নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাদের দলে যারা বই পড়ে ক্ষুধা নিবরণ করে।

সাংবাদিক আরিফ

আমি তাদের দলে যারা বই পড়ে ক্ষুধা নিবরণ করে।

সাংবাদিক আরিফ › বিস্তারিত পোস্টঃ

আমাদের প্রধানমন্ত্রী পেয়েও খান না

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৬

জাতীয় মাছ ইলিশ রক্ষার স্বার্থে পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ মাছ খাবেন না!
অনেকে বলে বসতে পারেন আমরা পাই না, তাই খাই না। আর প্রধানমন্ত্রী পেয়েও খান না।
মাননীয় প্রধানমন্ত্রী, ঐতিহ্যবাহী জাতীয় মাছ ইলিশ রক্ষার স্বার্থে নববর্ষ উদ্যাপনের দিন অর্থাৎ পয়লা বৈশাখ ১৪২৩-এর দিন আপনার খাবার ম্যানুতে ইলিশের কোনো আইটেম থাকছে না। ধন্যবাদ দিতেই হয় আপনাকে। তবে শুধু পহেলা বৈশাখে কেন? যদি মা ইলিশ ধরা নিয়ে সরকারের ‘আশু উদ্যোগ’ থাকতো তাহলে বারো মাসই আমরা ইলিশ মাছ খেতে পারতাম। কারণ, আমাদের জাতের সঙ্গে ‘মাছে ভাতে বাঙালি’ টাইটেলটা এখনো যুক্ত আছে।যদিও বর্তমানে সেটি বড্ড বেমানান হয়ে গেছে।
প্লিজ মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও ইলিশ মাছ খান। আমাদেরও খাওয়ার ব্যবস্থা করে দেন। কারণ আমরা (নাগরিক) চাই আমাদের প্রতি বেলার খাবারের ম্যানুতে ইলিশ মাছ কিংবা তার চাইতেও ভালো কিছু থাকুক। আমরা ঐক্যের জাতি হিসেবে কোন ইস্যুতে ঝগড়া-ফ্যাসাদ বাঁধাতে চাই না। শুধু একজন নাগরিক হয়ে নিম্ম লিখিত কিছু উদ্যোগের কথা বলছি। তা যদি আংশিক মেনে নেয়া হয় ইনশাল্লাহ আগামী বছর মিডিয়ার মাধ্যমে শুনতে পাবো বাংলাদেশে ইলিশের দাম ১০০-১৫০ টাকা। ধনী-গরিব সবাই পান্তা-ইলিশ খেয়ে নববর্ষ পালন করছেন।
১.নির্দিষ্ট সময়ে ঝটকা এবং মা ইলিশ বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।
২. ঝটকা নিধনের প্রধান উপকরণ কারেন্ট জাল তৈরী, আমদানি, বিক্রি এবং পরিবহন নিষিদ্ধ করা।(মৎস রক্ষা ও সংরক্ষন আইন ২০০২)
৩. ঝটকা ধরার মৌসুমে জেলেদের মাঝে চাল-খোরাকি বিতরণ ছাড়াও তাদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণের ব্যবস্থা করা।
৪ দেশের প্রধান ৪টি ইলিশ প্রজনন ক্ষেত্র কে ১৫ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বড় পূর্ণিমার ১০ দিন মা ইলিশ না ধরার ব্যবস্থা গ্রহন করুন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪২

সুশীল দত্ত বলেছেন: পরের দিন খাইবো

২| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৯

আশরাফুল ইসলাম মাসুম বলেছেন: এতো তৈল দেয়ার দরকার নেই! যা খুশি করুক আছে যে কয়দিন ক্ষমতায়!
Click This Link

৩| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

ঢাকাবাসী বলেছেন: হরপ্রসাদ শাস্ত্রীর তৈল !

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১২

সাংবাদিক আরিফ বলেছেন: হাহাহাহা।

৪| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

ফ্রিটক বলেছেন: ভাই, ইলিশের দাম চড়ার জেনুইন কথা াপনা বললেন না। বাংলার ইলিশ ঊৎপাদনে কমে নাই, দাদাদের সন্তুষ্ট করতে বিদেশেপাচার করা হয়।দেশের মানুষকে না খেয়ে বৈদেশিক মুদ্রা অর্জন
। আর মুদিসহ ভারত কে সন্তুষ্ট করা। কারনে তাদের মাথা গরম হলে আপনাদের গদি থাকবে কি না,,, আর বিনিময় ভারতী চাল আমদানী, যা কৃষকের পাছায় বাশ।

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৩

সাংবাদিক আরিফ বলেছেন: হুম দাদা।

৫| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২০

মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১১

সাংবাদিক আরিফ বলেছেন: অত জ্ঞানী না হওয়াতে আপনার কথার মর্মকথা ভালোমতো অনুধাবন করতে পারিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.