নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

তোমার বাড়ির ঠিকানা খুঁজছি

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

রৌদ্রত্রপা,
ঘুমিয়ে পড়েছ কি
আর্দ্র রাত্রির বিষণ্ণতার চাদরে ঢাকা ঘুমে
হয়তো আচম্বিত নীল স্বপ্নের মাঝে
আমি এসে ছুঁয়েছি তোমার চিবুক
অবগুণ্ঠন সরিয়ে লজ্জানত চোখে
তাকিয়ে আছ তুমি আমার চোখের 'পরে।
রৌদ্রত্রপা,
স্বপ্নের নায়কেরা জীবনে আসে না কোনদিন
অনাগত ঘুম ভাঙা ভোরে
তাই আমি চাই না
আমার কথা ভেবে তুমি কাঁদো নিভৃতে।
স্পর্শের বাইরে তোমার দুটি হাত।
রৌদ্রত্রপা,
আমি আজও খুঁজে ফিরছি
তোমার বাড়ির ঠিকানা!

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

প্লাস দিয়ে গেলাম। পরে কথা হবে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

অর্ক বলেছেন: প্রিয় কবি প্লাস মাইনাস ট্রফি মেডেল সব নয়! আপনার উপস্থিতিতেই প্রাণ ভরে উঠলো। অশেষ ধন্যবাদ। শুভকামনা সতত।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:


বাড়ীর ঠিকানা র‌্যাব দিতে পারবে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৩

অর্ক বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৭

গাজী বুরহান বলেছেন: ভালো লেগেছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৬

অর্ক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রাখলাম। ভালো থাকুন খুব।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৭

অর্ক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রাখলাম। ভালো থাকুন খুব।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪১

কানিজ রিনা বলেছেন: বাড়ীর ঠিকানা জাতীসংঘর হাতে। রহিঙ্গা
অসয়াত্ব মাথায় কিছু আসেনা পারবে কি
জাতীসংঘ নাগিরিকত্ব দিয়ে রহিঙ্গাদের
ঠিকানায় ফিরিয়ে দিতে? মনে হয়না।
ধন্যবাদ অর্ক ছেলেটা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫০

অর্ক বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভকামনা শ্রদ্ধেয় আপার তরে। আপা সবসময় অনেক ভালো থাকুন।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

এফ.কে আশিক বলেছেন: অসাধারণ...

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৭

অর্ক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রাখলাম। ভালো থাকুন খুব।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এটা কি রুপক কবিতা? নাকি সরল অর্থ ঠিক আছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩২

অর্ক বলেছেন: রূপক প্রিয় ব্লগার। ধন্যবাদ ও শুভকামনা একরাশ। ভালো থাকুন খুব।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

সোহাগ সালেহ বলেছেন: ঠিকানা খুঁজছি আমিও.... স্রষ্টার অনুগ্রহে পাবো নিশ্চয়ই।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৯

অর্ক বলেছেন: তাই হোক। ধন্যবাদ ও শুভকামনা রাখলাম। ভালো থাকুন খুব।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৪

জাহিদ অনিক বলেছেন: রৌদ্রত্রপা স্বপ্নের নায়কেরা জীবনে আসে না কোনদিন - হুমম সব রৌদ্রত্রপাই ভাবে, মেয়েলি চিরন্তন ভাবনাঃ নিজেকে ভেবেছে একজন বিশেষ কেউ, সাগরের ঢেউ এর মত নয়।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩০

অর্ক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা গ্রহণ করুন কবি। ভালো থাকুন খুব।

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৭

অর্ক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা গ্রহণ করুন কবি। ভালো থাকুন খুব।

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২১

প্রতিভাবান অলস বলেছেন: পড়তে ভাল লাগছিলো। আক্ষেপ, কেনো রো বড় হলোনা!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৪

অর্ক বলেছেন: অশেষ ধন্যবাদ।

এটা পড়ুন।

বিরাট বড় কবিতা। হয়তো ব্লগের এ যাবৎ সবচেয়ে বড়।
আবারও ধন্যবাদ।

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:



রৌদ্রত্রপা স্বপ্নের নায়কেরা জীবনে আসে না কোনদিন
অনাগত ঘুম ভাঙা ভোরে
তাই আমি চাই না
আমার কথা ভেবে তুমি কাঁদো নিভৃতে
-চমৎকার লিখেছেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৭

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ কবি বন্ধু ভ্রমরের ডানা। সতত শুভকামনা।

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৫

শাহানাজ সুলতানা বলেছেন: ভাবে পাবেনা খুঁজে বাড়ির ঠিকানা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৭

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৬

মিরোরডডল বলেছেন: very romantic
valo legeche

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৮

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা সুন্দর গড়েছেন কবি, আপনার রৌদ্রত্রপা খোঁজার প্রতীক্ষার অবসান হোক, রৌদ্রত্রপা'রা বুঝুক স্বপ্নের নায়ক'রা আসেনা বাস্তবে, ভুলে যাক সব দুঃখ ব্যথা, ফিরে আসুক, দিয়ে যাক ঠিকানা 'রৌদ্রত্রপা'

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৮

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ কবি বন্ধু নাঈম জাহাঙ্গীর নয়ন। সতত শুভকামনা।

১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: রৌদ্রত্রপা কি লেখকের নিজের গড়া চরিত্র, নাকি .....?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৬

অর্ক বলেছেন: ধন্যবাদ। দয়া করে এ ধরণের অপ্রাসঙ্গিক ব্যক্তিগত প্রশ্ন আমার লেখায় আগামীতে কখনও করবেন না। ভালো থাকবেন।

১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: স্যরি ভাই, না জেনে হয়তবা আপনার কোন দুর্বল জায়গায় আঘাত দিয়ে ফেলেছি। প্রশ্নটা যে ব্যক্তিগত হয়ে যাবে তা ভাবিনি। আপনি লিখতে থাকুন। লিখতে লিখতে একদিন বড় কবি হয়ে উঠুন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৯

অর্ক বলেছেন: ধন্যবাদ। ব্যাপারটা আসলে ঠিক তা নয়! যাই হোক আপনার বিনয়ী মন্তব্য আমাকে মুগ্ধ করলো। আপনাকে দুয়েক লাইনে এই কবিতার পিছনের কাহিনীটা বলিই তাহলে, এটা আমি ঢাকার বনানীস্থ একটি রেস্টুরেন্টে একদিন বিশেষ একটি অনুষ্ঠানে পরিচিত হওয়া একজন মেয়ের স্মৃতি রোমন্থন করে লিখেছি।
আসলে আমার চলার পথে, জীবনের বাঁকে বাঁকে এমন অনেক রৌদ্রত্রপাই এসেছিল, চলে গেছে, এমুহূর্তে সুখের স্মৃতি হয়ে রয়ে গেছে, খানিকটা বেদনারও বৈকি। রৌদ্রত্রপা ঠিক একজন নয়, একাধিক।
আশা করি আপনার কৌতূহল আমি কিঞ্চিৎ হলেও মেটাতে পেরেছি।
অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৬

ধূূূূলিকণার অনুনাদ বলেছেন: রৌদ্রত্রপা --ভাই রে অনেক কঠিন নাম-- আশা করছি ঠিকানা পেয়ে যাবে নায়ক । সুন্দর হয়েছে কবিতা । এত ইমোশন রাখেন কেমন করে !!!!!!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮

অর্ক বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.