নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

সাবিনা ইয়াসমিনের জন্য ভালবাসা

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৭



ছবিতে একটি বিশেষ মুহূর্তে একমাত্র কন্যার সঙ্গে গায়িকা সাবিনা ইয়াসমিন।

সাবিনা ইয়াসমিন আমার খুব প্রিয় একজন শিল্পী। আমার একারই নয়, আরও লক্ষ্য লক্ষ্য মানুষ তাঁর কণ্ঠ মাধুর্যের গুণমুগ্ধ ভক্ত। তাঁর ভক্তদল অগণ্য। ঈশ্বরপ্রদত্ত সুকণ্ঠের অধিকারী তিনি। উপমহাদেশের আরেকজন সুবিখ্যাত শিল্পী’কে আমরা এভাবে চিনি, ‘চিনি ঝরা’, ‘মুক্তো ঝরা মিষ্টি কণ্ঠ’র অধিকারী গায়িকা, ‘কোকিলকণ্ঠী’ গায়িকা, তিনি সকলের প্রিয় ভারতীয় কণ্ঠশিল্পী লতা মাঙ্গেশকার। সর্বজনবিদিত তাঁর এই সুমধুর কণ্ঠস্বর। উপমহাদেশের মানুষকে দশকের পর দশক ধরে মোহাবিষ্ট করে রেখেছেন তাঁর সুমধুর কণ্ঠস্বরের জাদুতে। নব্বই ছুঁইছুঁই বয়সে এখনও (অনিয়মিত যদিও) তিনি গান গেয়ে চলেছেন। উপমহাদেশে তাঁর কাছাকাছিভাবে সাবিনা ইয়াসমিনকেও আমার মনে হয়েছে এরকম একজন ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত সুমিষ্ট কণ্ঠস্বরের অধিকারী গায়িকা। নিঃসন্দেহে প্রত্যেক শিল্পীই স্ব স্ব ক্ষেত্রে অনন্য। একজনের বিকল্প কখনওই আরেকজন হতে পারে না। সঙ্গীতই শুধু নয়, শিল্পের যে কোনও শাখাতেই এভাবে শিল্পীদের প্রতিযোগিতামূলক মূল্যায়ন একেবারেই হাস্যকর ও ছেলেমানুষি একটি প্রবণতা। আমি সেটা করছিও না। তাঁর সমসাময়িক অন্যান্য শিল্পীরাও, যেমন রুনা লায়লা, শাহনাজ রহমতুল্লাহ, ফেরদৌসি রহমান ও বাকিরাও স্বনামখ্যাত চমৎকার শিল্পী।

(চলবে)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৩

সোহাগ তানভীর সাকিব বলেছেন: সাবিনা ইয়াসমিন আমার প্রিয়শিল্পীদের মধ্যে অন্যতম।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৭

অর্ক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.