নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

মুম্বাই সিএসটির জন আহার হোটেলে একদিন

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৭



আমি আগামীকালও আসবো এখানে, পরশুও আসবো।
যতোদিন আছি মুম্বাইয়ে প্রত্যেক সন্ধ্যায় আসবো।
আমার বড্ড ভালো লাগে এর নির্জনতা।
পুরো হোটেলটাই প্রায় শূন্য পড়ে থাকে এ-সময়—বিকেলের পরে।
দু'চারজন এ-দিক সে-দিক বসে থাকে চা-কফি বিস্কুট নিয়ে।
এ-সময় এখানে তেমন কিছু পাওয়াও যায় না হয়তো!
আমি অবশ্য সেভাবে খোঁজ করিনি।
বরাবরই এক-দু'কাপ চা-কফি আর বিস্কুট নিয়ে বসেছি।
আমার ভীষণ ভালো লাগে এ-সময় এখানে বসে থাকতে।
ভালো লাগে হোটেলের ঝলমলে সফেদ আলোকসজ্জা,
পিনপতন নিস্তব্ধতা, আরও কিছু... আমি নিজেও ঠিক বুঝি না!
এখানে এলেই আমার মন শান্তি ও পবিত্রতায় ভরে ওঠে।
হোটেলের মধ্যবয়সী মারাঠি পরিচারিকা দাঁড়িয়ে রয়েছে,
কাউন্টারের পাশে—কী ভীষণ শান্ত সে!
কখনও তাকে কারও সাথে একটি কথাও বলতে দেখিনি।
শুধু আপনমনে নিজের কাজ করে চলেছে অবিরাম;
টেবিল খালি হওয়া মাত্রই তৎক্ষণাৎ এসে পরিষ্কার করে দিচ্ছে,
এঁটো বাসনকোসনগুলো চোখের পলকে সরিয়ে নিয়ে যাচ্ছে।
তাকে হয়তো কোনও একদিন আমি বলেই বসবো যে, 'মাসি,
এতো তাড়া কেন! থাক না ওগুলো পরে আরও কিছুক্ষণ, যেমন
আছে। আরও অনেক শূন্য টেবিলই তো পরে আছে চারপাশে!
খদ্দের এলে বসবে নাহয় ওগুলোরই কোনও একটিতে!
আর তেমন কিছুই তো নয়—ওয়ান টাইমার কাপ, দুয়েকটির ভিতরে
টি ব্যাগ, প্রিচ, বন প্লেট, বিস্কুটের ছেড়া শুকনো প্যাকেট;
থাক না—ওগুলো ওভাবেই পরে থাক আরও কিছুক্ষণ।
তারচে' আপনি বরং কিছুক্ষণ বিশ্রাম করুন বসে।'
জানি, কখনওই তা বলা হবে না তাকে। বললেও শুনবে না;
নেশাগ্রস্থের মতো ঠিকই তার কাজ করে যাবে আগের মতোই।
তাই আমিও আগ বাড়িয়ে কোনদিন কিছু বলবো না তাকে,
মুগ্ধ চোখে শুধু তাকিয়েই দেখবো।
ক্যাপ মাথায়, ব্যাগ কাঁধে ওই লোকটা নির্ঘাত এই হোটেলেরই কেউ।
প্রায় প্রতিদিনই তাকে দেখতে পাই, একাকী বসে আছে চেয়ারে।
প্রায়শই আমার কাছ থেকে ইন্ডিয়া টুডে পেপারটি স্মিত হেসে
চেয়ে নিয়ে কিছুক্ষণ পড়ে, তারপর আবার ফিরিয়ে দেয়।
ভাবছি, কোনও একদিন টুপ করে পেপারটা আর ফেরত না নিয়েই
আমি ঠিক সটকে পরবো এখান থেকে কৌশলে।
সফল যে হবো না—এ-ব্যাপারে মোটামুটি নিশ্চিত!
'শুনিয়ে, আপকা পেপার তো লে যাইয়ে' বলে ঠিক সে আবার
আমাকে ডেকে পেপারটা ফিরিয়ে দিবে, আগের মতোই স্মিত হেসে।
একটাই ছোট্ট দরজা এই বিরাট হোটেলটিতে!
ক'দিনেই হোটেলটা আমার দারুণ আপন হয়ে উঠেছে;
এই মানুষগুলোও—যেন তারা আমার জনম জনমের চেনা!
হ্যা, আমি আগামীকালও আসবো এখানে, পরশুও আসবো।
যতোদিন আছি মুম্বাইয়ে প্রত্যেক সন্ধ্যায় আসবো।
আমার খুব ভালো লাগে এখানে এলে।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মুম্বাইয়ের মানুষের সামগ্রিক অতিথেয়তা কেমন দেখলেন? সেখানকার লেখাপড়ার ধরণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৩

অর্ক বলেছেন: অতিথেয়তা অনেক ভালো। মানুষ দারুণ সহযোগিতা পরায়ণ। মুম্বাই, কোলকাতা, সিলেট, চট্রগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও আরও বিভিন্ন ছোট জেলা শহর, সবখানেই মানুষ খুব ভালো পেয়েছি, দারুণ সহযোগিতা পরায়ণ। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর জানা নেই আমার। একটা তথ্য দিতে পারি, ওখানকার মানুষ অনেক আধুনিক। ওখানে ইউনিভারসিটিতে মেয়েরা হাফ প্যান্ট পড়ে ক্লাস করে। এমনকি দ্বিতীয় শ্রেণীর কামরাতেও দেখেছি মেয়েদের টি শার্ট ও শর্ট পরে বসে থাকতে, কেউ ফিরেও তাকাও না। ওখানকার মানুষদের বিন্দুমমাত্র কোনও আগ্রহ নেই অন্যের ব্যাপারে।
ধন্যবাদ।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৪

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!! বেশ লাগছে পড়তে ; ভালো লিখেছেন ।
আমার নিজের ও দারুন কিছু গল্প রয়ে গেছে মুম্বাই এর বসবাসের ।

শুভ কামনা ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৭

অর্ক বলেছেন: তাই নাকি আপা! জেনে ভালো লাগলো। অবসরে লিখবেন আমাদের জন্য। অশেষ ধন্যবাদ ও শুভকামনা।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন ভাই। ভালো লাগলো আপনার লেখার ধরণ। কত সুন্দর নিজের মনের কথাগুলো বলে গেছেন কাব্যিক রসে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০১

অর্ক বলেছেন: দারুণ অনুপ্রাণিত হলাম যথারীতি। শুভকামনা অন্তহীন। জীবন ভরে থাক ফল্গুধারায়।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৪

মলাসইলমুইনা বলেছেন: -------------------------------------
আমি যাবোনা আগামীকাল বা পরশু
না কোনো সকালে বা সন্ধ্যায় সেখানে

কিন্তু মুম্বাই নিয়ে আপনার আবেগটা ভালোই লাগলো |

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৯

অর্ক বলেছেন: ঠিক বুঝলাম না!

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৭

মলাসইলমুইনা বলেছেন: আমি ঘর কুনো মানুষ | বেড়ানোটা খুব বেশি ইনজয় করিনা | শামস রাশিদের একটা উপন্যাস আছে "উপল উপকূলে" নাম | স্কুলে থাকার সময় ওটা পড়ে মুম্বাই নিয়ে আমার একটা সুন্দর ছবি মনে আঁকা হয়ে আছে | জানিনা সেটার সাথে এখনকার মুম্বাইয়ের কতটা মিল আছে | ওখানে যেতে কতটা ভালো লাগবে ঠিক জানি না | নানা কারণে ওখানে যেতেও চাই না অবশ্য | কিন্তু সেই উপল উপকূলের মুম্বাই আপনার ভালো লেগেছে জেনে ভালো লেগেছে |

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৩

অর্ক বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভকামনা।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪৭

জাহিদ অনিক বলেছেন: ওয়ান টাইমার কাপ, দুয়েকটির ভিতরে
টি ব্যাগ, প্রিচ, বন প্লেট, বিস্কুটের ছেড়া শুকনো প্যাকেট;
থাক না—ওগুলো ওভাবেই পরে থাক আরও কিছুক্ষণ



ভালো লিখছেন অর্ক সাহেব।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৬

অর্ক বলেছেন: মন্তব্যে দারুণ প্রেরিত হলাম। অনেক, অনেক ধন্যবাদ ও শুভকামনা। জীবন সুন্দর হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.