নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল থাকেন সব সময়।

ক খ ত্রিমোহনী

আমি নগন্য একজন মানুষ। চাল চুলো কিছুই নেই । খেয়ে না খেয়ে কোন রকমে চলে যাচ্ছে । এই আর কি।

ক খ ত্রিমোহনী › বিস্তারিত পোস্টঃ

আজ আমার ক খ এর জন্মদিন

২৯ শে জুলাই, ২০১৫ রাত ২:১২

অনেক দিন আগের কথা । বিয়ে করার প্রায় অনেক দিন পর আমার প্রানপ্রিয় ক খ এর মা হঠাৎ করে বলল কেমন যেন অসুস্থ ভাব হচ্ছে তার। অজানা আশংকায় নিয়ে গেলাম আমার খুব পরিচিত ডাঃ নাসিমা সুলতানা আপার কাছে। সাথে সাথে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করল তারপর রিপোর্ট দেখে আমাকে একটি খুশির সংবাদ দিয়ে আনন্দ ভাসিয়ে দিল। নিজেকে তখন একজন বীর পুরুষ বলে মনে হচ্ছিল, মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি । খুব আনন্দ আর ফুরফুরা মেজাজ নিয়ে বাসায় ফিরলাম। আমার পা আর মাটিতে পরেনা, আকাশে উড়তে ইচ্ছে করে। কি যে আনন্দ ?? দেখতে দেখতে সময় কাছে চলে আসল। সিদ্ধেশ্বরী মনোয়ারা হাসপাতালে ভর্তি করলাম। ২০০৮ ইং সালের ২৮ শে জুলাই সোমবার দুপুর ঠিক ২.৩০ মিনিটে আমার ক খ আল্লাহ রহমতে সবাইকে আনন্দে ভাসিয়ে পৃথিবীর আলোর মুখ দেখতে পেল। আমার ভাই বোন সহ সবাই খুশিতে হইহুল্লোর অবস্থা । আমি লজ্জায় আর আনন্দে কই গিয়ে লুকাবো রাস্তা খুজে পাচ্ছিলাম না। দেখতে দেখতেই আজ আমার ক খ সাঁত বছর পারি দিয়ে আট বছরের যাত্রা শুরু করল। জানিনা আমি তোমাদের চোখে একজন ভাল বাবা হতে পেরেছি কিনা ? তারপরও একজন নগন্য বাবা হিসাবে সব সময় অন্তর থেকে দোয়া করি তোমরা অনেককককক বড় হও । বড় হয়ে একজন পরিপূর্ন, আদর্শ, খাটি মানুষ হয়ে আমাদের বুক গর্বে ভরে দিয়ে মাথা উচু করে দাও মহান আল্লাহর কাছে সেই দোয়াই করি। ভাল থেকো সব সময় আমার বুকের ধন কলিজার টুকরা ক খ।

ক খ এর হতভাগা পিতা
আরিফুল ইসলাম টিটু

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.