নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

লালমোহনের মৃত্যু

০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৮



লালমোহন আমার কেউ না
দুয়েকবারই শুধু কথা হয়েছিল তার সাথে
আমাদের ভাড়া বাসার মধ্যবয়স্ক কেয়ার টেকার
একবার কথাচ্ছলে জানিয়েছিল, গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়
এরকম আরও দুয়েকটি সাধারণ কুশল বিনিময়
বিস্তারিত আজ আর মনে নেই
এটুকুই আমি জানি লালমোহনকে
আনুমানিক মধ্য চল্লিশের একজন ক্ষীণকায় মানুষ

কদিন আগে হঠাৎ খবর পেলাম লালমোহন মারা গেছে
কোথাকার কোন লালমোহন, মরে গেছে তো গেছে
আমার জন্য মোটেও গুরুত্ববহ কোনও খবর
হবার কথা নয় সেটা
শুরুতেই যেমন বলেছি, লালমোহন আমার কেউ না
সেভাবে চিনিই না বলতে গেলে
দুয়েকবারই শুধু যেতে আসতে কথা হয়েছিল,
আমাদের ভাড়া বাসার মধ্যবয়স্ক কেয়ার টেকার
কিন্তু তবুও কেন জানি না, লালমোহনের এই মৃত্যু সংবাদ
আমাকে দারুণ প্রভাবিত করলো
বারবার মনে পড়তে লাগলো, শেষবার তার সঙ্গে
বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে কথোপকথনের স্মৃতিগুলো
আমার দারুণ দুঃখ হতে লাগলো লালমোহনের জন্য :
আহা বেচারা, কে জানতো এভাবে হুট করে মরে যাবে!

লালমোহন সেদিন আমার সাথে আরও কথা বলতে চেয়েছিল
আমার উচিৎ হয়নি তাকে ওভাবে উপেক্ষা করে চলে আসা
আরও কিছুক্ষণ দিব্যিই গল্প করা যেতো
সেদিন এমন কোনও তাড়াও ছিল না, তড়িঘড়ি ঘরে ফেরার।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৬

শাপলা অনুরাধা বলেছেন: সুন্দর লিখেছেন।

০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৮

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর লিখেছেন।

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

অর্ক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা জানবেন ভ্রাতা।

৩| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: লালমোহনরা উপেক্ষায় জন্মায়, বেঁচে থাকে, মরেও যায়!!!
আমরা মানুষ হইনি বলে!

কবিতায় +++

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

অর্ক বলেছেন: অশেষ ধন্যবাদ ভৃগু ভাই। প্রেরিত করলেন।

৪| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুবোধ, তুই পালিয়ে যা। এটা তোর দেশ নয়।

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

অর্ক বলেছেন: সুবোধ, তুই পানিতে ডুবে মর শ্লা।

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

অর্ক বলেছেন: মন্তব্যের অর্থ জানতে ইচ্ছুক।

৫| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: এক কথায় চমৎকার
আসলে লালমোহনদের কথা কেউ ভাবে, লাল মোহনরা জন্ম নেয় অন্যের সেবা করার জন্য।

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

অর্ক বলেছেন: ধন্যবাদ। তাই হয়ে আসছে। সকলের সুখী মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত হোক।

৬| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কিছুকিছু মানুষ ক্ষণিক সময়ের মধ্যে অতি আপন হয়ে উঠতে পারে, তার উজ্জল প্রমাণ হয়ে থাকলো আপনার অসাধারণ লেখনিতে।
কবিতায় মুগ্ধতা জানবেন।

লালমোহনের জন্য শুভকামনা,
সমবেদনা জানবেন কবিবর

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

অর্ক বলেছেন: দারুণ প্রেরিত করে গেলেন। ধন্যবাদ ও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.