নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

মুছে দিয়ো না

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৫



দিয়ো না নির্ঘুম রাতের শেষে মুছে ব্যথার সজল কাজলরেখা
দিয়ো না

তারচে’ আরও অপেক্ষায় থাকো। আরও ভিজুক বালিশ আধো
ঘুমের ম্রিয়মাণ সকরুণ ভোরে- ব্যথার অশ্রুজলে। সে খবর ঠিক
পৌঁছে যাবে ইথারে ইথারে- প্রিয়তমের কাছে। তারপর শুধু পথে
হতে পারে দেরি তার- কিন্তু সে আসবেই! এসেছিলও যুগে যুগে
বেলাবেলি প্রিয়তা রমণীর কাছে।

মুছে দিলে কাজলের দাগ কি করে জানবে আর এ বিরাগ- পরে
আছে কতো মৌলিক প্রস্তর খণ্ডের মতো প্রবল দীর্ঘশ্বাস- ফুলের
কারুকার্যখচিত এক রত্তি শিথানে! ওই মলিন বোবা বালিশই শুধু
জানে, প্রেয়সীর একবিন্দু অশ্রুজলের ব্যাখ্যাতীত রসায়ন ও চির
দুর্ভেদ্য জটিলতাপূর্ণ সমীকরণ- প্রণয়ীর বিলম্বিত যাত্রার পরিণাম
ও অভিশাপ কাকে বলে!

দিয়ো না নির্ঘুম রাতের শেষে মুছে ব্যথার সজল কাজলরেখা।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ পাঠ :)

ভাললাগা একরাশ মিশে রইল বাসন্তী শুভেচ্ছা আর শুভকমানায় :)

+++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩১

অর্ক বলেছেন: অশেষ ধন্যবাদ প্রিয় ভৃগু ভাই। সদা শুভকামনা। ফল্গুপ্রবাহ থাক জীবনব্যাপী।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৪

দুঃখী জাহিদ বলেছেন: অনেক আবেগময়

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩২

অর্ক বলেছেন: ধন্যবাদ। জেনে সত্যি ভালো লাগলো। শুভকামনা।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১২

প্রামানিক বলেছেন: আবেগময় লেখা। ধন্যবাদ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪

অর্ক বলেছেন: আনন্দিত হলাম। ধন্যবাদ

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৬

বিজন রয় বলেছেন: বলিহারী কাজলের দাগ!!

প্রণয়ী বানানটি ঠিক করা চাই।

বসন্তের শুভেচ্ছা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫২

অর্ক বলেছেন: অশেষ ধন্যবাদ প্রিয় কবি। বানান সানন্দে সংশোধন করলাম। আপনার ভালো লাগায় প্রীত হলাম। নিরবচ্ছিন্ন শুভকামনা।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৫

কানিজ রিনা বলেছেন: হৃদয় নিংরানো ব্যথাতুর ভালবাসা বেশ ভাল
লাগল কবিতা। ধন্যবাদ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৩

অর্ক বলেছেন: দারুণ প্রেরিত করে গেলেন শ্রদ্ধেয় আপা! ধন্যবাদ ও শুভকামনা অবিরাম।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৬

জগতারন বলেছেন:
কবিতার প্রত্যেকটি শব্ধে ভালোলাগা মিশানো।
কবিতায় ভালোলাগা ও কবির প্রতি অভিন্দন জ্ঞাপন করছি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫২

অর্ক বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভকামনা রাখছি প্রিয় জাগতারন। লেখাটি প্রথম পাতা থেকে লেখাটি সরে গেলে আমি ময়মনসিংহ ভ্রমণের তৃতীয় কিস্তি পোস্ট করবো। আশা করি ভালো লাগবে।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৫৪

জাহিদ অনিক বলেছেন:



কবিতা ভালো লাগলো ।
তবে এবার একটু কম যেন কিসে !

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৫

অর্ক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা জাহিদ অনিক। নিঃসন্দেহে।আসলে বক্তব্যে তেমন কিছু নেই, বাহুল্য বেশি।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬

রাজীব নুর বলেছেন: মানুষের জীবনে সবচেয়ে বড় অস্ত্র'ই হচ্ছে- ভালোবাসা।
নিঃস্বার্থ ভাবে ভালোবেসে দেখুন- প্রমান পাবেন। আমি কোনো মানূষের মুখে পাপ দেখি না বলেই, সহজেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেই। খুব সহজেই তাকে ভালোবেসে ফেলি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৭

অর্ক বলেছেন: জ্ঞানের কথা এরকম জ্ঞানীর মুখেই তো শোভা পায়! আহা, প্রাণ ভরে উঠলো ভাই। ধন্যবাদ জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.