নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

ইডাকে লেখা চিঠি-২

০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৬



ইডা, পৃথিবীর এইসব বিভাজনরেখায় আমাদের কোনও হাত নেই। আমরা তো জলের মতো সহজ ও স্বতশ্চল- যখন যে পাত্রে যেমন রাখা হয়... নিমিষেই তার আকার ধারণ করি আর বেমালুম ভুলে যাই বিগত হাতগুলো!

তবু কেন বারবার আমরাই জ্বলে পুড়ে ছাই হই- পৃথিবীর এইসব বিভাজনরেখায়! সীমান্তের কাঁটাতার পেরোতে গিয়ে... বারবার তড়িতাহত হয়ে মরে পরে থাকি, তারপর আমাদের শব ঘিরে ক্ষুধার্ত কাক চিল শকুনের নরমাংস ভোজের মচ্ছব।

আমরা পারি না ইডা, আমরা কিছুতেই পেরোতে পারি না- পৃথিবীর এইসব বিভাজনরেখাগুলো! বারবার শুধু ব্যর্থ প্রয়াস ও অনিবার্য ক্রম- কান্না, বিলাপ, মৃত্যু, কাক চিল শকুনের উলঙ্গ মচ্ছব...

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪২

সামিয়া বলেছেন: ভালো লাগলো লেখাটা।

০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন।

২| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৭

শূন্যনীড় বলেছেন: কষ্টের তুলিতে আঁকা বেদনার চিত্র কথামালায়

০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

অর্ক বলেছেন: প্রেরিত হলাম। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানবেন।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৬

জাহিদ অনিক বলেছেন:


আমরা পারি না ইডা, আমরা কিছুতেই পেরোতে পারি না- পৃথিবীর এইসব বিভাজনরেখাগুলো!
সত্যিই আমরা পারি না।
ভালো লেগেছে

০৭ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:০৩

অর্ক বলেছেন: প্রীত হলাম। অনেক ধন্যবাদ ও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.