নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

মধ্যরাতের সনেট-১

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩



কতো কথা বলা হলো তবু, ফলাফল তথৈবচ,
বদলায়নি কিছুই সব ঠিক আগেরই মতোন।
যোদ্ধাগণ তরবারি ফেলে আজ করে হাল চাষ,
সে বিপ্লবীরাও আজ ভৃত্য কোনও গোপন প্রাসাদে,
হেরেমের চৌকিদার নয়তো পাহারাদার দুর্গে ;
রাজাধিরাজ আয়েশ করে চিবুচ্ছেন মিষ্টি পান,
বাইজীরা ব্যস্ত আপ্রাণ রাজার পূর্ণ সেবা যত্নে;
বদলায়নি কিছুই সব ঠিক আগেরই মতোন।

বড় বড় বুলি শুধু আওড়ানো হলো কিছুকাল ;
কিছু দেশী নৃত্য, কিছু বিদেশি ওয়ান টু ছা-ছা-ছা।
পরাধীনতা আসলে এদের দারুণ মজ্জাগত,
হাভাতের দল সব পারে শুধু নতজানু হতে ;
কঙ্কালসার শরীরে এসে দাঁড়ায়... রাজ্যাভিষেকে,
'মহারাজ দীর্ঘজীবী হোন', শ্লোগানে মুখর দেশ!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতার মাঝে বাস্তবতা লুকিয়ে আছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

অর্ক বলেছেন: শুভেচ্ছা অবিরাম প্রিয় বন্ধু। জীবন হোক আনন্দময়।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: মধ্য রাতের সনেট আঠারো মাত্রার হতে পারে। ভালো লিখেছেন ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৭

অর্ক বলেছেন: জি জি ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৩

জাহিদ অনিক বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: মধ্য রাতের সনেট আঠারো মাত্রার হতে পারে। ভালো লিখেছেন ।


সেটাই তো ১৮ মাত্রা কেন ??

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

অর্ক বলেছেন: ষাট-সত্তর বছর আগে জীবনানন্দ দাস অনেক সনেট লিখেছেন ১৮-৩২ মাত্রা পর্যন্ত, আরও অনেকেই। আসলে কবি বাংলা ভাষার কাব্য সাহিত্য এতোটাই সমৃদ্ধ যে শুধু পাঠক হিসেবেও আমরা একজীবন পড়েও এর সিকিভাগও শেষ করতে পারবো না। সত্যি এতো ভালো ভালো কবি ও কবিতা মহাকালের গর্ভে বিলীন হয়ে গেছে, তার হিসেব নেই!

অনেক ধন্যবাদ।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২২

জাহিদ অনিক বলেছেন: ওহ আচ্ছা, বুঝেছি এবার ,



অনেক অনেক ধন্যবাদ। আপনার সনেট নিয়ে কিছু বলাই হল না।

বড় বড় বুলি শুধু আওড়ানো হলো কিছুকাল ;
কিছু দেশী নৃত্য, কিছু বিদেশি ওয়ান টু ছা-ছা-ছা।


এখানেই অনেক কিছু বলা আছে।


অনেন অনেক ধন্যবাদ অর্ক সাহেব

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৫

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৯

কাছের-মানুষ বলেছেন: চমৎকার ।
সনেট লেখা অনেক কঠিন কাজ মনে হয়। তার উপর বাস্তবতার সংমিশ্রণে এমন সুন্দর সনেট উপভোগ্য হয়েছে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩২

অর্ক বলেছেন: জেনে প্রীত হলাম। আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.