নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির !

নাভেদ

প্রোফাইল এ _ই -ডি -টি- ং কাজ চলিতেসে ।

নাভেদ › বিস্তারিত পোস্টঃ

তোমায় দেখেছি হে স্বাধীনতা !

১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৭



স্বাধীনতা তোমায় দেখেছি

পলাশীতে সিরাজের পরাজয়ের মধ্যে দিয়ে

টাইম মেশিনে করে ভবিষ্যতের পৃথিবী ঘুরে

কিবা ১৮৫৭ এর সিপাহী বিদ্রোহে

সারি বেঁধে ফাঁসি দেয়া সৈনিকদের মৃত চোখে ।



স্বাধীনতা তোমায় দেখেছি

ছিয়াত্তরের মন্বন্তরের প্রত্যক্ষ সাক্ষী হয়ে

গণকবরের অদৃশ্য এপিটাফ হয়ে

কিবা ফাঁসিকাষ্ঠে ক্ষুদিরামের চোখে লাগানো কালো কাপড় হয়ে

সূর্যসেনের লুট করা অস্রের কল্পিত বেয়োনেট হয়ে



স্বাধীনতা তোমায় দেখেছি

স্টুয়াটের ভাঙ্গা তিতুমীরের কেল্লার মধ্যে

প্রীতিলতার মানবী হতে বিপ্লবী হয়ে উঠার গল্পে

কিবা ইলামিত্রের তেভাগা আন্দোলনে

কার্জনের বঙ্গকে ভঙ্গ করার ষড়যন্ত্রে ।



স্বাধীনতা তোমায় দেখেছি

গান্ধীর অসহযোগ আন্দোলনে

দুপুরের নিস্তরঙ্গ জলাশয়ের পানিতে

কিবা ' ভারতছাড় ' আন্দোলনকারীদের চোখে মুখে

খররৌদ্রে রাজপথে ক্লান্তিহীন পদব্রজে ।



স্বাধীনতা তোমায় দেখেছি

'রাষ্ট্রভাষা বাংলা চাই '_বলে চিৎকার করা

বরকতদের কণ্ঠস্বর হয়ে

কিবা ফাল্গুনের রক্তভেজা দিনটিতে

মা ও মেশিনগানের ক্রন্দনে ।



স্বাধীনতা তোমায় দেখেছি

৭-ই মার্চের অনল বর্ষণে

মুজিবের উচিয়ে উঠা তর্জনী হয়ে

কিবা কালুরঘাট হতে মেজর জিয়ার

স্বাধীনতার ভাষণ হয়ে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.