নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল থাকেন সব সময়।

ক খ ত্রিমোহনী

আমি নগন্য একজন মানুষ। চাল চুলো কিছুই নেই । খেয়ে না খেয়ে কোন রকমে চলে যাচ্ছে । এই আর কি।

ক খ ত্রিমোহনী › বিস্তারিত পোস্টঃ

ও জীবন রে

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১০

কোন জিবন যে সেরা সেটা এত দিনে এই বুড়ো বয়সে এসে বুজতে পারলাম। ছোট কালে মনে করতাম যদি বড় হতাম তাহলে কত মজাই না হতো। বিয়ের আগে মনে করতাম ইস যদি বিয়ে করতে পারতাম। উপরের সব গুলোই পার হয়ে আসছি। চুলে পাকতে শুরু করেছে, শরীরটাও জানান দিচ্ছে আর বড়াই করনা দিন ঘনিয়ে আসতেছে। তৈরী হওয়ার জন্য জানান দিচ্ছে মন। আসলে জিবনের যে একটা মায়া, একটা যন্ত সেটা এত দিনে এসে টের পেলাম আর রাত দিন শুয়ে বসে ভাবি কি সুন্দর দিন গুলো অবহেলায় অযন্তে পার করে এলাম। যখন দরকার ছিল প্রচুর কাজ করার, দিন রাত ধুমছে চালিয়ে যাওয়ার। তখন শুয়ে বসে দিন আর সময় অবহেলায় পার করেছি। আজ এই শেষ বেলায় এসে সেই দিন গুলোর কথা ভেবে মনটা অনেক ভার হয়ে যায়, মনে হয় কে যেন বুকের মধ্যে দশ টন ওজনের পাথর দিয়ে রেখেছে। আর এই সময় এসে যেতে চায়না পথ, মনে হয় শেষ হবেনা বুঝি আর পথচলা। যাই হোক ভাই বোন ও বন্দুরা একটি কথা সবাই মনে রাখবেন সময় থাকতে সময়ের কাজ সেরে ফেলবেন। অলসতা করবেন না, দেখবেন সাফল্য আসবেই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সময় থাকতে সময়ের কাজ সেরে ফেলবেন। অলসতা করবেন না

তাহলে অনেক কিছূ হারাতে হয় ;)

আহা সোনালী জীবন- দূরে না গেলে কেন ধরা দাও না :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.