নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাদের দলে যারা বই পড়ে ক্ষুধা নিবরণ করে।

সাংবাদিক আরিফ

আমি তাদের দলে যারা বই পড়ে ক্ষুধা নিবরণ করে।

সাংবাদিক আরিফ › বিস্তারিত পোস্টঃ

এতিম পথশিশুদের নামে টাকা তুলে নিজেদের পেট ভর্তির ধান্ধা

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৭


এতিম পথশিশুদের জন্য তাদের নিবেদিত প্রাণ। আর সে লক্ষ্য অর্থবিত্তদের কাছ থেকে চলছে পুরোদমে টাকা কালেকশন। পথশিশুদের জন্য কাজ করছে তাই বলে কি হর্তা-কর্তা ব্যক্তিদের মিটিংয়ের দরকার নেই? হ্যা বন্ধুরা সেই লক্ষ্যে থ্রি-স্টার হোটেলে চলছে .... (নাম প্রকাশে অনিশ্চুক) একটি সামাজিক সংগঠনের মিটিং। এরা দেশের বড় বড় মিডিয়া ব্যাক্তিত্বদের ভুল-ভাল বুঝিয়ে দলে ভিড়িয়ে পয়দা লুটছে। অথচ তারা (মিডিয়া ব্যক্তিত্ব) জানেই না কত বড় পাপীদের সার্পোট দিচ্ছেন।

শুধু আল-কুরআনের ভাষায় বলবো।--- যারা এতিমদের অর্থ-সম্পদ অন্যায়ভাবে খায়, তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করেছে এবং সত্ত্বরই তারা অগ্নিতে প্রবেশ করবে। সূরা আন নিসা, আয়াত: ১০
শুধু কি ইসলাম ধর্ম? অন্য সব ধর্মই বলছে একই কথা। সব ধর্মই গরিব-এতিমে হক মেরে খাওয়াদের দিয়েছেন বাৎসনা।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:



কিছু একটা করেন, তখন বললে বুঝতে পারবো।

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৪

সাংবাদিক আরিফ বলেছেন: কিছু একটা করতে চাচ্ছি। কিন্তু অন্ধ গুলো তো অন্ধই থেকে যাচ্ছে।

২| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০০

রোষানল বলেছেন: সবাই এতিমদের টাকায় কুকাকুলা ঝাড়তেছে.....

১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

সাংবাদিক আরিফ বলেছেন: হ ভাই, আমার কাছে যে এদের আরো কত ছবি আছে। দেখলে হুশ হারাই ফেলবে যে কেও। ওরা বান্দরবান যায়, ফেন্টাসি কিংডম যায় এতিমের টাকায়।

৩| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

সুমন কর বলেছেন: :(

৪| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

নিরবতার ঝি ঝি পোকা বলেছেন: এদের ধরিয়ে দিন.......

৫| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫০

নতুন বলেছেন: পথশিশুদের জন্য কাজ করছে তাই বলে কি হর্তা-কর্তা ব্যক্তিদের মিটিংয়ের দরকার নেই? হ্যা বন্ধুরা সেই লক্ষ্যে থ্রি-স্টার হোটেলে চলছে .... (নাম প্রকাশে অনিশ্চুক) একটি সামাজিক সংগঠনের মিটিং।

এটা কালেসনের টাকা দিয়েই খাচ্ছে এবং ফেন্টাসি কিংডমে যাচ্ছে আপনি সিওর?

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৫

সাংবাদিক আরিফ বলেছেন: শত ভাগ শিওর। ওদের পেজ থেকে নেয়া ছবি গুলো। এছাড়া বেশ কিছুদিন ওদের সংগঠনে আমার পরিচিত এক ভাই কাজ করেছিল । কিন্তু এমন নোংরা অবস্থা দেখে সে বের হয়ে চলে এসেছে। শুনেছি এখন ব্যাক্তি উদ্যোগে কিছু কাজ করছে সে।

৬| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৭

নতুন বলেছেন: বেশির ভাগ মানুষই ভন্ডামী করছে এখন.... দিন দিন অবস্তা বেশি খারাপ হচ্ছে .. :(

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৬

সাংবাদিক আরিফ বলেছেন: হুম ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.