নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল থাকেন সব সময়।

ক খ ত্রিমোহনী

আমি নগন্য একজন মানুষ। চাল চুলো কিছুই নেই । খেয়ে না খেয়ে কোন রকমে চলে যাচ্ছে । এই আর কি।

ক খ ত্রিমোহনী › বিস্তারিত পোস্টঃ

কে আপনার ভাল চায় ? বা কে আপনার প্রকৃত বন্ধু ?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৪

১। উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন।
২। ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন।
৩।পুলিশ চায় আপনি বে আইনি কাজ করুন।
৪। ইলেকট্রেসিয়ান চায় আপনার বাড়ীর ওয়ারিং পুরে যাক।
৫।বাড়ী ওয়ালা চায় আপনি যাতে জীবনে বাড়ী না করতে পারেন।
৬। মুচি চায় আপনার নতুন জুতা ছিড়ে যাক।
৭। ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে রিনগ্রস্থ হোন।
৭। প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝক।
৮। প্রেমিকা চায় তার চেয়ে অসুন্দর আর খারাপ মেয়ে আপনার বউ হোক।
৯। রিকশা ওয়ালা চায় ১০ টাকার ভাড়া ১০০ টাকা দিয়ে দেওয়া হওক।
১০। চোর চায় আপনি ধনীহোন আর মহা সুখে নাক ডেকে ঘুমান।
অতএব পরিশেষে এ আলোচনা থেকে বুঝা যায় আপনার প্রকৃত বন্ধু হল চোর। তাই চোরের প্রতি সবাই যন্তবান হোন।( এটা জাস্ট মজা করে বলা )।

" মা " চায় তাঁর সন্তান বেঁচে থাক দুধে ভাতে। তাঁর সন্তান হওক পৃথিবীর সেরা মানুষ।
পৃথিবীতে মার চেয়ে আপন কেহ নেই। মাই একমাত্র সন্তানের প্রিয় মানুষ। চলুন মা থাকতে মার যন্ত নেই। মাকে যেন আমরা মানে সন্তানেরা কোন প্রকার মনে বা অন্তরে কষ্ট না দেই। বেঁচে থাকুক সবার " মা "সুখে শান্তিতে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

বিজন শররমা বলেছেন: "অতএব পরিশেষে এ আলোচনা থেকে বুঝা যায় আপনার প্রকৃত বন্ধু হল চোর। তাই চোরের প্রতি সবাই যন্তবান হোন।( এটা জাস্ট মজা করে বলা )।" -
- মজা করে বলা হবে কেন ? চোর আসলেই চায় আপনার আয় উন্নতি হোক, তাহলেই সে চুরি করতে পারবে । তবে এই সঙ্গে উপরে যাদের কথা বলা হয়েছে (গ্রামীন ফোন সহ) তারা সবাই চায় আপনার আয় বাড়ুক, তাহলেই তাদের উদ্দেশ্য সিদ্ধ হবে । ূ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.