নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির !

নাভেদ

প্রোফাইল এ _ই -ডি -টি- ং কাজ চলিতেসে ।

নাভেদ › বিস্তারিত পোস্টঃ

নেগেটিভ গ্রেভিটি !

২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৯



আমার ও মন খারাপ হয় । সত্যিকারের মন খারাপ !

কেমন যেনো ভোঁতা একটা অনুভূতি হয় তখন ।

আলসে , স্থির , ক্লান্ত শরীরটাকে আমি টেনে তুলি ।

ইলেকট্রনের মত চক্রাকারে ঘুরতে ঘুরতে এগিয়ে যাই দেয়ালটার দিকে ।

পলেস্তরা খসে পরা দেয়ালের কঙ্কাল !

কঞ্চি দিয়ে দুটো আঁচর কাটি ।

আমার দ্বিতীয় মৃত্যুর প্রথম ভুমিকা _ দেয়ালের বুকে কঞ্চির আঁচরে !



আমার ও মন খারাপ হয় । সত্যিকারের মন খারাপ !

অক্সিজেন না ! আমি তখন হাইড্রজেনের অভাবে হাঁস - ফাস করি !

উত্তপ্ত , উতভ্রান্ত , উদ্ভট চিন্তাগুলোকে আমি ছিঁড়ে ফেলি , একটা একটা করে ! তারপর ! হা তারপর সবকটা বিদঘুটে - হতচ্ছাড়াগুলোকে বন্দি করি সিগারের ধোয়ার ফটোফ্রেমে !

মিলিয়ে যাওয়া ফটোফ্রেমের অস্পষ্ট ক্যাপশন _ রেস্ট ইন পিস ' মাইন্ড ' ।



আমার ও মন খারাপ হয় । সত্যিকারের মন খারাপ !

আমি ডায়াল প্যাড থেকে খুজে খুজে তখন তোমার ঠোঁট আর কণ্ঠ বের করি !

অপদার্থ , ইতর , ছোটলোক _ গালি শুনতে শুনতে আমি হাসি !

আর হাসতে হাসতেই তোমার চোখ , ঠোঁট আর কণ্ঠ পোড়াই !

এভাবে তোমাকে পুড়িয়ে পুড়িয়েই আমি বেঁচে থাকি !ঠিক সূর্যের মত !

দুর্গন্ধ দিয়ে আঁকা ছবির ক্যানভাস _ তোমার চুল , তোমার ঠোঁট , তোমার কণ্ঠ !



আমার ও মন খারাপ হয় । সত্যিকারের মন খারাপ !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.