নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল থাকেন সব সময়।

ক খ ত্রিমোহনী

আমি নগন্য একজন মানুষ। চাল চুলো কিছুই নেই । খেয়ে না খেয়ে কোন রকমে চলে যাচ্ছে । এই আর কি।

ক খ ত্রিমোহনী › বিস্তারিত পোস্টঃ

কোথাও কেউ নেই।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৮

প্রায় ২১/২২ বছর আগে মানে যখন ইন্টারমিডিয়েট এ পড়ি তখন হুমায়ন আহমেদ এর একটি নাটক কোথাও কেউ নেই দেখার পরম সোভাগ্য হয়েছিল আমার। বাকের ভাই আর মুনা নামে দুটি চরিত্র ছিল। আসাদুস জামান নুর আর সুবর্না অভিনয় করেছিলেন প্রিয় এ দুটি চরিত্রে। আমার দেখা ছোট এ জীবনের সেরা নাটক। কত মিছিল মিটিং করেছিলাম এ নাটক নিয়ে । হুমায়ন আহমেদ আমাদের মাঝে আজ নেই হয়তবা জীবনে এত সুন্দর নাটক আর কোন দিন দেখা সম্ভব হবেনা। নাটকে একটা সময় মুনাকে মানে সুবর্নাকে সবাই ছেড়ে চলে যায়। মুনা তখন একা হয়ে যায়। কিযে সুন্দর ছিল নাটকটি ভাষায় প্রকাশ করতে পারছিনা। অনেক দিন পর পুরনো সেই স্মৃতির কথা মনে পরে গেল। আসলেই মানুষ একটা সময় গিয়ে খুবই একা হয়ে যায়। কোথাও কেউ আর তার আশে পাশে থাকেনা। মানুষ বড়ই স্বার্থপর, সবাই যে যার ধান্দায় মধু খাওয়া শেষ হলে চলে যায়। আজ আবার নতুন করে ইউটিউবে নাটকটি দেখার সুভাগ্য হল। আর হয়তবা কোন দিন মনের আর অন্তরের ভীতরের কথা মালা নিয়ে যে নাটক দেখব সেটা আর হবেনা কারন প্রিয় হুমায়ন আহমেদ আমাদের মাঝে আর নেই। ভালবাসি তোমাকে। আল্লাহ তোমাকে অনেক ভাল রাখুক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৪

শায়মা বলেছেন: আসলেই সেটা এক অসাধারণ নাটক! গল্পের বইটা পড়লেও অনেক অনেক ভালো লাগবে ভাইয়া। মনে হয় বইটাই আসলে বেশি সুন্দর!!!!!!!!!

২| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১:৩০

নিয়েল হিমু বলেছেন: আমি ইউটিউব থেকে নামিয়ে দেখেছি নাটকটা আরো কয়েকটা দেখেছি বহুব্রিহি , আজ রবিবার এগুলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.