নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তাদের দলে যারা বই পড়ে ক্ষুধা নিবরণ করে।

সাংবাদিক আরিফ

আমি তাদের দলে যারা বই পড়ে ক্ষুধা নিবরণ করে।

সাংবাদিক আরিফ › বিস্তারিত পোস্টঃ

মাঝে মাঝে পত্রিকা থেকে আমরা যা শিখি

২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৬

প্রথম ডেটে গেলে আপনি কি করবেন?
বিনা দাওয়াতে বিয়ে খেতে চান? আছে সহজ টিপস!
বিশেষ দিবসের রাতে গভীর মেলামেশা করতে চান? হ্যাঁ, নিরাপদ মেলামেশার জন্য কি করতে হবে তারও ব্যবস্থা আছে। বিশেষ নোংরা দিবসের (থার্টি ফাস্ট নাইট, পহলো বৈশাখ, ভ্যালেন্টাইন ডে) আগের দিন বিভিন্ন পত্রিকার প্রথম পাতা জুড়ে বিভিন্ন ফ্লেভারের কনডমের বিজ্ঞাপন।
দেশের প্রথম সারির পত্রিকা গুলোর কাছে আমাদের কী এটাই প্রত্যাশা? ডেটে গেলে কে কি করবে, প্রথমে ফুল দেবে না হাত চেপে ধরবে। কপালে না উরুতে চুমু খাবে সেটা কি পত্রিকাকেই শেখাতে হবে?
আর বেদাওয়াতি হয়েও বিয়ে খাওয়ার যোচ্চুরি টাইপের টিপস দিচ্ছে প্রথম আলোর মতো প্রথম শ্রেণীর পত্রিকা। আজব! মিথ্যের ফুলঝুড়ি মাখা টিপস গুলোয় কি শেখাচ্ছে আমাদের। তার দুই একটি না বললেই নয়।
(১) বেদাওয়াতিদের নাকি ভালো কাপড় পরে যেতে হবে। তা না হলে ধরা খাওয়ার সম্ভবনা রয়েছে।
(২) ভাইয়ার জন্য পারফেক্ট বউ’, ‘ভাইয়ার সঙ্গে মানাবে’। পাশাপাশি ‘আপুর জন্য এ রকম বরই দরকার’, ‘আমার আপুর জন্য পারফেক্ট বর’, ‘হ্যান্ডসাম দুলাভাই’ ইত্যাদি কিছু কথা দুই পক্ষকেই শুনাতে হবে।
(৩) আজগুবি গল্প ছাড়েন, খেতে বসলে বানিয়ে কিছু মিথ্যে বলেন।

এই না গেল বিয়ে আর ডেট। এবার আসি কনডমের বিজ্ঞাপন প্রসঙ্গে। তাও আবার বিশেষ দিনে বিভিন্ন ফ্লেভারের বিজ্ঞাপন। বাহ! কি আনন্দ আকাশে বাতাসে। পত্রিকা গুলো পাখায় বর করে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তরুণ সমাজে মেন্টালিটি।

তবে প্রশ্ন রেখে যাই; পত্রিকা গুলো থেকে কি শিখছি, কি শেখাচ্ছে, কি জানছে,আর এসব দেখে কি ভাবছে আমাদের তরুণ সমাজ?

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১২

মাহতাব উদ্দিন মাহমুদ বলেছেন: আপনি ঠিক বলেছেন।

২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৫

সাংবাদিক আরিফ বলেছেন: ধন্যবাদ ভাই

২| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৯

কালনী নদী বলেছেন: ঈদানিংকার পত্রিকাগুরা যাচ্ছেতাই!

৩| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৯

রাজীব বলেছেন: ভাই, রস আলো আর প্রথম আলো এক করলে তো হবে না

২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৩

সাংবাদিক আরিফ বলেছেন: জনাব, শুধু রস আলোর কথা বলিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.