নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

ধারাবাহিক বড় রহস্য গল্পঃ পৃথিবীর সবচেয়ে কদাকার মানুষের একটি গল্প

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩০



এক.
'দেখ দেখ কী কুৎসিত লোকটার চেহারা!' মুখ বিকৃত করে বলে উঠলো সুন্দরি মেয়েটি। চোখেমুখে ঘৃণা ও আতঙ্ক।
'হ্যা, সত্যি কী ভয়ঙ্কর দেখতে লোকটা!' শীতল গলায় বললো ওর পাশে বসা মেয়েটি। ঠোঁটের কোণে মৃদু হাসি। 'এমন কুৎসিত চেহারার মানুষ আগে কখনও দেখিনিরে বাবা, উফ! আসলে লোকটাকে আমার ঠিক মানুষ বলেই মনে হচ্ছে না। কে জানে, হতে পারে ভীনগ্রহের কোনও কিম্ভুতকিমাকার প্রাণী টানি কিনা, ভুল করে পৃথিবীতে এসে পড়েছে! হা হা হা।' বেশ জোরেই হেসে উঠলো মেয়েটি। হাসতে হাসতেই বললো, 'এই লোকটার মুখোমুখি বসে অচিনপুর পর্যন্ত যেতে হবে নাকি। তাহলে সত্যি সত্যি কিন্তু বমি করে ফেলবো বলে দিচ্ছি।'
'আহ ফারিয়া থামবি তোরা!' এসময় বললো তৃতীয় মেয়েটি। কণ্ঠস্বরে কাঠিন্য সুস্পষ্ট। চেহারাতেও বিরক্তিভাব। 'লোকটা হয়তো শুনতে পাচ্ছে সব। শুনলে কি ভাববে বল তো! কেন শুধু শুধু লাগছিস ওর পিছনে!'
'তুই কি ওই কালো ভুতটাকে বিয়ে করবি নাকি! হা হা হা।' অট্টহাসিতে ফেটে পড়লো ফারিয়া নামের মেয়েটি। ওর সাথে যোগ দিলো অপর মেয়েটিও। দুজনেই সশব্দে হাসতে লাগলো। হাসির গমকে আরেকটু হলে সিট থেকে গড়িয়ে পড়ে যাবার মতো অবস্থা।
'ধ্যাত তোদের সবসময় শুধু বাজে ইয়ার্কি!' শ্রাগ করে হতাশ গলায় বলে উঠলো তৃতীয়জন। 'তোদের সাথে আসাটাই ভুল হয়েছে আমার।'
'চুপ কর তো মনিকা।' বিরক্তির সাথে বললো অপর মেয়েটি। 'না এলেই পারতি। কেউ তো তোকে জোর করেনি আমাদের সাথে আসতে। আর ফার্স্ট গার্ল হয়েছিস বলে সবসময় এমন হামবড়া ভাব নিয়ে থাকবি নাতো, বিরক্তি লাগে।'
'আচ্ছা সত্যি সত্যি কি লোকটার মুখ দেখতে দেখতেই অচিনপুর পর্যন্ত যেতে হবে!' বললো ফারিয়া। দারুণ বিরক্তি চেহারায়। 'এই কেউ বল না ওকে অন্য কোথাও যেয়ে বসতে। এই কামরায় তো আরও দুয়েকটি সিট এখনও খালি আছে। লোকটা ওর কোনও একটিতে যেয়ে বসুক না ওর মালপত্র নিয়ে! মেয়ে মানুষ আর তিনজন একসাথে না হলে আমি কখন অন্য জায়গায় যেয়ে বসতাম।' ঘৃণা ও কিঞ্চিত ভয়েও মুখ বিকৃত হয়ে উঠলো ওর। 'আমার একদম ভালো লাগছে না। অস্বস্তি হচ্ছে খুব।'
'হ্যারে রূপা একদম ঠিক বলেছিস। লোকটাকে দেখার পর থেকেই আমার শরীরও কেমন যেন ঘিনঘিন করছে। কী ভয়ানক বিদঘুটে চেহারা!' বলতে লাগলো ফারিয়া। চেহারায় আতঙ্ক। 'পৃথিবীতে যে এমন কুৎসিত চেহারার মানুষ আছে একে না দেখলে জানতাম না কোনদিন। সাক্ষাত ইবলিশ যেন, দোযখ থেকে নেমে এসেছে।'
লোকটা ভাবলেশহীন মুখে শুনছিল মেয়েগুলোর কথোপকথন। থেকে থেকে এক রহস্যময় স্মিত হাসি খেলে যাচ্ছে তার অবয়বে। দেখে মনে হতে পারে বোধহয় সে উপভোগ করছে তাকে ঘিরে মেয়েগুলোর এই তির্যক কথোপকথন। কিন্তু ব্যাপারটা আদৌ তা নয়। তবে এ সবে সে অনেকটাই অভ্যস্ত। মানে তার চেহারা দেখে মানুষের এই আঁতকে ওঠাটা। এ সব মোটেও নতুন কিছু নয় তার জীবনে। আয়নার সামনে দাঁড়ালে সে নিজেই অনেক সময় নিজের কদাকার চেহারা দেখে আঁতকে ওঠে। উচ্চতায় মাত্র চার ফিট পাঁচ ইঞ্চি। প্রায় বনমানুষই বলা যায়। বেটত্বের সাথে বেমানান বেঢপ শরীর। সাথে যোগ হয়েছে বড়সড় চাল কুমড়োর আকৃতির বিরাট একটি মাথা। মাথার ঠিক মাঝখানে সরলরৈখিক চকচকে একটি টাক, যা অনেকটা ক্রিকেট মাঠের পিচের মতো দেখায়। দুদিকে অল্প কিছু চুল ছড়ানো ছিটানো। থ্যাবড়া একটা নাক মুখের বেশ খানিকটা জায়গা দখল করে রেখেছে। মানুষের নাক সাধারণত এতো বড় হয় না। তারটা খুব দৃষ্টিকটু একটি ব্যতিক্রম। দাঁতগুলোতেও কণামাত্র শ্রী নেই; বেশ বড় ও উঁচু। এ সবের সাথে গোদের ওপর বিঁষফোড়ার মতো যুক্ত হয়েছে আলকাৎরার মতো কুচকুচে কাল রং। তার মতো কাল গাত্র বর্ণের মানুষ এই বঙ্গ দেশে তেমন একটা দেখা যায় না। আফ্রিকান আদি অধিবাসীদের মতো একেবারে আবলুস কাঠের মতো কুচকুচে কালো।
(চলবে)

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫১

উদাস মাঝি বলেছেন: এতক্ষণ ধরে চেহারার বর্ননা দিলেন, কাহিনী সামনের বছর থেকে শুরু করবেন নাকি B-)
বুঝতে পারছি ভাল একটা গল্প পাব। অপেখায় থাকলাম ব্রাদার :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৪

অর্ক বলেছেন: আরও অনেক ঘটনাই আসবে ক্রমান্বয়ে। অপেক্ষা... ধন্যবাদ আপনাকে। মন্তব্যে উৎসাহিত হলাম।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৯

উদাস মাঝি বলেছেন: আপনার ব্লগবাড়ি আসলাম আপ্যায়ন করবেন নাহ ?
খালি মুখে আর কতক্ষণ রাখবেন, তাত্তারি খানা-পিনার ব্যবস্থা করেন ;)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২২

অর্ক বলেছেন: চেষ্টা করবো ভালো লিখে তৃপ্ত করার। স্বাগতম। পরের পর্ব প্রকাশ হয়েছে। মতামতের অপেক্ষায় রইলাম। অনেক ধন্যবাদ ও অবিরত শুভকামনা।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৬

মনিরা সুলতানা বলেছেন: পরের পর্বের অপেক্ষায় !

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২১

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ আপা। পরের পর্ব প্রকাশ হয়েছে। মতামতের অপেক্ষায় রইলাম। অবিরত শুভকামনা।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৌতুহল থেকে গেলো ভাই, একটা মানুষ এতটাই খারাপ চেহারার হতে পারে!! সামনের পর্বের অপেক্ষা ধরে রাখতে সক্ষম হয়েছেন। সুন্দর গল্পের সূচনাকাল।

শুভকামনা রইল

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২০

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ। পরের পর্ব প্রকাশ হয়েছে। মতামতের অপেক্ষায় রইলাম। অবিরত শুভকামনা।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:

বর্ননা ভাল লেগেছে....

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২০

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ। অবিরত শুভকামনা।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:১৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালো লাগলো। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৯

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ। পরের পর্ব প্রকাশ হয়েছে। মতামতের অপেক্ষায় রইলাম। অবিরত শুভকামনা।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩

নীলপরি বলেছেন: শুরুটা ভালো লাগলো । পরের পর্বের অপেক্ষায় থাকলাম ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৯

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ। পরের পর্ব প্রকাশ হয়েছে। মতামতের অপেক্ষায় রইলাম। অবিরত শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.