নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

অতো ভালবেসো না

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৬



অতো ভালবেসো না একজনকে
অতো অসীম
অতো অফুরন্ত
যেখানে পথ হয় শেষ
হারিয়ে যায় চেনা পথে ঘরে ফিরবার ঠিকানা।
ততোটুকুই ভালবেসো
যতোটুকু ভালবেসে ফিরে আসা যায় আবার
থাকে আলপথ ধরে ফিরে আসবার সতত অধিকার
চেনা পথে প্রিয় সে নীড়ে।
সব ভালবাসা উজাড় করে দিয়ো না একজনকে
কিছুটা নিজের কাছে রেখে দিয়ো সযতনে
ততোটুকুই ভালবেসো
যেটুকুর আছে ক্ষমা
'তুমি ভালো থেকো' বলে
তোমাকে ফিরিয়ে দেবারও শূন্য হাতে,
যেটুকু ভালবাসা কোনওদিন কাঁদাবে না তোমাকে
না তাকে।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৩

অর্ক বলেছেন: ©

সর্বস্বত্ব সংরক্ষিত

সাইবার ক্রাইম ব্রাঞ্চের ইমেইল সংগ্রহ করেছি। লেখা চুরি হলে সবরকম তথ্য প্রমাণসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে মেইল করা হবে। তারপর বাকিটা আমার এখতিয়ারের বাইরে। তারাই সিদ্ধান্ত নিবেন তারা কি করবেন। আমার লিখিত অনুমতি ছাড়া কোনরকম কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ।

ধন্যবাদ।

২| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৮

শাহিন বিন রফিক বলেছেন: ভালবাসা মেপে করা যায় কি?

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩০

অর্ক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

আপনার জন্য প্রায় পঞ্চাশ শব্দের একটি মন্তব্য লিখতে যেয়ে হঠাৎ দারাজ'র বিজ্ঞাপন এলো আর সব লেখা মুছে গেলো। দেখি কতোটুকু মনে করে লিখতে পারি।

ছেলে কি মেয়ে কি প্রেমে প্রত্যাখ্যান কেউ সহজে মেনে নিতে পারে না। সবাই অপ্রকৃতিস্থ হয়ে ওঠে। অনেকে পাগল হয়ে যায়, অনেক ছেলে উন্মত্ত হয়ে মেয়েটির মুখে এসিড মেরে বসে, অনেক মেয়ে সারাজীবন একাই থেকে যায়, অনেকে আত্মহত্যার মতো বীভৎস সিদ্ধান্ত নিয়ে বসে!

এজন্যেই বলেছি, "যেখানে পথ হয় শেষ, হারিয়ে যায় চেনা পথে..."
কিছুটা নিয়ন্ত্রণ থাকতেই হবে।
বাস্তববাদী হতে হবে। খেলোয়াড়সুলভ মন নিয়ে গ্রহণ করতে হবে প্রেমে প্রত্যাখ্যান।

শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১১

জাহিদ অনিক বলেছেন:
ভালোবাসা বড্ড বেহিসেবি।

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৩

অর্ক বলেছেন: হিসেব করে করতে হয় কবিবর। জীবন আরও বিরাট। বুঝতে হবেই।

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৯

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা রাখলাম।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৫

শামচুল হক বলেছেন: সব ভালবাসা উজাড় করে দিয়ো না একজনকে
কিছুটা নিজের কাছে রেখে দিয়ো সযতনে
ততোটুকুই ভালবেসো
যেটুকুর আছে ক্ষমা


খুব ভালো লাগল কথাগুলো

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৩

অর্ক বলেছেন: ধন্যবাদ শামচুল হক। আপনার মন্তব্যে উদ্দীপিত হলাম। শুভকামনা।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:৫৬

জাহিদ অনিক বলেছেন:

আমি তাই বলি,

ঠিক ততটুকুই ভালবাসা দিও, যতটুকু অবহেলা সহ্য করা যায়।

মেপে মেপে ভালোনাসতে পারলে বেশ ভালোই হত।

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮

অর্ক বলেছেন: জি অনেক ধন্যবাদ।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৭ ভোর ৫:০২

রাবেয়া রাহীম বলেছেন: যখন কেউ বেহিসেবি কিছু করে বসে
যখন নিজের একান্ত আবেগীয় অনুভব অন্যে কেউ ভাললাগার মানুষের জন্য অনুভুত হয় সেটাই প্রেম । এর কোন সীমা নেই। অরেম অসিম , সীমাহিন
কবিতা ভাল লেগেছে। আমরা হিসেবের বাইরে কাজ করি বলেই কবি এত সুন্দর কবিতা লিখে আমাদের সাবধান করে দিয়েছেন ।
শুভ কামনা কবির জন্য।

জাহিদ অনিক বলেছেন:
আমি তাই বলি,
ঠিক ততটুকুই ভালবাসা দিও, যতটুকু অবহেলা সহ্য করা যায়।


তাই কবি লিখেছেন ---
কতটুকু কাঁদলে বল ফুরায় চোখের জল
কতটা ব্যথিত হলে হৃদয় নিরবে বয়ে যায় করে টলমল
এক রাতে তুমি ছুঁয়ে দিলে--আমার খুব জ্বর হয়েছিল;
এরপর কিছু অসহ্য বোধের সাথে নিত্য বসবাস!!

এমন কিছু অসয্য বোধের নাম প্রেম , যার কোন পরিমাপ করা যায় না।

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০১

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ আপা প্রিয় মন্তব্যের জন্য। অনেক অনেক শুভকামনা রইলো।

২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০১

অর্ক বলেছেন: প্রিয় আপা আমার শেষ লেখায় (প্রথম পাতায় এ মুহূর্তে) আপনার গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।

৭| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: সুন্দর। সুন্দর।

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০০

খায়রুল আহসান বলেছেন: প্রথমে, ১ নং মন্তব্যটির জন্য ধন্যবাদ। এটা শুধুমাত্র হুমকি না হয়ে থাকলে বল্বো, কাজের কাজটিই করেছেন।
এবারে আসি কবিতার কথায়। খুব ভাল পরামর্শ দিয়েছেন ভালবাসার পরিমিতি নিয়ে। কিন্তু মাপ যোখ করে কে কতটা ভালবাসতে পারবে, কে জানে!

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়। প্রেরিত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.