নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

এসো আরও দূরে সরে যাই

২৪ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫২



এসো আরও দূরে সরে যাই দুজন পরস্পর থেকে
যতোটা দূরে আছি, তারচেও আরও অনেকদূরে।
বিরাট দেবদারুর ছায়া এখনও পাচ্ছি সমানভাবেই
ওই তো প্রান্তে দাঁড়িয়ে আছো তুমি পাতার আড়ালে
যেভাবে আমি এখানে আর তুমিও দিব্যি দেখছো!
দৃশ্যত এ অল্প দূরত্বটুকু চাইলে নির্বিঘ্নেই পেরোতে
পারি, কিন্তু আমাদের কাছে আসার আজ কোনও
উপলক্ষ্য নেই সেদিনের মতো। কোনওদিন হবেও
না আর জানি! তাই এসো, সানন্দেই এ দূরত্বকে
আরও দীর্ঘতর করি, আরও দূরে সরে যাই পরস্পর
থেকে, সরে যেতে যেতে দৃষ্টি সীমার বাইরে চলে
যাই। অনেক অনেকদিন পর উত্তর প্রজন্মকে
আমরা হয়তো এক নিটোল রূপকথার গল্প
শোনাবো!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১:১৭

অর্ক বলেছেন: ব্লগে এসে একটা জিনিস ভালো মতোই জানলাম আরেকবার, "ব্যধিই সংক্রামক, স্বাস্থ্য নয়"। কখনও এরকম অন্তত এখানে হবে স্বপ্নেও ভাবিনি। মনের আনন্দে স্বতঃস্ফূর্তভাবে লিখে যাই। এই ব্লগেই মূলত দীর্ঘদিন ধরে লিখে আসছি। অন্যকোথাও তেমন লিখি না। আমি মন্তব্য পাঠে মোটেই সক্রিয় নই। আমার তেমন কোনও অপেক্ষাও নেই ব্লগ থেকে কিছু পাবার। শুরুতে যেমন বলেছি, মনের আনন্দে স্বতঃস্ফূর্তভাবে লিখে যাই। সম্পূর্ণ অকারণে ভুল বুঝে ব্যক্তিগত আক্রোশ নিয়ে একজন ব্লগার সংগঠিত আক্রমণের চেষ্টা চালাচ্ছে। কতিপয় ব্লগারও একইভাবে না বুঝে যুক্ত হয়েছে।

যাই হোক কারও মনে ব্যথা দিয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। জীবন বিরাট, ব্লগ খুবই ছোট্ট জায়গা। সংকীর্ণতা নিয়ে শিল্পসাহিত্য চর্চা না! এরপর থেকে আরও সতর্কতার সাথে ব্লগিং করবো। আমার কাছে কোনও মন্তব্যের আশা না করাই ভালো হবে। আমি সে অর্থে পাঠক ব্লগার নই। ছোটো লেখা ও কবিতাই টুকটাক পড়ি। তেমনি সহ ব্লগারদেরকেও বলবো, না পড়ে আমার লেখায় মন্তব্য করার দরকার নেই।

ধন্যবাদ সবাইকে।

২| ২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৩

জাহিদ অনিক বলেছেন:

কবিতাটা বেশ সুন্দর !!

চলো ততটা দূরে চলে যাই------ যতটা দূরে গেলে আসা যায় আরও কাছাকাছি

২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

অর্ক বলেছেন: অশেষ ধন্যবাদ। শ্যামল মিত্র’র একটা গান আছে, ‘যাক যা গেছে তা যাক।’ জীবন এখন ওয়ান ওয়ে। ফেরার পথ নেই।

৩| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৯

নীহার দত্ত বলেছেন:


খুব সুন্দর কবিতা।
দূরে না গেলে কাছে আসবে কিভাবে

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৮

অর্ক বলেছেন: দারুণ প্রেরিত করে গেলেন। অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.