নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

তোমার দেয়া অঙ্গুরীয় খুলতে পারিনি

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৯



খুব সম্ভবত ২০১৩ সালের রোজার ঈদ ছিলো সেটা (কোরবানিরও হতে পারে)। সন্ধ্যা পেরিয়ে সবে রাত। আটটা বেজে থাকবে। ঢাকার বিশেষ এক অভিজাত ক্যাফে। প্রথমবার সেখানে গেছি। খদ্দের ছিলোই না বলতে গেলে, দুয়েকজন। তখন কাউন্টারে বিশেষ একজন তরুণী ছিলো, (যাকে নিয়ে অনেক কবিতা লিখেছি এই ব্লগে, কিন্তু রুমা নয়) আর ছয় ফিট লম্বা কদাকার চেহারার দাড়িওয়ালা দানব। ক্যাফে আমেরিকানো খেয়েছিলাম। কুচকুচে কালো কফি। দাম সম্ভবত ভ্যাট সার্ভিস চার্জসহ ১৫৫ টাকা নিয়েছিলো। ওটাই সবচেয়ে সুলভ কফি ছিলো সেখানে। যাক, এগুলো নেহাত তুচ্ছ অর্থহীন বিষয়। আমি বরং সরাসরি প্রসঙ্গে আসি। কাউন্টারের সেই মেয়েটি ছিলো অপূর্ব সুন্দরি। সত্যি, অস্বাভাবিক সুন্দরি। নিটোল সুশ্রী মুখশ্রী তাকে পৃথক করেছে আর দশজন সাধারণ মানুষের থেকে। এমনকি তার চেহারার বর্ণনা দিতেও দ্বিধা হচ্ছে। তার রূপের বর্ণনা দিলে, যারা তাকে একাধিকবার দেখেছে, সেই বিশেষ ক্যাফেতে যাওয়া আসা ছিলো বা আছে এমন যে কেউ খুব সহযে চটজলদি শনাক্ত করে বসবে: আরে, এ তো সেই মেয়েটা।

যাই হোক ঈদের দিন, খদ্দেরশূন্য ক্যাফে। আমি বেশ দীর্ঘ সময় ছিলাম। যেমন বলেছি, সেটাই ছিলো আমার সেখানে প্রথম যাওয়া। কিন্তু সেদিন সে আমার দিকে একবারের জন্য তাকায়নি অব্দি! এজন্য তাকে দোষ দিতে পারি না। সেদিন আমার পোষাক বেশভূষা ভালো ছিলো না। পুরনো জামাকাপড়, পায়ে চোটি, চুল আলুথালু। আসলে ব্যক্তিগত জীবনে বিশেষ কিছু সমস্যার দরুন অনেকটাই উদ্ভ্রান্ত ছিলাম। কিন্তু সেখান থেকেই এক অদ্ভুত ভালোবাসার গল্প শুরু হয়েছিলো দুজনের। এভাবেই পরবর্তীতে যেতে আসতে আসতে যেতে আমরা পরস্পরকে ভালবেসেছিলাম। এবং এক পর্যায়ে এমন অনিবার্য পরিস্থিতি দাঁড়িয়েছিলো যে, সেই মেয়েটা মুখোমুখি দাঁড়িয়ে একদিন একেবারে কেঁদে ফেলে। মনে পড়ছে, তার সে অশ্রু সজল নিষ্প্রাণ ব্যথাতুর চোখ, কথা জড়িয়ে আসা। হয়তো আর তেমন কিছু নেই তাকে বা এ বিষয়ে বলার। হতে পারে সে আজও সেখানেই আছে। সেই ঘটনার পর আর কোনওদিন যাইনি। এরপর দুয়েকবার তাকে সড়কে দেখেছিলাম।

আমি তাকে ভালবেসেছিলাম। এখনও ভালবাসি। জীবনভর ভালবেসে যাবো। জানি, একইভাবে সেও আমাকে মনে রাখবে, গভীর ভালবাসায় শ্রদ্ধায়। মনে পড়ছে, ক্যাফের ভিতর কতো লুকোচুরি আমাদের। বারবার আড়চোখে তাকানো। স্মিত মুখ। চোখে চোখে কথা বলা। পথ চলতে গিয়ে এরকম বহু রমণী অল্পবিস্তর আমাকে ভালবেসেছিলো, আমার প্রতি আকর্ষিত হয়েছিলো। সেই ক্যাফেতে আসতো এরকম আরেকজন তরুণীর ব্যাপারেও শতভাগ নিশ্চিত। এদের মাঝে অনেকে অনেক প্রতিকূলতার মাঝেও সে ভালবাসা প্রকাশ করেছিলো, অনেকে করেনি। যারা করেনি, হয়তো তাদের ভালবাসাতেও অনেক গভীরতা ছিল। যাই হোক এইসব রমণীদের মাঝে শুধুমাত্র দুজনের চোখ থেকে আমি অশ্রু ঝরতে দেখেছিলাম। এদের একজন রুমা আরেকজন এই মেয়েটি। কিন্তু এর নাম নেয়া ঠিক সমীচীন হবে না। হতে পারে সে এখনও সেখানে আছে। আর আমি তার কোনওরকমের কোনও ক্ষতি বা বিড়ম্বনার কারণ হতে চাই না, চাইনি। না এখন, না তখন। কিন্তু রুমা আজ আর তার আগের জায়গায় নেই। আসবেও না কোনওদিন। এমনকি ওর নাম যে রুমা, সেটাও নিশ্চিত নই, আরেকজনের কাছে জেনে নিয়েছিলাম। সেই ব্যক্তি যে সত্য বলেছিলো বা সঠিক মেয়েটিকেই শনাক্ত করেছিলো, এ ব্যাপারেও পূর্ণরূপে নিশ্চিত হতে পারি না।

যাই হোক এ গল্প রুমার নয়, সেই মেয়েটির। সেই ২০১৩’র রোজার ঈদে যাকে প্রথম দেখেছিলাম। তারপর যেতে আসতে আসতে যেতে পরস্পরকে ভালবেসেছিলাম। জানি না, আর কি লিখবো! একটি কথা আজ এখানে অকপটচিত্তে বলতে পারি, পৃথিবীতে একজন রমণী যদি একজন পুরুষকে সত্যিকার ভালবেসে থাকে, তবে সেটা ছিলো ওর আর রুমার আমার প্রতি এ ভালবাসা। আমি কখনওই সেভাবে তদের প্রতি তেমন আগ্রহ প্রকাশ করিনি। ওরা খুব সুখী স্বচ্ছন্দ জীবনযাপন করুক প্রিয়তম মানুষ ও আপনজনদের সঙ্গে নিয়ে। ঢের অকৃত্রিম শুভকামনা রেখে যাচ্ছি আজ আমার এ সামান্য লেখার মাধ্যমে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৯

সৈয়দ ইসলাম বলেছেন: অর্ক,

আপনি একজন পবিত্র মানুষ। সেটা আমি বছরখানেক পূর্বেই ধরতে পেরেছিলাম। সেটা এবার পরিষ্কার হল, ধন্যবাদ।

আর ভাল থাকুক রুমা ও তারমত আপনার আমার সকল নিষ্কাম প্রেমিরা। আসলে ভাই, অকৃত্রিম প্রেম আজীবন বেঁচে থাকে।
শুভকামনা সবার জন্য।

১৪ ই জুন, ২০১৮ রাত ৮:০৪

অর্ক বলেছেন: অজস্র ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি প্রিয় সৈয়দ ইসলাম। সত্যি, ওদের দুজনার ভালবাসা আমাকে জীবনভর ভাবাবে... খুব মনে পড়ছে ক্ষণজন্মা কবি আবুল হাসান’র একটি কবিতা। সেই কবিতার সেই বালিকার মতো ভালবেসেছিল সেই সব প্রিয় রমণীরা...

"
অতটুকু চায়নি বালিকা!
অত শোভা, অত স্বাধীনতা!
চেয়েছিল আরো কিছু কম,
আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে
বসে থাকা সবটা দুপুর, চেয়েছিল
মা বকুক, বাবা তার বেদনা দেখুক!
অতটুকু চায়নি বালিকা!
অত হৈ রৈ লোক, অত ভীড়, অত সমাগম!
চেয়েছিল আরো কিছু কম!
একটি জলের খনি
তাকে দিক তৃষ্ণা এখনি, চেয়েছিল
একটি পুরুষ তাকে বলুক রমণী!
"

২| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৩

কাইকর বলেছেন: সুন্দর লিখেছেন

১৪ ই জুন, ২০১৮ রাত ৮:০৫

অর্ক বলেছেন: ধন্যবাদ কাইকর। পড়েছেন জেনে সুখী হলাম। শুভেচ্ছা।

৩| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:২২

সিগন্যাস বলেছেন: সুন্দর +

১৪ ই জুন, ২০১৮ রাত ৮:০৫

অর্ক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।

৪| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটু গভীর হয়েছিল সম্পর্ক সেটা উল্লেখ করলে লেখাটা আরও জমত...

১৪ ই জুন, ২০১৮ রাত ৮:০৯

অর্ক বলেছেন: চোখের আড়ে ইশারা করেছিল, হাত নাচিয়ে ইশারা করেছিল, দুষ্টু মিষ্টি হেসে ইশারা করেছিল। হা হা হা। ভালবাসা প্রকাশ হয়েই পড়ে। একবার দুবার তিনবার চারবার যেতে যেতে হয়েই গিয়েছিল...

এসব উল্লেখ করা ঠিক শোভন হবে না।

ধন্যবাদ।

৫| ১৫ ই জুন, ২০১৮ রাত ১:৫৯

সৈয়দ ইসলাম বলেছেন:




অতটুকু চায়নি বালিকা!
অত শোভা, অত স্বাধীনতা!
চেয়েছিল আরো কিছু কম,
আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে
বসে থাকা সবটা দুপুর, চেয়েছিল
মা বকুক, বাবা তার বেদনা দেখুক!
অতটুকু চায়নি বালিকা!
অত হৈ রৈ লোক, অত ভীড়, অত সমাগম!
চেয়েছিল আরো কিছু কম!
একটি জলের খনি
তাকে দিক তৃষ্ণা এখনি, চেয়েছিল
একটি পুরুষ তাকে বলুক রমণী! 



এককান কবিতা বটে =p~

২১ শে মে, ২০২২ দুপুর ১২:৩৪

অর্ক বলেছেন: ধন্যবাদ প্রিয় সৈয়দ ইসলাম। ভালো থাকবেন। শুভকামনা থাকলো। আপনার সঙ্গে শ্যামল সিংহের প্রিয় একটি অনু কবিতা শেয়ার করি।

"
গল্পের ছলে মেয়েটির চুলের থেকে তুলে নিয়েছি চুলের কাঁটা

পিছে সমুদ্র পড়ে আছে

"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.