নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

বসন্ত এসেছে, তাই

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৭




রৌদ্রত্রপা,
দেখো, বসন্ত এসেছে
পাখিদের কানাকানি ডালে ডালে
পাতার আড়ালে
মধুলোভী ভ্রমরের আনন্দে কাটছে দিন বেশ
বসন্ত এসেছে, তাই কোকিলের ঘুম নেই চোখে
অলক্ষ্যে দারুণ রেওয়াজ চলে রাত-দিন
রমণীয় পরাগ লেগেছে ফুলে-ফুলে
বৃন্তে-বৃন্তে ধূম রঙিন বসন্তের,
তোমার বড়ির রাস্তার পাশে বয়েসী কৃষ্ণচূড়াটা
দেখো, ফুলে-ফুলে-লালে-লালে সয়লাব আজ
তুমি কী দেখো না!

রৌদ্রত্রপা,
বসন্ত এসেছে, তাই ফেলে সব কাজ
আমি লিখছি তোমাকে নিয়ে
প্রেমের কবিতা।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৩

ভ্রমরের ডানা বলেছেন:


বেশ আরামদায়ক কবিতা। পড়তে ভাল লেগেছে!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৩

অর্ক বলেছেন: ধন্যবাদ ও ভরপুর শুভকামনা কবি।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৮

অর্ক বলেছেন: অশেষ ধন্যবাদ।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৫

জাহিদ অনিক বলেছেন:

বসন্ত মানব মনে যেন বর্ষার মতই ঢল এনে দেয়--

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৪

অর্ক বলেছেন: বসন্তে ফুল ফোটে, কোকিল গান গায়, আরও... বসন্তকে প্রকৃতি বিশেষ করেছে। শিল্পী মনের সুখে শিল্প গড়ে। এইতো! আপনিও স্বতঃস্ফূর্তভাবে লিখুন কিছু বসন্ত নিয়ে। ধন্যবাদ ও ভরপুর শুভকামনা কবি।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বসন্তের শুভেচ্ছা
ফুলে ফুলে ভরে উঠুক ভ্রমর দৃষ্টি, গায়ে লাগুক ফাগুন হাওয়া।

কবিতায় ভালো লাগা জানবেন ভাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৫

অর্ক বলেছেন: খুব ভালো বলেছেন কবিবর। তাই হোক। ধন্যবাদ ও ভরপুর শুভকামনা রাখলাম কবিবর।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: মন ছুয়েছে আপনার কবিতা, ভালোলাগা জানিয়ে গেলাম।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন:

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৮

অর্ক বলেছেন: অনেক ভালো লাগলো ছবি ও মন্তব্য। ভালো থাকুন সাদা মনের মানুষ। ধন্যবাদ ও শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.