নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

মধ্যরাতের সনেট-২

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২০



কল্পিত এক নগরী আমাকে ডেকেছে কতোবার!
যেখানে নেই মানুষে মানুষে বিভেদ কণামাত্র,
সবাই একত্রে সুখে দুঃখে মিলেমিশে করে বাস।
যেখানে নেই ক্রন্দন, নেই হাহাকার বঞ্চিতের,
সবার রয়েছে এক স্বাভাবিক সুখের জীবন,
প্রাচুর্য বা বিত্ত নয়, শুধু এক নিশ্চিত জীবন;
খেয়ে পরে বেঁচে থাকা, আর আশ্রয় খড়কুটোর,
সবার জন্য শিক্ষা ও চিকিৎসার পূর্ণ বন্দোবস্ত।

সেই কল্পিত নগরী পৃথিবীর কোথাও কী নেই?
সেই কল্পিত নগরী পৃথিবীতে কী হবার নয়?
নিশ্চয়ই হতে পারে—যদি সত্যি সবাই তা চাই,
শোষণ বঞ্চনা মুক্ত , এক স্বচ্ছ শান্তির নগরী !
এসো, এই শুভ যাত্রা শুরু করি আমরা এখনই,
সমস্ত পৃথিবী হোক—আমার সে কল্পিত নগরী।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা গড়েছেন ভাই, মুগ্ধতা।

সেই কল্পিত সমাজ, নগরী, দেশ, পৃথিবীর জন্য কত প্রাণ প্রতীক্ষিত....
সগৌরবে বসবাস যোগ্য একটা পৃথিবী চাই.....

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৩

অর্ক বলেছেন: অশেষ ধন্যবাদ প্রিয় কবি নাঈম জাহাঙ্গীর নয়ন। আমি আপনি আমাদের চারপাশের সবাই যদি চাই তাহলে সবার জন্য একটি সুস্থ স্বাভাবিক জীবন নিশ্চিত করা মোটেও কঠিন কিছু নয়! নিশ্চয়ই সম্ভব। কিন্তু সমস্যা হলো, আমরা ক'জন আসলে সত্যি তা চাই!
শুভকামনা অন্তহীন।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

তারেক ফাহিম বলেছেন: কাংখিত নগরী কল্পনায় থকাবে জানি।

কবিতা ভালো লাগলো।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

অর্ক বলেছেন: আপনাকে আমার ধনবাদ ও শুভকামনা। ১ নং মন্তব্যের উত্তর আপনাকেও বলছি, আমি আপনি আমাদের চারপাশের সবাই যদি চাই তাহলে সবার জন্য একটি সুস্থ স্বাভাবিক জীবন নিশ্চিত করা মোটেও কঠিন কিছু নয়! নিশ্চয়ই সম্ভব। কিন্তু সমস্যা হলো, আমরা ক'জন আসলে সত্যি তা চাই!
আর পৃথিবীর অনেক দেশই, আজ অনেকটাই কাছাকাছি অবস্থান করছে, আমার কল্পিত নগরী'র।
আমি বলতে চাই, আমরাও যদি সবাই মিলে চাই, তাহলে আমরাও পারি...

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩১

ভ্রমরের ডানা বলেছেন:



সমস্ত পৃথিবী হোক—আমার সে কল্পিত নগরী।- চমৎকার ভাবনা....

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০২

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.