নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ ইন হেল (২০০৩)

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৬



খুব কম সিনেমাই আমি একাধিকবার দেখেছি; একটা সিনেমা দুবার দেখার সাধারণত কোনও আগ্রহ পাই না। ভাবি নতুন কিছু তো নেই, এ টু জেড সবই তো আগাগোড়া জানাই, রিপিট না করে বরং এ সময়ে অন্য কোনও সিনেমা দেখতে পারি! কিন্তু এই সিনেমাটা আমি তিন থেকে চারবার দেখেছি। জেল পালানো নিয়ে আমার দেখা শ্রেষ্ঠ সিনেমা। জেন ক্লদ ভ্যান ড্যাম'র মুভি, যথারীতি ধুন্ধুমার একশানে ভরপুর, এর পাশাপাশি মানবিক আবেদনও রয়েছে সম পরিমাণে। জেল জীবনের ভয়াবহতা উঠে এসেছে সুনিপণভাবে। একটি বিশেষ ঘটনার কথা মনে পড়ছে। জেলের ভিতর কর্তব্যরত পুলিশরা তাদের চিত্ত বিনোদনের জন্য কয়েদীদের মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে বিকৃত আনন্দ পায়। এরকম এক লড়াইয়ে মানসিক ভারসাম্যহীন ভীষণ শক্তিশালী দৈত্যাকৃতির এক কয়েদীর সাথে মুখোমুখি লড়াইয়ে নামতে বাধ্য হন ভ্যান ড্যাম। খুব মারপিট হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ দানব লোকটা বুঝতে পারে তাদের অসহায়ত্ব। আসলে কেউ তারা কারও শত্রু নয়, অথচ একে অপরের প্রাণ কেড়ে নিতে উদ্যত হয়েছে অন্যের মনোরঞ্জনের জন্য। দুজন দুজনের অসহায়ত্ব বুঝতে পেরে একে অপরকে আলিঙ্গন করে। এমন অপূর্ব এক আবেগময় দৃশ্যের সৃষ্টি হয়, যা দেখে কিছুতেই আর চোখের পানি ধরে রাখা যায় না। আপনাআপনি চোখ ভিজে আসে।
চিরদিনের ভাল লাগার একটি সিনেমা। সিনেমাটা না দেখে থাকলে অবশ্যই সময় করে দেখে নেবেন। আশা করি সকলেরই ভালো লাগবে। না শুধু ভালো লাগবে না, খুব ভাল লাগবে। লিংক দেয়া হলো। এই সুযোগে বলে রাখি আমি জেন ক্লদ ভ্যান ড্যাম'র দারুণ একজন ভক্ত। সেই ছোটবেলা থেকেই। তাঁর অনেক মুভি দেখেছি। সত্যি দুর্ভাগ্যজনক যে, যোগ্যতা অনুযায়ী তেমন একটা মূল্যায়ন হয়নি তাঁর। অথচ কোনও বিচারেই তিনি সমসাময়িক হলিউডের অন্যান্য একশন হিরো যেমন, আর্নল্ড শোয়ার্জেনেগার, সিলভেস্টার স্ট্যালনের থেকে কম নন। ওঁদেরও প্রচুর সিনেমা দেখেছি। তাঁরাও ভালো, তাঁরাও স্ব স্ব ক্ষেত্রে শ্রেষ্ঠ নিঃসন্দেহে। কিন্তু আমার কাছে জেন ক্লদ ভ্যান ড্যাম একজনই। তিনি অদ্বিতীয়। যারা শুধু এটি একটি মারপিটের সিনেমা ভেবে দেখা থেকে বিরত থাকবেন, তারা ভুল করবেন। আগাগোড়া মানবিক আবেদনে ভরপুর। সবমিলিয়ে চমৎকার একটি সিনেমা।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৪

বিজন রয় বলেছেন: জেন ক্লদ ভ্যান ড্যাম ভাল অভিনেতা। প্রতিটি সিনেমায় অনেক পরিশ্রম করেন।

তার সাইকো সিনেমাটি আমি কয়েকবার দেখেছি।

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪২

অর্ক বলেছেন: খুবই আন্ডাররেটেড! ধন্যবাদ ও শুভকামনা বিজন রয়।

২| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫৭

বিজন রয় বলেছেন: আন্ডাররেটেড কিভাবে হয় জানতে চাচ্ছি। আমি আবার এসব বিষয়ে কম বুঝি।

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৩

অর্ক বলেছেন: লিখেই দিয়েছি।

দুর্ভাগ্যজনক যে, যোগ্যতা অনুযায়ী তেমন একটা মূল্যায়ন হয়নি তাঁর। অথচ কোনও বিচারেই তিনি সমসাময়িক হলিউডের অন্যান্য একশন হিরো যেমন, আর্নল্ড শোয়ার্জেনেগার, সিলভেস্টার স্ট্যালনের থেকে কম নন।
আরও মূল্যায়নের যোগ্য ছিলেন তিনি। ওঁরা যেমন ব্র্যান্ড হয়ে গিয়েছিল, তাঁর বেলায় তেমনটা হয়নি।

৩| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০১

ওমেরা বলেছেন: আমি মুভি- টুভি দেখিনা তাই এসব ব্যাপারে কিছু জানি না ।খ্যাত একটা মেয়ে বলতে পারেন ।

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৪

অর্ক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১৮

প্রোলার্ড বলেছেন: মনে হয় সিনেমাটা দেখেছি । ভ্যান ডেম নিজেই পুলিশ অফিসার ছিলেন । জেলখানায় কয়েদিদের উপর ঘটে যাওয়া ঘটনা সরেজমিনে তদন্ত করতে ওকে আন্ডার কভার করে কয়েদি হিসেবে সেই জেলখানায় আনা হয়। তার Blood Sport ছবিটা আমার ভালই লেগেছিল।

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৪

অর্ক বলেছেন: না কাহিনী মিলছে না। ধন্যবাদ।

৫| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৪

বিজন রয় বলেছেন: ও তাই বলুন। এবার বুঝতে পেরেছি।

ধন্যবাদ।

৬| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এই ছবির কিছু দৃশ্য ইউটিউব এর বিভিন্ন চ্যানেলে দেখেছি। আপনার রিভিউ দেখে পুরাটা দেখতে ইচ্ছে করছে। ভাবছি সময় করে দেখে নিব।

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৭

অর্ক বলেছেন: অবশ্যই দেখে নেবেন। অনেক ধন্যবাদ ও শুভকামনা বন্ধুবর শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)।

৭| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৩

ধুতরার ফুল বলেছেন: বেশ! চমৎকার । সময় আছে। কিন্তু মোশাররফ করিমকেই ছাড়তে পারি না। এই সব দেখব কখন?

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৭

অর্ক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৬

মো চৌঃ বলেছেন: সিনেমাটা দেখব...ধন্যবাদ

৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪১

অর্ক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। কেমন লাগলো জানাতে ভুলবেন না!

৯| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১:২৫

হেৃদওয়ানুল জান্নাহ বলেছেন: জীবনে সবারই ভালকিছু, শিক্ষনীয় মুভি অবশ্যই দেখা দরকার।

০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৬

অর্ক বলেছেন: নিশ্চয়ই একদম সত্য কথা। ধন্যবাদ ও শুভকামনা হেৃদওয়ানুল জান্নাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.