নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

বিপদজনক উদ্ভট নিকের ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০০



ব্লগে বেশ কিছুদিন পর ঘাউড়া মজিদকে আবার দেখলাম। ঘাউড়া মজিদের সাথে আমার ব্লগে বা ব্যক্তিগত পর্যায়েও সামান্যতম কোনও শত্রতা নেই। আমার পোস্টে না সে, না আমি তার পোস্টে কোনদিন কোনও মন্তব্য করেছি। সুতরাং দূর দূর পর্যন্ত আমাদের পরস্পরের কারও প্রতি কারও কোনরকম বিরাগী হবার কোনও সম্ভাবনাই নেই। কিন্তু তারপরও একজন সাধারণ ব্লগার হিসেবে যতবার প্রথম পাতায় এ্যাক্টিভিটি সেকশনে তার নামের কোনও নোটিফিকেশন দেখি যে, 'ঘাউড়া মজিদ অমুক পোস্টে মন্তব্য করেছে।' তখন আমি আতঙ্কিত হয়ে পড়ি। অবচেতন মনেই এক ধরণের শঙ্কা দুলে ওঠে যে, না জানি কী বীভৎস তির্যক আক্রমণাত্মক মন্তব্য করে বসেছে সে পোস্টে! তার ওরকম বিপদজনক উদ্ভট নিকের কারণে আমার এরকম হয়! যারা তাদের নিজেদের পোস্টে ঘাউড়া মজিদ'র মন্তব্যের নোটিফিকেশন পেয়েছে, তাদের কাওকে ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার জন্য বিশেষ নিবেদন রইলো। ঘাউড়া মজিদ নতুন কোনও ব্লগার নয়। বেশ আগে থেকেই তাকে অনিয়মিতভাবে দেখে আসছি ব্লগে।
যাই হোক এই ধরণের একটি বিপদজনক উদ্ভট নিক নিয়ে কেউ কি করে দীর্ঘ দিন ধরে ব্লগিং করতে পারে! কর্তৃপক্ষ কি এই ধরণের নিক সমর্থন করেন? যদি উত্তর হ্যা হয় তাহলে হয়তো সামনে আরও ভয়ঙ্কর সব নিক দেখতে হবে ব্লগে! ঘাউড়া মজিদ একাই নয়, এই ধরণের আরও কিছু বিপদজনক উদ্ভট নিক নিয়ে অনেককেই দীর্ঘ দিন ধরে ব্লগিং করতে দেখছি! এ ব্যাপারে ব্লগ কর্তৃপক্ষ মন্তব্যে কিছু জানালে বাধিত হবো।
আগেই বলেছি, ঘাউড়া মজিদের সাথে আমার ব্লগে বা ব্যক্তিগত পর্যায়েও সামান্যতম কোনও শত্রতা নেই। সে যদি এই ব্লগ পড়ে, তবে তার কাছে অনুরোধ রইলো, 'গোলাম মজিদ', 'গাউস মজিদ' ইত্যাদি যে কোনও সবার জন্য নিরাপদ স্বাভাবিক সুস্থ একটি নিক নিয়ে ব্লগিং করার। এ ধরণের সমস্ত নিকের ব্লগারদের প্রতিও একই অনুরোধ রইলো।
ধন্যবাদ।

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: ছদ্মনাম গুলো সুন্দর হওয়া উচিত।
রবীন্দ্রনাথও ছদ্মনাম ছিল- ভানু সিংহ। সুনীলের ছদ্মনাম- নীল লোহিত।
আর এযুগের পোলাপান কুচিপূর্ণ নাম ব্যবহার করে। তাদের জন্য ছিঃ

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৪

অর্ক বলেছেন: সুন্দর গঠনমূলক মন্তব্য। ধন্যবাদ।

২| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪

ঘাওড়া মজিদ বলেছেন: জি! ব্লগের কোন এক মাফিয়া গুয়ের কারবার করে। কোন ব্লগ তার পছন্দ না হলে কমেন্টে গুয়ের ছবি দিয়ে ভরে রাখে। এভাবে অনেক ব্লগারের ব্লগিং ক্যারিয়ার নষ্ট করেছে সে।

মাধবের জন্য গুয়ের থাল
গোফরানের জন্য গুয়ের থাল
মোবারক চাচা
হোমনার ভ্যানছালক
ট্যারা সম্রাট
কুপা ফারমার
চাডগাজী

এরকম অসংখ্য নিক খুলে সে অসংখ্য পাঠকের ব্লগে ঢোকার রুচি পর্যন্ত নষ্ট করে দিয়েছে।
আমি এর প্রতিবাদ করেছি। কিন্তু ব্লগ কর্তৃপক্ষকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণে উদাসীন দেখতে পেয়েছি। আমার এই সন্দেহও হয়েছে ব্লগের এডমিন প্যানেলের কেউ একাজ করে।

সর্বশেষ ইঞ্জিনিয়ার কবির আহমেদ মাধব নামের এক ব্লগার ব্লগে আসা ছেড়ে দিয়েছে ঐ মেথরের অত্যাচারে। আমি শুধু এই অন্যায়ের প্রতিবাদ করেছি। আমার ব্যাপারে অভিযোগ করার কিছু নেই। এসব অন্যায়ের সময় একজন সুশীলও খুঁজে পাওয়া যায়নি।
মাধবের জন্য গুয়ের থাল নিকটি এখনো বহাল তবিয়তে বিদ্যমান।

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩১

অর্ক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ ঘাউড়া মজিদ। আপনার সাথে সম্পূর্ণ একমত। এসব ব্যাপারে কর্তৃপক্ষের দুর্বলতা লক্ষ্য করেছি! বিশেষ করে যে বিশেষ ঘটনার কথা বলেছেন, তা তো মানে রীতিমতো বীভৎস! আমি এখনও ভয় পাচ্ছি ওটা নিয়ে কিছু বলার, পাছে মোবারক চাচা আবার না...

আবারও আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, বিষয়টা অনুধাবনের জন্য।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫

শাহিন বিন রফিক বলেছেন: সাংঘাতিক নাম!!!
নতুন, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২

অর্ক বলেছেন: ধন্যবাদ। উনিও অবুঝ নন!

৪| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭

ঘাওড়া মজিদ বলেছেন: মাধবের জন্য গুয়ের

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩

অর্ক বলেছেন: আমি সমর্থন করেছি আপনাকে। আপনি সত্যটাই বলেছেন।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫

ঘাওড়া মজিদ বলেছেন:
এরকম একটি গুয়ের জগৎ থেকে অবগাহন করে আসুন। যদিও আমার প্রচণ্ড বমি পায় তবুও আমার আত্মপক্ষ সমর্থনের জন্য লিংক সংযুক্ত করে দিলাম।শেখ হাসিনা নোবেলের সংক্ষিপ্ত তালিকায়

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৯

অর্ক বলেছেন: সবাই জানি এসব। সবাই আতঙ্কিত!

৬| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১

নতুন বলেছেন: ঘাউড়া মজিদ !!!!!!!!! =p~ =p~ =p~ =p~


মাধবের জন্য গুয়ের থাল
গোফরানের জন্য গুয়ের থাল

ব্লগার অনুমুতি দেবার আগে কেউ মনে হয় চেক করে না... করলে এই রকমের নাম কিভাবে অনুমতি দেয়?

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৯

অর্ক বলেছেন: ধন্যবাদ। কর্তৃপক্ষের যথাসম্ভব সতর্ক থাকা উচিৎ।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

প্রামানিক বলেছেন: অদ্ভুদ নামের কিছু নিক আছে যেগুলো নাম দেখলেই হাসি পায়।

৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

অর্ক বলেছেন: হাসি ঠিক আছে। ভয় নয়! ধন্যবাদ প্রামানিক ভাই।

৮| ৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

কাউয়ার জাত বলেছেন: ভাই, আমার কাউয়ার জাত নিকটি কি অদ্ভুত? দেখলে হাসি পায়?
সামুতে নিক আবার অপরিবর্তনীয়। কোথায় যাই?

আসলে আমি আগে ঘুমের মধ্যে নিজেকে এত বেশি উড়তে দেখতাম ধরণা করে বসেছিলাম যে বাস্তবেই আমি উড়তে পারি, আমি মনে হয় মানুষ না, কাউয়ার জাত।

৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

অর্ক বলেছেন: ধন্যবাদ।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৩

আবু তালেব শেখ বলেছেন: নামে কিছু আসে যায় না। দেখতে হবে ব্যক্তির মুদ্রাদোষ আছে কিনা

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

অর্ক বলেছেন: আপনার নাম তো ভালোই। দুই দিন আগেই দেখলাম সেইফ হয়েছেন বলে পোস্ট দিয়েছেন, এখনই সবজান্তাভাব ধরে সবাইকে সাজেশন দিয়ে বেড়াচ্ছেন! আর যা বলেছেন তা সম্পূর্ণ ভুল ও হাস্যকর।
ধন্যবাদ।

১০| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৩

জাহিদ অনিক বলেছেন:

গুপ্ত ঘাতকের ট্রিকার চাপে বের হয়ে আসা একটি বুলেট মগজ লক্ষভ্রষ্ট হয়ে দেয়াল ফুটা করে চলে যায় যোজন যোজন দূরে।

(একটি উচ্চমার্গীয় গল্পে নিম্নমার্গীয় মন্তব্য)

১১| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৪

জাহিদ অনিক বলেছেন:

সরি সরি, উপরের মন্তব্যটা জেন রসির গল্পের জন্যে লিখেছিলাম। বেখেয়ালে আপনার পোষ্টে করা হয়ে গেছে।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০০

অর্ক বলেছেন: ওকে। থাক। অনেকদিন পর দেখলে হয়তো নিটোল আনন্দ পাবো!

১২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু নিরীহ নিক-ও আমার ভয় লাগে। এনাদের মনের মত মন্তব্য না হলে এনারা ছাগু, লেঞ্জা বলে ট্যাগ দেয়। আর শ্রদ্ধেয় ব্লগার কলাবাগান আমি সহ অনেককেই গুহাতে যেতে বলেন। অবশ্য এখন তেমন বলেন না... =p~ =p~ =p~

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৯

অর্ক বলেছেন: ইদানীং আবার বাড়াবাড়ি শুরু হয়েছে। হয়তো সামনে আরও বাড়বে! ধন্যবাদ আর উল্টাপাল্টা কিছুতে রিপোর্ট করতে ভুলবেন না।

১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩০

চানাচুর বলেছেন: নেগেটিভ রেটিং দেওয়ার সুযোগ থাকলে এই পোস্টে আমি নেগেটিভ রেটিং দিতাম।

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১:১২

অর্ক বলেছেন: ও এইবার বুঝলাম "চানাচুর"!

১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৫৭

চানাচুর বলেছেন: ভাল। কোন নিক নোংরা না হলেও হল, ব্লগারদের পোস্টের কন্টেন্ট নোংরা না কিনা সেসব না ভেবে নিক কেমন হওয়া উচিত, আসল নামে আসা উচিত কিনা এসব নিয়ে ব্লগারদের শিক্ষা দিতে আসাটা আঁতলামি ছাড়া কিছু না।

০১ লা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২

অর্ক বলেছেন: সরি আপনার বিয়েভ ব্লগে আমার সাথে কখনও ভালো ছিল না! আপনাকে ব্লক করতে বাধ্য হলাম। ধন্যবাদ ও চিরদিনের শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.