নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

লেখা থাকবে না

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৯



[কবি রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরীকে]

পাখিদের মতো নিবিড় দুরাশা নিয়ে
আমরা তাকাই প্রখর সূর্যের দিকে
সূর্যের উষ্ণীষ গা'য়ে মেখে
আমরা হেঁটে চলি অগ্নি তপ্ত পথে
লু হাওয়ার রোদ্দুরে , নগ্ন পা'য়ে
ঘোর লাগা শূন্য চোখে
ঠিক যেন নেশাগ্রস্থ বিপন্ন মাতাল ,
আমরা জ্বলে পুড়ে নিঃশেষ হই
অনবরত অঙ্গার হয়ে চলি
কিন্তু আমরা দাঁড়াই না
ফিরে তাকাই না একবারও
আমরা শুধু হেঁটে চলি অবিরাম
পথ থেকে পথে ;

জানি ,
আমাদের গল্প কথা লেখা থাকবে না
সিগাল পাখির বিধুর বর্ণমালায়
সুপ্রাচীন প্যাপিরাসে কিংবা
জীর্ণ কাঠাল পাতায়
সে সব সযত্নে সংরক্ষিত হবে না
শহরের প্রাসাদোপম জাদুঘরে
পরিপাটি গ্রন্থাগারে কিংবা
কারও ব্যক্তিগত বুকশেলফে
শোকেসে , আলমারিতে
উই খাওয়া বইয়ের পাতায়
উহু, লেখা থাকবে না ।

আমরা ঠিক মুছে যাবো একদিন
বিলীন হয়ে যাবো
মহাকালের অটল কালচক্রে ,
আমাদের গল্প কথা জানবে না
কেউ কোনওদিন
উত্তর প্রজন্মের কাছে
কেউ বলবে না আন্তরিকতাভরে
একদিন আমরা হেঁটেছিলাম
প্রখর সূর্যের নিচে অগ্নি তপ্ত পথে
লু হাওয়ার রোদ্দুরে , নগ্ন পা'য়ে...
লেখা থাকবে না !

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতা কবি :)

ভাল লাগা অনি:শেষ

+++

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮

অর্ক বলেছেন: প্রিয় ভৃগু ভাইয়ের প্রিয় মন্তব্যে দারুণ অনুপ্রাণিত হ'লাম। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অর্ক ধন্যবাদ আপনাকে
সাহিত্যিক রথীন্দ্রকান্ত ঘটকক চৌধুরীকে
উৎসর্গকৃত চমৎকার কবিতার জন্য।

আপনার প্রদত্ত ছবিটি আমার সম্পাদিত

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৭

অর্ক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

জাহিদ অনিক বলেছেন:


মাঝেমাঝে খুব পাখিদের জীবন পেতে খুব ইচ্ছে হয়,
বিনে বাধায় উড়ে যাও সেখানে ইচ্ছে।
পিছুটান নেই, ডানা মেলে উড়াল !





ভাল লাগলো কবিতা।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৮

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.