নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির !

নাভেদ

প্রোফাইল এ _ই -ডি -টি- ং কাজ চলিতেসে ।

নাভেদ › বিস্তারিত পোস্টঃ

আমার প্রেমিকারা !

২২ শে জুলাই, ২০১৪ রাত ২:১৯

প্রথম প্রেমের কথা নাকি কখনো ভোলা যায়না ! আমিও ভুলতে পারিনা । সেই চোখ , সেই চুল ,সেই রাগ , অভিমান , রহস্য । কি করে ভুলি ! মাধবীলতা , তোমাকে ভোলা যায় না ।

সমরেশ মজুমদারের ' কালবেলা ' ।আমার কৈশোর , যৌবনের মধুচন্দ্রিমা গুলোর স্বত্বাধিকার এখনো জলপাইগুড়ি , ডুয়ার্সের চা বাগান ,অনিমেষ , অর্ক আর মাধবীলতাদের ঘিরে চক্কর খায় ।শুনেছি এককালে নাকি আমার বাবাও মাধবীলতার মোহে আচ্ছন্ন ছিল । জেনেটিকেল্লি কি না কে জানে , সেই মোহে আমিও আবিষ্ট । একজন তরুণী কতখানি নারী এই প্রশ্নে আমি আজও' মাধবীলতা স্কেল' টা এপ্লাই করি । একজন মানবী !



এনি ফ্রাংক । জার্মান মেয়ে !নাৎসি কনসেনট্রেশন কেম্পের সেই জলপাই রঙের ট্রাকে উঠা পর্যন্ত এই মেয়েটাও নিশ্চয়ই খুব অসাধারণ ছিল । অল্প বয়সে আমার রাতের স্বপ্ন গুলো হতো এনি ফ্রাংকময় । সপ্নের মধ্যে মেয়েটা চিৎকার করে আমায় ডাকতো , ' কমরেড আমায় নিয়ে চলে এখান থেকে । আমি অসহায়ের মতো চেয়ে থাকতাম । ক্ষীণ কণ্ঠে বলতাম , এই তোঁ আরেকটু ধৈর্য ধর , জার্মান কম্যুনিস্ট পার্টিটা একটু গুছিয়ে নেই । তারপর জলপাই রঙ্গটাকে শায়েস্তা করব।



আমার এই স্বপ্নই হয়তো অতীতে ফিরে যেতো , নাৎসিদের পিটরসবাগের শুভ্র নুড়িতে পর্যুদস্ত করার শক্তি যোগাতো । আমার স্বপ্নগুলোই লালফৌজ হয়ে বার্লিনে পৌঁছে ,কিন্তু অনেক দেরীতে । ততদিনে _ এনি ইতিহাস । এনি বেঁচে থাকলে ওকে বলতাম - তোমার জন্য আমার স্বপ্ন গুলোই প্রসব করে চে গুয়েভারাদের, যেন সাম্রাজ্যবাদীদের বিষাক্ত নখ আর কোন এনির সোনালী চুল ছুঁতে না পারে !এনি হয়তো খিল খিল করে হাসত । আর আমি আস্তে আস্তে ওকে বলতাম _ এনি , তোমার জন্য ভালোবাসা !



কৈশোরে এনি ফ্রাঙ্কের ডায়রি পড়ে এতোখানি মুগ্ধ হয়েছিলাম যে প্রায় প্রতি রাতেই মেয়েটাকে স্বপ্ন দেখতাম । সেই স্বপ্নের রেশ এখনো কাটেনি ।



এই দুই নারী আমার কল্পনার জগতে এতোখানি জায়গা জুড়ে আছে যে , বাস্তবের কোন মেয়েকে প্রেমিকা হিসাবে ভাবতে কেমন যেন অস্বস্তি হয় । আমার বাস্তবের প্রেমিকারা আফিমের জগতে বাস করে । সমাজতত্ত্ব ও পদার্থবিদ্যার নিরস কচকচানির মাঝে তারা আমার মমতাটুকু খুঁজে পায়না !তাদের আর কি দোষ ! আমার মরফিনে যে তাদের নেশা হয়না !



তারা বলে আমি এলএসডির জগতের অধিবাসী ।গডউইন , ব্লাঙ্ক ,মুর সায়মনদের ছায়ায় থাকি । আমিও জানি । আমি ইউটোপিয়ান এনিমেল । আমার মরফিনের নেশা আফিমে কাটবেনা ।



যে হাত কল্পনার অসাধারণ সব নারীদের ছুয়েছে সে হাত তোমাদের শরীরে তবলা বাজাতে পারবেনা ! থাকো তোমরা তোমাদের আফিমের তিনরঙ্গা জগতে !



আজকালকার তরুণীরা নারী নয় , তারা কেবলি তরুণী !



পাদটীকা _



আমরা কেউ কাউকে ভালবাসতে পারিনি । ভালবাসতে হলে নারী হতে হয় , ভালবাসতে হলে পুরুষ হতে হয় । না তুমি নারী ছিলে ! না আমি পুরুষ ছিলাম !!

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৪ রাত ৩:১০

মদখোর বলেছেন: সুন্দর লিখা

২২ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫৭

নাভেদ বলেছেন: ধন্যবাদ ।

২| ২২ শে জুলাই, ২০১৪ রাত ৩:২৫

টানিম বলেছেন: :) :) :) :) :)

২২ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫৮

নাভেদ বলেছেন: ;)

৩| ২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৪

আরজু পনি বলেছেন:
কখনো কখনো এমন হয়, অফলাইনে ব্লগ দেখতে এসে বাধ্য হই লগইন হতে।

আপনার লেখাটা খুবই ভালো লাগলো।


আমরা কেউ কাউকে ভালবাসতে পারিনি । ভালবাসতে হলে নারী হতে হয় , ভালবাসতে হলে পুরুষ হতে হয় । না তুমি নারী ছিলে ! না আমি পুরুষ ছিলাম !!

৪| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১৯

নাভেদ বলেছেন: আরজুপনি_ধন্যবাদ এবং শুভকামনা ।

৫| ২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৫

আরজু পনি বলেছেন:

আপনার লেখা থেকে ২/৩ লাইন নিজের মতো করে পরিবর্তন করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি অবশ্য নিচে মূল লেখা যে আপনার সেটা আপনার নাম সহ উল্লেখ করে দিয়েছি।

লিখতে থাকুন ।
আলাদা কমেন্ট বক্সে জবাব দিয়েছেন তাই নোটিফিকেশন আসেনি।

অনেক ভালো থাকুন ...
আপনার লেখা পড়তে অনুসরনে নিলাম।


এতো অসাধারণ একটি লেখা নির্বাচিত পাতায় যা্ওয়ার যোগ্যতা রাখে বলে মনে করি।

২৩ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৯

নাভেদ বলেছেন: ধন্যবাদ আরজুপনি !

আমার লেখা কপি _রাইট , কুমড়া _রাইট প্রভৃতি মুক্ত ।

প্রতিমন্তব্য করতে যেয়ে মন্তব্য করে ফেলেছিলাম । বেখেয়াল !

লেখা নির্বাচিত পাতায় ঠাই পেলে ভালো , না পেলেও ক্ষতি নেই । আনন্দের জন্য লেখা ।

আবারও ধন্যবাদ । সেই সাথে শুভকামনা ।

৬| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৯

নাভিদ কায়সার রায়ান বলেছেন: এতো কিছুর পরও ভালোবাসতে পারিনি? বলেন কি ভাই!

ভালো লাগলো লেখাটা। একটা কথা জিজ্ঞেস করার ছিলঃ-

"আজকালকার তরুণীরা নারী নয় , তারা কেবলি তরুণী !"

আমি মনে হয় ব্যাপারটা ঠিক বুঝতে পারি নাই।

তরুণীই তো ভালো, নাকি?

২৩ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

নাভেদ বলেছেন: তরুণী হয়তো ভালো বা মন্দ দুটোই হতে পারে । কিন্তু আমার কাছে _ ' নারী ' !_ ভালো - মন্দ _ এর মতো সাধারণ শব্দের ঊর্ধ্বে , স্বাভাবিক অনুভূতির ঊর্ধ্বে । ' নারী ' হল ক্লাস , আর্ট ! প্রাগৈতিহাসিক সৌন্দর্য । :#)

৭| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৫

ফয়সাল মাহাদী বলেছেন: Valo likhechen

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:১০

নাভেদ বলেছেন: ধন্যবাদ ফয়সাল ভাই ।
শুভকামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.