নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

মা তোমার মুখের হাসিতে

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৫




পৃথিবীর সব সুখ তোমার হাসিতে খুঁজে পাই আমি,
তোমার মুখটি ঠিক যেন এক অবারিত পুষ্পোদ্যান,
তোমার ছোঁয়াতে আন্দোলিত ফিরদৌস জামান মুকুল;
আর কেউ নেই কোথাও তোমার মতো ভালবাসবার।
বহুরূপী মানুষের ক্রূর স্বার্থান্ধতা শুধু সবখানে
জীবন ধারণ করে তোলে নরকসম যন্ত্রণাময়।
এর মাঝে মা তোমার স্নেহার্দ্র কোমল প্রিয় মুখখানি
যখনই যেমন মনে পড়ে যায়, আমি ভুলে যাই সব
কষ্ট, সব গ্লানি এই পরাভূত নিস্তরঙ্গ জীবনের।
রিক্ত কালো রাত, ঘোর অমানিশা সরে যেয়ে আসে আলো
ফিরে পাই বহুদূরে ফেলে আসা সেই লাল রৌদ্র দিন;
আবার নতুন করে বাঁচবার সাধ জাগে পৃথিবীতে।
মাগো তোমার মুখের নিটোল হাসিতে জাগে কিশলয়
ফোটে ফুল রাশিরাশি, সান্দ্র ফল্গুধারা বয় চারিদিকে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩২

অর্ক বলেছেন: সর্বস্বত্ব সংরক্ষিত। লেখা চুরি করে বেনামে প্রকাশ করা থেকে বিরত থাকুন। চোর শনাক্ত হলে এখানে ছবি প্রকাশ করা হবে। এছাড়াও আরও নানাভাবে লেখা চোরদের লজ্জা দেয়া হবে।

২| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৪

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: মাগো তোমার মুখের নিটোল হাসিতে ফোটে ফুল
আমার পৃথিবীজুড়ে, ফল্গুধারা বয়ে যায় দিকে দিকে।


দারুন।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪২

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৬

প্রামানিক বলেছেন: মাকে নিয়ে চমৎকার কবিতা।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪২

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো মায়ের অনুভব।
সুন্দর লিখেছেন ভাই।
মুগ্ধতা জানবেন।

২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১১

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.