নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাদের দলে যারা বই পড়ে ক্ষুধা নিবরণ করে।

সাংবাদিক আরিফ

আমি তাদের দলে যারা বই পড়ে ক্ষুধা নিবরণ করে।

সাংবাদিক আরিফ › বিস্তারিত পোস্টঃ

ভারত ক্রিকেটের ‘আসল প্রতিপক্ষ’ বাংলাদেশ!

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৬


পাক-ভারত ম্যাচ মানেই টান টান উত্তেজনা। সীমান্ত চৌকিতে কড়া পাহারা! ভক্তদের মাঝে হাতাহাতি কিংবা কখনও রেষারেষির জের ধরে খুন। কিন্তু এখন আর তা দেখা যায় না। কারণ ভারত-পাকিস্তান ক্রিকেটকে নিজেদের সম্পদ মনে করে তাতে নোংরা রাজনীতি ঢুকিয়ে কলুষিত করেছে।

কোথায় কাসাবের মুম্বাই হামলা, আর কোথায় ক্রিকেট। হ্যাঁ, মানি এবং স্বীকার করি মুম্বাইয়ের হোটেল তাজমহলে পাক জঙ্গি কাসাবের হামলা ছিল ন্যাক্কারজনক। আবার পাকিস্তানের মাটিতে লঙ্কান টিমের ওপর জঙ্গী হামলা অনেক বেশি জগন্যতম। এ জন্য হামলাকারীদের আইনের কাঠ গড়ায় এনে শাস্তি দেয়া জুরুরি। তবে তাই বলে শান্তির খেলা ক্রিকেটে সঙ্গে সেই নোংরা রাজনীতি জড়ানো ঠিক? বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতেই পারে। দেখা দিতে পারে ব্যাক্তি বিদ্বেষ। তাই আর সে দিকে এগোলাম না। ফিরে আসি ক্রিকেট ইস্যুতে।

প্রসঙ্গ, পাক-ভারত ও বাংলাদেশ।

শুরু করি গেল ওয়ানডে বিশ্বকাপের বিষয়। সেবারে ভারতের ভেলকি আর আইসিসির চাপিয়ে দেয়া সিদ্ধান্তে স্বপ্ন ভাঙ্গে কোটি কোটি টাইগারপ্রেমীর। তখন বিশ্বমিডিয়া খবর হয়েছিল ‘আইসিসির চাপিয়ে দেয়া সিদ্ধান্ত বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ, আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হেরে গেল বাংলাদেশ।’ এমনকি ক্রিকেটে তিন মোড়লের বিপক্ষে যেতেও দেখা গেছে অনেক পত্রিকাকে। আর সেই ঘটনায় পাকিস্তানি আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ড বাংলাদেশি সমর্থকদের কাছে অলিখিত শত্রুতে পরিণত হয়। সেদিন এ দুই আম্পায়ার মাশরাফিদের সঙ্গে কি বেইমানিটা নাই করেছিল সেটি না হয় খুলে বললাম এদেশীয় ক্রিকেট পাগলদের (বিশেষ করে আমার মত ক্রিকেট পাগলদের)। সেই কলুষিত অধ্যায় গেল। এর পর ধোনি-কোহলিরা বাংলাদেশ সফরে এলো। সিরিজ হেরে সোজা দেশে ফিরতে হলো তাদের। তার আগে পরে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাও এসেছিল বাংলাদেশ সফরে। দলের সুযোগ পাওয়া নতুন পেসার মুস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিংয়ে ভারতের মত বেহাল দশা হয় তাদেরও।

এর পরের অধ্যায় দেশের মাটিতে প্রথমবারের মত টি২০ ফরম্যাটে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপ। আসরটিতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মত গুরুত্বপূর্ণ দুইটি দলকে হারিয়ে ভারতের সঙ্গে ফাইনাল খেলে বাংলাদেশ।যদিও মুস্তাফিজ বিহীন হাই-ভোল্টেজ ম্যাচটিতে পরাজয় বরণ করে বাংলাদেশ।

আসি এবার মূল এবং শেষ কোথায়। ইন্ডিয়া পরিচালিত আইসিসির প্রসঙ্গে। তাসকিন ও আরাফাত সানির বোলিং অ্যাকশন প্রসঙ্গে। সুপারটেনে ষড়যন্ত্রের ফাঁদে ফেলে বাংলাদেশকে বাদ দেয়ার প্রসঙ্গে। আসলে কোনটা ছেড়ে কোনটা লেখবো? কারণ তথ্য প্রযুক্তির কল্যাণে সবই তো দেখেছে সাধারণ ক্রিকেট ভক্তরা। ভারত এবং বিশ্ব ক্রিকেটের মোড়লাররা আগে যেটা করতো পাকিস্তানের সঙ্গে এখন তা করছে বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশ ক্রিকেটের উথানের বিপক্ষে তার উঠে পড়ে লেগেছে। তা না হলে কেন অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে কেন বাদ পড়বে তাসকিনের মত বাংলাদেশের সম্ভবনাময় পেসার? সুপারটেনে বাংলাদেশের জয়ী ম্যাচে ‘ডিজিটাল চুরির’ মাধ্যমে রান রেটে হারানো হবে তকেন বাংলাদেশকে। তারপর বাংলাদেশকে নিয়ে আইসিসির ব্যঙ্গ (এক রানে হারের পর)। ভারতীয়দের মওকা মওকা ভিডিও। এসব কিসের আলামত? বিদ্বেষ নাকি ঠাট্টা?

আর যাই হোক আট দশ জনের মত আমিও মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ দিনে দিনে ক্রিকেট পরাশক্তিতে পরিণত হচ্ছে। আর তাতেই তিন মোড়লের ঘুমও হারাম হচ্ছে। রুখতে চেষ্টা চলছে আমাদের অগ্রযাত্রাকে।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৭

চাঁদগাজী বলেছেন:


ভালো

২| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩০

রানার ব্লগ বলেছেন: কিছুটা হলেও স হ ম ত !!!

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪০

সাংবাদিক আরিফ বলেছেন: হাহাহা । ধন্যবাদ।

৩| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০০

খুটি বলেছেন: সহমত

৪| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৪

বিজন রয় বলেছেন: ভারত ক্রিকেটের ‘আসল প্রতিপক্ষ’ বাংলাদেশ!

ইয়েস, ইয়েস।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৮

সাংবাদিক আরিফ বলেছেন: মনে হলো সেটাই। কারণ এখন আর পাক-ভারত যুদ্ধ (ক্রিকেট যুদ্ধ) দেখা যায় না। দেখা যায় ভারত-বাংলাদেশ যুদ্ধ (ক্রিকেট) ।

৫| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৭

রোষানল বলেছেন: সাংবাদিকদের ভারতে হোটেল বুকিং দেয়নি বলে আজ চাঁপা অভিমানে এ কথাগুলো বলছেন না তো? যাই হোক শেষ মেষ শুভ বুদ্ধির উদয় হয়েছে বলে ভাল লাগছে।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩২

সাংবাদিক আরিফ বলেছেন: হাহাহা। আমাদের বন্ধু রাষ্ট্র হয়তো অতিথিদের সম্মান দিতে জানেনি। তাই বলে অমনটি ভাবার অবকাশ নেই ভাই। আর শুভ বুদ্ধি? হাহাহাহা

৬| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৬

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশ ভারত ম্যাচে ১৪৬ রানে বাংলাদেশ ড্র করার পরও আম্পেয়ারদের ভুলে ম্যাচ হাড়ল বাংলাদেশ। লিঙ্ক

http://www.espncricinfo.com/icc-world-twenty2…/…/951353.htm

ইন্ডিয়ান বোলারদের দেয়া রান আর অতিরিক্ত রান যোগ করলেই বের হয়ে আসবে থলির বিড়াল।

৭| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৭

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশ ভারত ম্যাচে ১৪৬ রানে বাংলাদেশ ড্র করার পরও আম্পেয়ারদের ভুলে ম্যাচ হাড়ল বাংলাদেশ।

ইন্ডিয়ান বোলারদের দেয়া রান আর অতিরিক্ত রান যোগ করলেই বের হয়ে আসবে থলির বিড়াল

লিঙ্ক

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪০

সাংবাদিক আরিফ বলেছেন: আসলে কিন্তু তাই। তারপরও আমি বলতে চেয়েছি আমার কথায় বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতেই পারে। দেখা দিতে পারে ব্যাক্তি বিদ্বেষ। তারপরও কথা গুলো শত ভাগ সত্যই।

৮| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫০

রানার ব্লগ বলেছেন:

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৪

সাংবাদিক আরিফ বলেছেন: ধন্যবাদ। আপনি দেখছি আমার মত ক্রিকেট পাগলা।

৯| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১২

গেম চেঞ্জার বলেছেন: প্রসংগতঃ আসল প্রতিপক্ষ না বলে প্রতিদ্বন্ধী বলাই শ্রেয়।
তবে ভারতের জাতীয় ক্রিকেট দলের যাত্রাভঙ্গের কারণ মাঝে মাঝেই বাংলাদেশ হয়ে যায়। সে অর্থে + দর্শকদের বিভাজনে বাংলাদেশই বড় শত্রু আর আমাদের শত্রু তারা।

আর আম্পায়রদের ভুল হয়নি। খামাকা নিজেকে আবুল সাজায়েন না।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১৮

সাংবাদিক আরিফ বলেছেন: আম্পায়ারের ভুল হয়নি? বাহ । দারুণ বলেছেন।

১০| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫১

গেম চেঞ্জার বলেছেন: খেলা বুঝেন??


বাংলাদেশ ব্যাটিংঃ 35+1+26+22+6+18+21+11+0+0 = ১৪০
অতিরিক্ত (lb 4, w 1) = ৫
___________________________________________
সর্বমোট = ১৪৫

বোলারদের রানঃ 29+32+20+22+29+9 = ১৪১ {সুরেশ রায়না ৯ রান (ইনক্লুডিং ওয়াইড)}
এক্সট্রা রান = ৪
___________________________________________
সর্বমোট = ১৪৫

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৮

সাংবাদিক আরিফ বলেছেন: আচ্ছা, গত বিশ্বকাপে কি ঘটেছিল? অালিম দার ও ইয়াল গোল্ডের কথা নিশ্চয় মনে আছে? আর আপনি আমার চেয়ে খেলা বেশি বুঝেন মেনে নিলাম। কিন্তু সার্বিক দিক বিবেচনা করেন। আর ভারত যে মহা দালালি করছে আমাদের ক্রিকেট নিয়ে সেটা কি মেনে নিতে কষ্ট হচ্ছে আপনার?

১১| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৭

গেম চেঞ্জার বলেছেন: আমার ব্লগে যেয়ে দেখেন, আমি কোন দল সাপোর্ট করি + আমার দৃষ্টিভঙ্গি। ক্রিকেট নিয়ে আমিও উত্তেজনা অনুভব করি।

উপরে আমি কেবল রান সংক্রান্ত ত্যানা প্যাচানোর গোষ্টি উদ্ধার করেছি। আর কিছু নয়। অন্যান্য ইস্যু কেন জড়িত করছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.