নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

ভুলে যাও গোলাপ হন্তারককে

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৩




রৌদ্রত্রপা,
দারুণ নিরুত্তেজ হিম এই ম্লানাভ রাতে
একটি গোলাপ আমি ছিড়ে চলেছি
—পাপড়ির পর পাপড়ি—
ছিড়ে চলেছি...
এই অঘুমের বিকট কালো রাতে।
রৌদ্রত্রপা,
এখন আর গোলাপ আমার ভালো লাগে না
গোলাপের রঙ-ঘ্রাণ কিচ্ছু ভালো লাগে না
এখন তোমাকে আর ভালো লাগে না,
আমাকে ভুলে যাও তুমি
—বেঁচে থাকো সুখে—
মনে কর আমি তোমার এক দুঃস্বপ্ন ছিলাম—
ভুলে যাও এই গোলাপ হন্তারককে।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৭

অর্ক বলেছেন: [সর্বস্বত্ব সংরক্ষিত। লেখা চুরি করে বেনামে প্রকাশ করা থেকে বিরত থাকুন। চোর শনাক্ত হলে এখানে ছবি প্রকাশ করা হবে। এছাড়াও আরও নানাভাবে লেখা চোরদের লজ্জা দেয়া হবে।]

২| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লেগেছে কবিতাটা পড়ে। রৌদ্রত্রপা নামটা সত্যিই সুন্দর

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৩

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগা রইল কাব্যে।

মন্তব্যে বলে যাওয়া কথাগুলোও ভালো বলেছেন

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৩

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: গত ২৪ ঘন্টায় ব্লগে শুধু কবিতা আর কবিতা পোষ্ট করা হয়েছে।
ব্যাপারটা আমি খুব উপভোগ করছি।

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৪

অর্ক বলেছেন: করেন। অনেক ধন্যবাদ।

৫| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৫

জাহিদ অনিক বলেছেন:

বাহ ! আবার ফিরলেন রৌদ্রত্রপাকে নিয়ে !

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৪

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১২

অর্ক বলেছেন:

বেনামে প্রকাশ করা হয়েছে ফেসবুকে। কণামাত্র কার্টেসির ধারেকাছেও যায়নি! জনৈক পাঠকের মন্তব্যে তার বলার সুযোগ ছিল, লেখা সংগ্রহীত! বলেনি!



উক্ত অসাধু ব্যক্তির ছবি প্রকাশ করলাম। দুঃখিত। এখন থেকে আমি আমার লেখার বেনামী প্রকাশকারীদের ছবি ও তথ্য প্রকাশ করবো। সবাইকে অনুরোধ করছি, এসব বন্ধ করুন। লেখা ভালো লাগলে সামান্য হলেও কার্টেসি লেখক, কবিকে দিয়ে প্রকাশ করুন।

৭| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৭

অর্ক বলেছেন:
নির্ঝরিণী ফেসবুকে একটা কপিবাজ পেজ। কার্টেসি ছাড়া কবিতাটি প্রকাশ করেছে।

৮| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হন্তারক কে ভুলে যাওয়া সম্ভব নয়।

লেখা চোরদের সম্পর্কে নতুন করে কিছু বলার নেই।

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৪

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ। এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কাজ হচ্ছে বৈকি! শুভকামনা।

৯| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তবে কি রৌদ্রত্রপারা স্বার্থপর?

২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৫

অর্ক বলেছেন: আমি ঠিক তা বলিনি কবিতায়! পাঠ ও মন্তব্যর জন্যে আমার ধন্যবাদ ও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.