নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

যারা চলে গেল

৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২২



যারা চলে গেল শেষ রাতের ক্যারাভানে
অচেনা দূরের দেশে
তাদের জন্য আমি কি শোক করবো
কাঁদবো ফুঁপিয়ে?
কতো তারাই তো অহোরাত্র খসে পড়ে আকাশ
থেকে- আকাশ কি শোক করে কোনওদিন,
কিংবা একতারা হাতে পথে পথে গান গেয়ে
ফেরা- ঘর বিবাগি বেভুলা বাউল
ঘরের জন্য কখনও কি কাঁদে তার মন !

যারা চলে গেল শেষ রাতের ক্যারাভানে
অচেনা দূরের দেশে
তাদের জন্যে আমিও কাঁদবো না,
রঙিন মোমবাতি জ্বালিয়ে সান্ধ্য প্রার্থনায়
করবো না শোক কোনওদিন;
আমিও আকাশ হবো
ঠিক হবো- এক আলুথালু বেভুলা বাউল।

মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৮

আটলান্টিক বলেছেন: মাঝে মাঝে বাউল হয়ে যেতে মনে হয়।ঘরবাড়ি ছেড়ে তারা কতই না সুখে যেন থাকে আহা।

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৭

অর্ক বলেছেন: বাউল হয়ে গেছেন আপনি। ইচ্ছেটাই বাউলিয়ানা...

ধন্যবাদ ও শুভকামনা।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবিতা

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৮

অর্ক বলেছেন: ধন্যবাদ আপু

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৪

জনৈক অচম ভুত বলেছেন: তবুও যে মন মানে না!

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৬

অর্ক বলেছেন: অবশ্যই মানবে। ধন্যবাদ ও শুভকামনা।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: সবাইকে একদিন চলে যেতে হয়- এটাই প্রকৃতির অমোঘ নিয়ম!

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১

অর্ক বলেছেন: নিঃসন্দেহে। ধন্যবাদ।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৩

জাহিদ অনিক বলেছেন:



যারা চলে যায় তারা আর ফেরে না
ফিরবে সেই আশাও করা ঠিক না।
অধিকার ছাড়িয়া দিয়া আবার রাখিতে যাইবার মতন এমন বিড়ম্বনা আর নেই------ কবি গুরুর কথাই যেন ঠিক।

আপনার জন্য কেবল কবিগুরু থেকে একটি কথাই বলার আছে,
মোর লাগি করিও না শোক ।।
আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক ।


অনেক ভালো লাগা জানবেন কবিতায়।

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৫

অর্ক বলেছেন: অমোঘ বাণী মহান কবির। পৃথিবীর সমস্ত স্বাভাবিক চলে যাওয়কে স্বাগত জানাতেই হবে। যেভাবে পরাজয় মেনে নিতেই হয় খেলায় একপক্ষকে।
অশেষ ধন্যবাদ ও শুভকামনা কবিবর।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯

Sujon Mahmud বলেছেন: অন্যন

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৮

অর্ক বলেছেন: ধনবাদ ও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.