নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল থাকেন সব সময়।

ক খ ত্রিমোহনী

আমি নগন্য একজন মানুষ। চাল চুলো কিছুই নেই । খেয়ে না খেয়ে কোন রকমে চলে যাচ্ছে । এই আর কি।

ক খ ত্রিমোহনী › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয় গ্রাম নাকি শহর ?

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৯:০৩

ঢাকার আশে পাশে মানে চারি পাশে এখনও প্রচুর গ্রাম আছে প্রায় ১৬ টি ইউনিয়ন আছে ঢাকার মধ্যেই। আমি অধম ১৬টি ইউনিয়নের মধ্যে একটিতে বসবাস করি। সারাদিন ঢাকার একদম ভীতরে ঘুরাঘুরির পর যখন আমি আমার গ্রামে শত কষ্ট করে ফিরে আসি কি যে আনন্দ লাগে তা আপনাদের বলে বুঝাতে পারব না। আসলে গ্রামের মজাই আলাদা। কিন্ত আসল ব্যাপার হচ্ছে আমার প্রিয় গ্রাম এখন শহর হতে চলেছে প্রায় । আমার কেমন যেন কষ্ট লাগে তাহলে কোথায় গিয়ে একটু শান্তি পাবো। সারাদিন আমাদের গ্রামেও এখন গাড়ি ঘোড়া আসে, কেমন যেন শহরের পরিবেশের মত হইহুল্লোর অবস্থা। দম বন্ধ হওয়ার পালা, এর থেকে পরিত্রান পাব কিভাবে ভেবে পাইনা আমি । আল্লাহর কাছে সব সময় দোয়া করি তুমি আমাদের গ্রামকে যেভাবে আছে সেভাবেই রাখো। দরকার নেই আমাদের আধুনিক হওয়ার। আমরা যেরকম বোকা ছিলাম গ্রামে ঐ রকমই থাকতে চাই। চাইনা শহুরে চালাক হতে। গ্রামের মানুষ আমরা, গ্রামের পরিচয় এর মাধ্যমেই জীবনটা কাটিয়ে দিতে চাই। দীর্ঘজিবী হও আমার প্রিয় গ্রাম। তোমাকে অনেক ভালবাসি আমি ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনার গ্রামের নাম কি?

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩১

ক খ ত্রিমোহনী বলেছেন: ত্রিমোহনী আমার গ্রামের নাম।

২| ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৪

সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার নাম, আগে কখনো শুনিনি

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১২:৪২

ক খ ত্রিমোহনী বলেছেন: ঢাকার খিলগাঁও থানায় বনশ্রীর ঠিক পূর্ব পাশেই আমাদের গ্রাম ত্রিমোহনী। আমার দুটো জমজ ছেলে আছে ওদের নাম ক খ । আমার নাম আরিফুল ইসরাম টিটু । যদি সময় সুযোগ হয় তাহলে আসবেন প্লিজ। আমার নাম বললে আমাদের বাড়ী সবাই দেখিয়ে দিবে।

৩| ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ৭:২২

সাদা মনের মানুষ বলেছেন: দেখা যাক কখনো আসার সুযোগ পাই কিনা, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.