নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

যারা ভালবাসে

২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫১



চলো চলে যাই ক্রিস্টি
শুধু তুমি আর আমি
অনেকদূরে কোথাও
হোক না তা জনমানবশূন্য
নির্জন দ্বীপ
অথবা গহীন অরণ্য
দিব্যি হেসে খেলে কেটে যাক
এই একজীবন
আমি একটুও হবো না ক্লান্ত
কিংবা নিঃসঙ্গ
কোনও অভিযোগও করবো না
কোনকিছুতেই,
শুধু তুমি যদি থাক পাশে।

ক্রিস্টি যারা ভালবাসে
তারা এমনই উন্মাদ উদভ্রান্ত
তারা পারে না এমন কিছু
নেই পৃথিবীতে;
যদি চাও তবে দেখ পরখ করে।

ক্রিস্টি যারা ভালবাসে
যারা সত্যি ভালবাসে
তারা আগুন নিয়েই খেলে
তারা জানে না হেরে যেতে।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৫

সনেট কবি বলেছেন: ক্রিস্টি যারা ভালবাসে
যারা সত্যি ভালবাসে
তারা আগুন নিয়েই খেলে
তারা জানে না হেরে যেতে।

ভাল লিখেছেন।

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় কবি। অবিরাম শুভকামনা।

২| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্যিকার ভালোবাসা হারে না!! তবে মানুষ হারিয়ে যায়!!

ভালো বলেছেন অর্ক ভাই। কবিতাই +++++

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন। অবিরাম শুভকামনা।

৩| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১১

মিঃ পাতলু বলেছেন: ভালো লাগা রইল কবিতায়, সুন্দর লেখেছেন ভাই।

২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪১

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ মিঃ পাতলু। শুভকামনা।

৪| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩১

Al Rajbari বলেছেন: যাওয়ার আগে একটু ভেবে দেখি-!!


:D :D

২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৩

অর্ক বলেছেন: কবিতা উপভোগ করেছেন দেখে ভাল লাগলো। সার্থক! অনেক ধন্যবাদ ও শুভকামনা।

৫| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৪

কানিজ রিনা বলেছেন: আগুন নিয়েইত খেলেছিলাম সেত ছিল প্রেম
তবুও সে কেন বুঝলো না। অনেকটা পথ
এখন একাই হাটি। এইতো শেষ বেলাটা গড়িয়ে
বিকাল। শুধু ভাবী সে আমার কেউ ছিলনা।
ভাল লাগল কবিতা। ধন্যবাদ।

২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫৩

অর্ক বলেছেন: আরে আরে হুট করে লিখে ফেলা এই কবিতাটি আপার ভালো লেগেছে জেনে সত্যি খুব খুশি হলাম! অনেক ধন্যবাদ ও শুভকামনা।

৬| ২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:




সরষের ভেতরে ভূত থাকলে তাকে কি বলবেন......

২২ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০২

অর্ক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথম স্তবক আর দ্বিতীয় দুই স্তবকের মধ্যে প্রাসঙ্গিকতা কী? একটু বোঝাবেন?

২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:১২

অর্ক বলেছেন: ধন্যবাদ। আমি নিজেও জানি এটা নিতান্তই একটি বড়জোর উপভোগ্য একটি প্রেমের কবিতা হলেও হতে পারে! পত্রিকাদিতে প্রকাশের মতো নয়।

প্রথম স্তবকে আমি কাওকে বোঝাতে চেয়েছি যে দুজন একসাথে থাকলে যে কোনও প্রতিকূলতাতেও আমরা সুখে থাকবো। দ্বিতীয় ও তৃতীয় স্তবকে সেইসূত্রে যারা ভালবাসে, তাদের দ্বারা অসম্ভব কিছু নেই বোঝাতে চেয়েছি।

আপনার সময় থাকলে এর আগে প্রকাশিত 'দুজনার শেষ বিকেলটা' শিরোনামের কবিতাটি পড়তে পারেন। ওটা বাংলা কবিতা সাইটে সিনিয়র কবিদের দ্বারা বেশ ভাল প্রশংসিত হয়েছে। আশা করি ভাল লাগবে। অনেক ধন্যবাদ ও শুভকামনা।

এই যে কবিতাটি।

৮| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:




ক্রিস্টি যারা ভালবাসে
তারা এমনই উন্মাদ উদভ্রান্ত
তারা পারে না এমন কিছু
নেই পৃথিবীতে;
-- দমটা এখানেই ব্যাপকতা পেয়েছে। আর তাই কবিতায় অবশ্যই ভাল লাগা।

২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৩

অর্ক বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা ভ্রমরের ডানা।

৯| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৬

চিটাগং এক্সপ্রেস বলেছেন: যারা সত্যি ভালবাসে
তারা আগুন নিয়ে খেলে।
ভালবাসার অপর নাম আগুন খেলা।

২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৯

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা চিটাগং এক্সপ্রেস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.