেই । খেয়ে না খেয়ে কোন রকমে চলে যাচ্ছে । এই আর কি।

ক খ ত্রিমোহনী › বিস্তারিত পোস্টঃ

প্রানের আড্ডা

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২

আড্ডা যে কি জিনিষ তা আমরা সবাই জানি । আর এ সব গুলোই হচ্ছে আমার ব্যক্তিগত অনুভূতি । আড্ডা আমার প্রিয় একটি ব্যাপার । আড্ডা দেওয়া ছাড়া আমার দিন যাবে সেটা ভাবতেই পারিনা । বিভিন্ন বয়সে বিভিন্ন রকম আড্ডা দিয়ে আজ বড় হয়েছি । বয়স হয়েছে তো কি হয়েছে আড্ডাতো আর থেমে নেই , চলছে উড়াধুড়া । ছেলেরা মেয়েরা সবাই আড্ডা পছন্ধ করে । এটা চলতেই থাকবে কেয়ামত অবধি । আড্ডায় থাকলে মনে হয় পরিবারের সাথেই আছি । আড্ডার কারনেই মুখরিত হয়ে উঠে পাড়া , মহল্লা , চায়ের দোকান আরও কত কত স্থান । আড্ডা না দিতে পারলে মন অস্থির হয়ে উঠে । শুধু সমবয়সি না বয়সে ছোট এবং বড়দের সাথেও আড্ডা জমে উঠে । সামাজিক , রাজনৈতিক মূল্যবোধ সম্পকে নতুন ধারনা নেয়া থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের অনেক কিছুই উঠে আসে আড্ডায় । পক্ষে বিপক্ষে চলে আলোচনা । আড্ডা মানেই অফুরন্ত আনন্দ । আড্ডা ছাড়া মানুষের জীবন কল্পনাও করা যায় না । আড্ডার মাধ্যমে জানা শুনার পরিধী ভারে , আড্ডা মানে প্রান খুলে কথা বলা , আড্ডা মানে হাসি মুখ , আড্ডা মানে দুঃখ কষ্ট ভাগ করে নেয়া । আড্ডার মাধ্যমে আমরা ভাল ভাল জিনিষ বের করে আনতে পারি । আড্ডা কিন্ত আমরা বাবা মা ভাই বোন সবার সাথেই দিতে এবং ভাল একটা কিছু ভের করে আনতে পারি । যাই হোক সবাই ভাল থাকেন আর আড্ডা দেন ধুমছে ......

আরিফুল ইসলাম টিটু

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৭

আমাবর্ষার চাঁদ বলেছেন: হ ভাই আড্ডা দেই ধুমসে........ আর ভালই আছি...........
আপনের খবর কি??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.