নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

বিউটি যখন শেষ নিঃশ্বাস নিয়েছিল

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ২:২৮




বিউটি যখন ওর শেষ নিঃশ্বাসটি নিয়েছিল পৃথিবীতে
আর তার পরপরই পৃথিবীর সমস্ত লাল ফুল ঝরে গিয়েছিল
লাল বেনারসি পরা স্মিত মুখ লাজুক নববধূরা হঠাৎ দেখলো
তাদের টকটকে লাল শাড়ীগুলো মুহূর্তেই গাঢ় নীল হয়ে গেছে
কনে দেখা লাল বাতিগুলো দপ করে নিভে গিয়েছিল একে একে।
সেই থেকে মানুষের রক্তের রঙ আর লাল নয়, কুচকুচে কালো।
এখন আর লাল বলে কোনও রঙ নেই আমাদের পৃথিবীতে
পৃথিবীর সমস্ত বিগত লাল আজ কালো, নয়তো নীল!

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৪১

সোহাগ তানভীর সাকিব বলেছেন: বিউটিদের জন্য আমরা দুঃখ প্রকাশ আর দীর্ঘশ্বাস ছাড়া কিছুই করতে পারি নি।

২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৬

অর্ক বলেছেন: তাও তো কিছু করছি। কিছু তো করছি! অসংখ্য ধন্যবাদ সোহাগ তানভীর সাকিব। ভরপুর শুভকামনা।

২| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: বেচে থাকা বিউটিরা ভাল থাকুক এই কামনা রইলো।

২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৫

অর্ক বলেছেন: খুব সুন্দর আপনার কামনা। শতভাগ ঐকমত্য। বন্ধ হোক এই পৈশাচিকত। ধন্যবাদ ও শুভকামনা বিরতিহীন।

৩| ২০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৮

জাহিদ অনিক বলেছেন:

টুকটুকে লাল শাড়ি হঠাত নীল হয়ে গেলে সেই অত বেদনা বইবে কিভাবে বিউটি ! তাইতো বিউটির নীল শাড়ি পেঁচিয়ে পেয়ে গেলাম কবিতা

২০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০২

অর্ক বলেছেন: ঠিক বুঝলাম না! কবিতায় হবিগঞ্জের কিশোরী বিউটি নামের মেয়েটির কথা বলা হয়েছে। পাশবিক অত্যাচারের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছিল যাকে। সবুজ ঘাশের বুকে এ দেশের মানচিত্রের আকার ধারণ করে, রক্তাক্ত ক্ষতবিক্ষত বিউটির লাশ পড়েছিল... ওই ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আমার এই সামান্য লেখা।

ধন্যবাদ।

৪| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৭

শাহারিয়ার ইমন বলেছেন: বিউটিদের জন্য কি সুবিচার হবেনা ?

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩

অর্ক বলেছেন: বিউটি’র সুবিচার না হলে দারুণভাবে প্রতিবাদের আগুন জ্বালতে হবে সারাদেশে। যে যার অবস্থান থেকে সড়কে নেমে উচ্চকিত হতে হবে প্রতিবাদে। আগুন জ্বালতে হবে।

অসংখ্য ধন্যবাদ।

৫| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ২:১৬

জাহিদ অনিক বলেছেন:


আচ্ছা, আমি মনে হয় আপনার কবিতার বিউটিকে ঠিক বুঝে উঠতে পারিনাই। আমি একটা বিউটি নাম ধরে সমস্ত বিউটির কষ্ট মেপে ফেলেছিলাম।

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৮

অর্ক বলেছেন: ধন্যবাদ। বিউটি’র ঘটনাটি নিয়ে অনলাইনে বেশ লেখা হয়েছে। ইচ্ছে হলো আমারও শরীক হবার। তাই সেদিন বোর্ডেই লিখে ফেললাম।

৬| ২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: মনে হয় দেশটা রসাতলে যাবে।

২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫০

অর্ক বলেছেন: এখনও সন্দেহ! রসাতলে গেছেই। ফিরে আসার ও পরিস্থিতি আর খারাপ না হবার প্রার্থনা।

৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৮

খায়রুল আহসান বলেছেন: ভাবনাটা বেশ ভাল।

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১:০৩

অর্ক বলেছেন: মন্তব্যও ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.