নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

এসো আবার শুরু থেকে শুরু করি

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩২



ইডা, যেখানে হয়েছে শেষ—এসো সেখান থেকেই
শুরু করি ফের, ধূলিময় উপত্যকা ধরে তুমি
আমি পাশাপাশি হেটে যাই আবার সে নীল হ্রদ
অভিমুখে। বেলা শেষে ক্লান্ত এ্যালবাট্রস যখন
ফিরে যাবে নীড়ে, আবার আকাশ কালো করে যদি
নেমে আসে ঝর, তবে তুমি আর ভয় পেয়ো নাতো !
ঝলমলে তারাদের আলোয় এবার ঠিক চিনে
নেবো পথ আমাদের—আকাঙ্ক্ষার সেই নীল হ্রদে
যাবার। এসো আবার প্রদীপ্ত বিশ্বাসে বাঁধি বুক !

ইডা, বারবার হেরে যেতে পারে না মানুষ, তারা
বারবার শূন্য হাতে ফিরে আসে না। এবার জেনো,
আমরাও ব্যর্থ হয়ে ফিরে আসবো না, গন্তব্যের
কাছ থেকে বিজিতের গ্লানি নিয়ে। ইডা, এসো তুমি
আমি শুরু থেকে শুরু করি আবার—আরেকবার !

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩৫

অর্ক বলেছেন: সর্বস্বত্ব সংরক্ষিত। লেখা চুরি করে বেনামে প্রকাশ করা থেকে বিরত থাকুন। চোর শনাক্ত হলে এখানে ছবি প্রকাশ করা হবে।

২| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫২

নূর-ই-হাফসা বলেছেন: ইডা মানে কি ? কবিতা ভালো লাগল ।

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫১

অর্ক বলেছেন: মানুষের নাম। আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ইডা নামটি পছন্দমত হয় নাই, তবে কবিতার কথাগুলো খুব অনুভব করলাম। ভালো লাগা জানবেন।

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫০

অর্ক বলেছেন: ঠিক আছে, এখন থেকে এরকম প্রয়োজনে মানে দুই মাত্রার নামে রুমা'ই লিখবো। অশেষ ধন্যবাদ।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২১

ওমেরা বলেছেন: Ida এই নামটা সুইডিশদের ও আছে।

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৯

অর্ক বলেছেন: যাকে ভেবে লিখেছি, সে ফিনিশ। অনেক ধন্যবাদ।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩১

চাঁদগাজী বলেছেন:

মন্তব্যে অর্ক বলেছেন: "সর্বস্বত্ব সংরক্ষিত। লেখা চুরি করে বেনামে প্রকাশ করা থেকে বিরত থাকুন। চোর শনাক্ত হলে এখানে ছবি প্রকাশ করা হবে।"

-ইহা চুরি হলে, কবিতা চুরির জন্য বিচার না করে, চোরের নীচু আইকিউ'র জন্য বিচার হওয়ার দরকার আছে।

১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭

অর্ক বলেছেন: জি জি জি। ধন্যবাদ।

৬| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ইডা কি শুনবে এ আকুতি?

১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬

অর্ক বলেছেন: দেখি, শোনে কিনা! হা হা হা। অনেক ধন্যবাদ ব্লগার বন্ধু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.