নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

গোলাপ ফোটার কাল

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৩৯



গোলাপ ফোটার কাল আবার এসেছে পৃথিবীতে
গাঢ়তম মদিরায় পানপাত্র ভ’রে দাও আমার
আকণ্ঠ করাও পান
মিটিয়ে দাও এই কালো নীল তৃষ্ণা সাকি
আজ কিছু কর তুমি এর!
যদি পারো প্রিয় সখা সাকি
আজীবন তোমার ক্রীতদাস হয়ে র’বো
তার জন্যে একটি কড়িও গুণতে হবে না তোমাকে
সম্পূর্ণ নিখরচার এক স্থায়ী গোলাম তুমি পাবে
যা ইচ্ছে তাই ক’রিয়ো আমাকে দিয়ে
কুকুরের শিকলই না হয় প’রিয়ে দিয়ো গলায়,
রক্তের শেষ বিন্দু দিয়ে তোমার সেবা করে যাবো
শুধু এই রাতে তুমি মিটিয়ে দাও সবটুকু তৃষ্ণা আমার।
তারপর যদি বলো, পাখি হয়ে উড়েই যাবো সুদূর কোনও দেশে
চিরদিনের মতো হারিয়ে যাবো, আর ফিরবো না কোনওদিন
তোমাদের শহরে, পানশালায়,
যা কিছু স্থাবর আমার সব নিজের করে নিয়ো
অথবা এই এক স্থায়ী ক্রীতদাস তোমার।
দাও সাকি, পান পাত্র ভ’রে দাও গাঢ়তম মদিরায়
আহ, শেষ পর্যন্ত দাও।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৪

শায়মা বলেছেন: বাহ! সাকী ও শরাবের কবিতা ....

কিন্তু এতদিন কি গোলাপ ফোটেনি ধরনীতে!

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৯

অর্ক বলেছেন: অনেকদিন পর আপনার চাঁদ নিক দেখলাম! এখন আমি শায়মা আপু রহস্য ছাড়া আর কবিতা লিখি না। অনেক কথার মানে আমি ছাড়া কারও বোঝার কোনও সুযোগ নেই।

অনেক প্রিয় নিক!

২| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৯

শায়মা বলেছেন: হা হা না গরম ঠান্ডা বলে কথা নেই । গেলেই খাই তাও আবার ম্যুভেন পিক বা ক্রিম এ্যান্ড ফাজের জন্য উপরেও উঠিনা এক তলা থেকেই সাবজিরো বাটার স্কচ কোন নিয়ে সারা ফ্লোর ঘুরে বেড়াই। তারপর দোতলায় আরেকটা নিয়ে তারপর তিল তলা এমন হা হা হা ......


আমার চাঁদনিক এটা না.... আমার চাঁদ নিক কোনটা এইবার দেখো তাইলে ... চাঁদকন্যা


আমাকে প্রিয় নিক বলেছো ... তুমিও আমার প্রিয় তবে তোমার মাথায় কখন কোন ভূত চাপে আর তোমাকে দিয়ে কোন উত্তর দেওয়ায় সেই ভয়ে ভয়ে আমার কথা বলতে হয় তোমার সাথে .... :(


:P

:P

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৭

অর্ক বলেছেন: তাই হবে। আমি কখনওই আইসক্রিম পছন্দ করতাম না! এখন তো নয়ই। ওখানে লেভেল, ৫ ফুড কোর্টে ‘টাবাক’ এ খুব ভালো কফি পাওয়া যায়। গেল পরশুদিনও দোকান বন্ধেরর পূর্ব পর্যন্ত ছিলাম।

ভুল বোঝাবুঝি হতেই পারে। ভালো, সভ্য মানুষেরা সংশোধনও করে। আমি কি আমার ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাইনি? তারপর সতর্ক হইনি? যদিও ওখানেও বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম, পরোক্ষভাবে আপনার ফ্যানদের বলেছিলাম।

যাই হোক, তারপরও অনেক ভালো কথা হয়েছে আপনার সাথে। হবেও।

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৪

অর্ক বলেছেন: কে লাইক মারলো এই মন্তব্যে!

৩| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২২

শায়মা বলেছেন: তাবাক এর কফি খেয়েছি....

যে বিশাল কাপ......


একটা খেলেই সান্ধ্যকালীন ভোজন হয়ে যায়.....

তুমি কি বসুন্ধরা বা বারিধারা থাকো নাকি!!!!!!! এত যমুনায় ঘুরাঘুরি কেনো???

২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩০

অর্ক বলেছেন: না, ওখানে থাকি না। আমি ভালো তাজা সুরভিত কফি খুব পছন্দ করি। আরে... ওই বিশাল কাপেই তো মজা। হা হা হা। কখনও ইচ্ছে করে দুকাপ খাই।

এখন তেমন একটা যাই না। কালেভদ্রে। এখন তো সবখানে ক্যাফে, কফি!

৪| ২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

জাহিদ অনিক বলেছেন:


শায়মা বলেছেন: বাহ! সাকী ও শরাবের কবিতা ....

আমিও এমনতাই ভাবছিলাম।
পৃথিবীতে তবে এবার গোলাপ ফুটুক।

২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা। আমিও তাই চাই, ফুটুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.