নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল থাকেন সব সময়।

ক খ ত্রিমোহনী

আমি নগন্য একজন মানুষ। চাল চুলো কিছুই নেই । খেয়ে না খেয়ে কোন রকমে চলে যাচ্ছে । এই আর কি।

ক খ ত্রিমোহনী › বিস্তারিত পোস্টঃ

অসহায় এ জীবন

২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৪





এমনিতেই নিজেকে অনেক অসহায় মনে হয় সব সময় । অসহায়ত্বের পরিমানটা আরোও বেড়ে যায় ঈদ এলে । কেমন যেন ঈদের সময় মনটা অনেক ছোট হয়ে থাকে । নিজেকে বুঝাতে পারিনা , সব সময় চোখের পানি টলমল করে । সঠিক কারণ এর খুজে পাইনা । তারপরও চেষ্টা করি মন প্রান দিয়ে যাতে করে আমার এ কারণে কেউ কষ্ট না পায় । ছোট কাল থেকেই এ অবস্থা আমার । এখন বড় হয়েছি , দুটো বাচ্চা আছে তারপরও আমার অসহায়ত্বের ব্যপারটা দূর হলনা । হয়তবা আর হবেও না , মাঝে মধ্যে মনে হয় যদি অনেক গুলো টাকার বস্তা নিয়ে বসে থাকতে পারতাম আর যার যত লাগে দিতে পারতাম তাহলে হয়তবা একটু শান্তি পেতাম মনের মধ্যে । ঈদ এলে বেশী করে বুঝা যায় মানুষের টাকার কি প্রয়োজন । যখন দেখি একজন মানুষের চাহিদা পূরন হচ্ছেনা তখন আমার বেশী করে মনটা খারাপ হয় । যদি পৃথিবীর সব মানুষের চাহিদা পূরন করতে পারতাম হয়তবা তাহলে আমার অসাহয়ত্বটা আর থাকত না । আল্লাহ সবাইকে সুন্দর ও সুস্থ রাখুন ।

আল্লাহ হাফেজ

আরিফুল ইসলাম টিটু

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১০

মোমেরমানুষ৭১ বলেছেন: আল্লাহ আপনার মনের ইচ্ছা পুরন হওয়ার ব্যবস্থা করুক.....

২| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৮

অনেকের মধ্যে একজন বলেছেন: মোমেরমানুষ৭১ বলেছেন:
আল্লাহ আপনার মনের ইচ্ছা পুরন
হওয়ার ব্যবস্থা করুক.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.