নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

এই ব্লগে বেশ কমাস আগে লেখা দুটি ব্যর্থ ছেলেমানুষি সনেট প্রচেষ্টা, তবু বড় প্রিয়

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০০



খুলে দাও দ্বার

রেখো না মনের দ্বার বন্ধ করে আর
রেখো না; সপাটে দাও খুলে, যাও ভুলে
সব বিষাদ দিনের স্মৃতি । চেয়ে দেখো
রৌদ্রস্নাত পল্লবিত পৃথিবী তোমাকে
ডাকছে দুহাত মেলে, স্পর্শ কর তাকে
একটি বার; থেকো না অন্ধকারে, নিয়ে
বিগত দিনের ক্ষত; হারিয়ে যে গেছে
চেনা পথের বাঁকে—সে ফিরবে না আর!

নতুন সাথীকে নাও খুঁজে, একা একা
পথ চলা যায় না যে! চাই হাতে হাত
রাখবার প্রিয় হাত; চাই ঘুম ঘুম
বৃষ্টি দুপুরে, রোদ্দুরে, বন্ধু একজন
পাশেতে—যে ভালবাসে; পরম বিশ্বস্ত
একটি কাঁধ নিশ্চিন্তে মাথা রাখবার।



সখি ক্ষমিও আমারে

প্রিয় সখি, বলেছিলে: ভালবাসি, আহা
অর্বাচীন আমি—বুঝি নাই তা; নিটোল
প্রেমেতে বাড়ানো হাত ফিরিয়ে দিয়েছি
অবহেলাভরে ! জানি , বেদনার্ত হয়ে
কেঁদেছিলে অগোচরে, একাকী গুটিয়ে
গিয়েছ নিজেতে । ব্যর্থ প্রেমের মলিন
সেই ঝরা ফুল সেথা—আজও বুঝি পড়ে
আছে! সখি, পার যদি ক্ষমিও আমারে।

জানি, সময় ভুলিয়ে দেয়—মুছে দেয়
সব ক্ষত , ব্যথাভার; নতুন দিনের
আলো পূর্ণ করে গত দিনের সকল
শূন্যতা। সখি , তবুও কিছু গূঢ় ব্যথা
রয়ে যায় সঙ্গোপনে , মনের গহীন
কোণে। সখি,পার যদি ক্ষমিও আমারে।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১০

ভ্রমরের ডানা বলেছেন:



শেষরাতে চমৎকার দুটি সনেট অনুভবে নিলাম! সত্যিই খুব সুন্দর গড়নের কবিতা। কবিতার কারুকাজ নান্দনিক প্রেমময়! শুভেচ্ছা কবি!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৩

অর্ক বলেছেন: প্রিয় মন্তব্যে প্রাণ ভরে উঠলো। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৮

তারেক_মাহমুদ বলেছেন: খুবই ভাল লেগেছে আপনার দুটি সনেট।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৮

অর্ক বলেছেন: দারুণ প্রেরিত হলাম। অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৯

কামরুননাহার কলি বলেছেন: ভালো লাগলো ++++++
রাগ কইরে না আবার।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২০

অর্ক বলেছেন: না না রাগ করার প্রশ্নই আসে না, বরং খুশিতে ডগমগ হলাম। অনেক ধন্যবাদ ও শুভকামনা।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: সনেট লেখা খুব কষ্ট।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২০

অর্ক বলেছেন: ঠিক। অনেক ধন্যবাদ ও শুভকামনা।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪

মিরোরডডল বলেছেন: I like the first one
sad but nice

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৮

অর্ক বলেছেন: Thanks and best wishes.

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৫

করুণাধারা বলেছেন: এত চমৎকার সনেট লিখেছেন! পড়ে মুগ্ধ হলাম, বিশেষ করে দ্বিতীয়টির শেষ ছয় লাইন। এমন আরো কবিতার অপেক্ষায় রইলাম।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭

অর্ক বলেছেন: চমৎকার মন্তব্যে দারুণ উদ্দীপিত করে গেলেন। নিশ্চয়ই, চর্চা চালিয়ে যাবো। অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.