নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

স্ট্রিট ফটোগ্রাফি--৪

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৫


সখা হে, শৈশবকাল খুব সংক্ষিপ্ত হয় জেনো। এসো আনন্দ হাসি গানে রঙিন করে তুলি দিন। এসো গান গাই, ফুল তুলি, ফুলে ফুলে গাঁথি মালা। কাল কে যে কোথায় চলে যাবো!



রমনা পার্ক। বেশ ক'বছর আগে ওঠানো ছবিটা। শিশুটি খেলছিল পার্কে। অনেক আগ্রহ নিয়ে পোজ দিয়েছিল ক্যামেরার সামনে। জানি না, আজ ওকে দেখলে আমি শনাক্ত করতে পারবো কিনা! নিঃসন্দেহে অনেকটাই বড় হয়ে গেছে।


হাতিরঝিল; ২০১৫/১৬। নির্মাণকাজ চলছে। ব্যস্ততার ফাঁকে একজন নির্মাণ শ্রমিক। এখন তো সব তৈরি হয়ে গেছে, মার্কেট দোকানপাট ইত্যাদি।



সখি, এমনি করিয়া হাসিতে হাসিতে বহিয়া যাক না দিন। বসন্তরাগ ধরণী মাঝে বাজুক না অমলিন! স্কুল থেকে ফিরছে দুই বালিকা গল্পে গল্পে।



দুই ভাই। দেখতে অবিকল একইরকম, কিন্তু যমজ নয়, কিছু বয়সের ব্যবধান দৃশ্যমান। দুজনেই অত্যন্ত হাসি খুশি ও মিশুক। গেল বছর তোলা।



ওদের পুতুল খেলার দিন। ২০১৫।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

আকতার আর হোসাইন বলেছেন: ভালো লাগলো...

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৮

অর্ক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।

২| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

প্রামানিক বলেছেন: দারুণ ছবি।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৮

অর্ক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।

৩| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

হাসান রাজু বলেছেন: আহা ! গল্পে গল্পে স্কুল থেকে বাড়ি ফেরার দিনগুলো । মনে করতে পারছিনা, কি গল্প করতাম। শুধু মনে আছে তাড়াতাড়ি হাঁটতাম । এসেই ব্যাগ রেখে মাঠে খেলতে যেতে হবে সময় নাই।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৯

অর্ক বলেছেন: সত্যি আবার যদি ফিরে যাওয়া যেত! ধন্যবাদ ও শুভকামনা।

৪| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৫

বনসাই বলেছেন: ৫ নং টি ৩ এও ছিল।

স্ট্রিট ফটোগ্রাফির সাবজেক্ট ঘিরে এক অব্যক্ত গল্প- আমাকে টানে বেশী।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২০

অর্ক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।

৫| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯

অর্থনীতিবিদ বলেছেন: অসাধারণ ফটোগ্রাফি।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২০

অর্ক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.