নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল থাকেন সব সময়।

ক খ ত্রিমোহনী

আমি নগন্য একজন মানুষ। চাল চুলো কিছুই নেই । খেয়ে না খেয়ে কোন রকমে চলে যাচ্ছে । এই আর কি।

ক খ ত্রিমোহনী › বিস্তারিত পোস্টঃ

সুখ নেই আমার

২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৯

শরীরটা ভাল না, ভাল না কোন কিছুই। দিন যাচ্ছে আর সময় ফুরিয়ে আসতেছে । শরীর মন আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। দিনগুলো কেমন যেন এলোমেলো অগুছালো অবস্থায় অতিবাহিত হচ্ছে। কোন কোন সময় বা বেপার মাঝে মধ্যে এমন মনে হয় তখন আর বাঁচতে ইচ্ছে করেনা, ইচ্ছে করেনা সামনে এগিয়ে যেতে পথ চলতে। ছোট কাল থেকেই আমার মনের মধ্যে অনেককককক কষ্ট। তখন ভাবতাম হয়ত একদিন অনেক বড় হব, বউ হবে বাচ্চা হবে, সুখের সংসার হবে আর আমার কষ্টের অভসানও হবে। সেইইই কষ্টের চক্র থেকে আমি আজও বের হতে পারিনাই। পারিনাই সুখের শান্তির মুখ দেখতে। কেউউউ শান্তি দেয়না আমাকে, কেউউউ বুঝেনা আমাকে উফ কি যে কষ্ট আমার। বাবা গত হয়েছেন দীর্ঘদিন হল মার সাথে মাঝে মধ্যে একটু আধটু শেয়ার করতাম। সেই মাও আজ প্রচন্ড অসুস্থ। আর ভাই বোন পাড়া প্রতিবেশি ওরাতো কিভাবে আমাকে শেষ করা যায় সেই ফর্মুলা তৈরীতেই ব্যস্ত। আর, আর আমার সবচেয়ে কাছের এবং যাকে নিয়ে আমি সাত সমুদ্র তের নদী পারি দিব বলে ছিনিয়ে এনেছিলাম, সেই বউ আজ অশান্তির আমার সবচেয়ে বড় কারন হয়ে ঘাড়ে চেপে বসে আছে। সারাদিন কেমন যেন মেজাজ গরম অবস্থায় ভাব ধরে থাকে। আমার মন বুঝেনা, বুঝেনা আমার সাত সতের। বুঝে শুধুই নিজেরটা। আমার খুবববব কষ্ট, মাঝে মধ্যে ইচ্ছে করে মরে যাই। আমার মনে হয় একদিন আমার ইচ্ছেটাকেই পুরন করতে হবে। সংসার নামক ধানবের অত্যাচার আর ভাল লাগেনা। সবাইকে আনন্দে ভাসিয়ে হয়তবা একদিন চলে যাব পরপারে তখন সবাই এ হতভাগাকে মাফ করে দিবেন আশা করি।

আরিফুল ইসলাম টিটু

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.