নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

কোনও এক ক্ষণিকাকে

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৯



কতো কথা হলো বলা
কিন্তু বলাই হলো না আর
যে কথা বলবার ছিল আয়োজন দুজনার
রক্তের চাপ কালো রাত নিয়ে এসেছিল
লাল রোদ্দুরের দুপুরে
আমি সুচালো কাটায়ালা একটা সজারু
দেখলাম, সহসা তোমার চোখে
প্রাণপণে ছুটে পালাচ্ছিল
লোকালয় ছেড়ে হয়তো কোনও গহীন অরণ্যে
হয়তো যেখানে ওর ঘর
অনিকেত কারই বা ভালো লাগে বলো,
কী ভয়ঙ্কর !
হয়তো তুমিও তাই দেখেছিলে আমার দুচোখে
তারপর অনেক কথা হলো বলা
অনেক গল্প হাসি ছন্নছাড়া বাচাল প্রলাপ
আর এক পর্যায়ে আমরা পা' বাড়ালাম
যে যার ভিন্ন পথে
অর্থহীন এক দীর্ঘশ্বাস পরেছিল যেতে যেতে
মরুময় ধূধূ বুক চিরে,
হয়তো তোমারও !

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৮

শাহিন বিন রফিক বলেছেন: আপনার কবিতাটি খুব ভাল লাগল।

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩১

অর্ক বলেছেন: হাজার মেডেল ও ট্রফি'র থেকে গুরুত্ববহ আপনার এই এক লাইনের ছোট্ট মন্তব্যটি!
আন্তরিক ধন্যবাদ।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬

জাহিদ অনিক বলেছেন:

হয়ত প্রেম; হয়ত নয়
তারও চেয়ে বেশি কিছু,
আরও একটু আশা-- এই কি ভালোবাসা?

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫

অর্ক বলেছেন: জানি, কিছুই কিছু নয়, তবুও... ওদের সবার জন্য শুভকামনা। কিচ্ছু করার নেই। "বৃষ্টি" আজ নামটাই শুধু মনে আছে। অনেক ধন্যবাদ ও শুভকামনা।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৪

সোহানী বলেছেন: ছবিটা খুব মন কাড়া.....

কবিতায় +

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫০

অর্ক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতায় একটি চমৎকার অনুভব ফুটে উঠেছে! প্রাণবন্ত কবিতা! হতাশার কিংবা ব্যর্থতার বিচ্ছেদ কথা সাবলীল হয়ে ফুটে উঠেছে!

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৫

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো কবি।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৫

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: দুপুরে রাত বানিয়ে সজারু কাটার ভয় ;) :P
এমা! কবি কি বলে গো ;) =p~ =p~=p~=p~=p~

হা হা হা

হুম। বলা না বলা, বোঝা না বোঝার এক দীর্ঘ কবিতাই হল জীবন!
দীর্ঘশ্বাস কখনো প্রকাশ্যে কখনো আড়ালে
আর কখনো শব্দের মালা গেথে তার দারুন প্রকাশ :)

+++

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২০

অর্ক বলেছেন: খুবই ভালো লাগলো ভৃগু ভাই আপনার মন্তব্য। আপনি সব পরিষ্কার বুঝতে পেরেছেন। কিছু কিছু ভালো লাগা ভালবাসা শুধু হয়তো কবিতার জন্যেই আসে, এসেছিল (আমার কথা বলছি)!

অনেক অনেক ধন্যবাদ ও নিরবচ্ছিন্ন শুভকামনা কবিবর।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সম্পর্কের পরিণতি যে যার পথে।। অনেক কষ্টের।।।।

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭

অর্ক বলেছেন: আরে হয় এরকম চলার পথে বন্ধু, ব্যাপার না! অনেক ধন্যবাদ ও নিরবচ্ছিন্ন শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.