নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

ব্রাজিল- বেলজিয়াম ম্যাচ রিভিউ

০৭ ই জুলাই, ২০১৮ রাত ২:০৬

খেলা দেখলাম। ব্রাজিল ২-১ গোলে হেরে গেল। প্রথমার্ধে দুটো গোল দেবার পর বেলজিয়াম পুরোটা ম্যাচ অতিমাত্রায় রক্ষণাত্মক খেলে। বল পজিশন, পাসিং, কর্নার ইত্যাদি সব পরিসংখ্যানে ব্রাজিলের বড়সর প্রাধান্য দেখা যাবে পুরো ম্যচে। প্রচুর সুযোগ সৃষ্টি করেছিল তারা। কিন্তু গোল পায়নি। বেলজিয়াম’র গোলরক্ষক দুটো দুর্দান্ত সেভ করেছে। ফলাফলে আমি খুব খুশি। আরও খুশি হবো চ্যাম্পিয়ন বেলজিয়াম বা ক্রোয়েশিয়া হলে। নতুন আরেকটি দেশ শিরোপা জয় করুক। আরেকটি নতুন চ্যাম্পিয়ন আশা করছি আমি এই বিশ্বকাপে। বেলজিয়াম দারুণ দল। এই ম্যাচে একেবারেই রক্ষণাত্মক খেলেছে তারা। আশা করছি সেমি ফাইনালে আবার আগের মতো আক্রমণাত্মক গতিময় ফুটবল দেখবো তাদের। সবমিলিয়ে উপভোগ্য ছিল ম্যাচটি।


টা টা সাম্বা।

এগিয়ে যাও বেলজিয়াম।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৩:০৭

জগতারন বলেছেন:
এর আগে এক ব্লগার বলেছেঃ

হ্যান্ডবল পরাশক্তির পর নৃত্যকলার শিল্পিদেরও আলবিদায় !

আর আমি বলেছিঃ =p~ =p~

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১০

অর্ক বলেছেন: ধন্যবাদ।

২| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৩:০৭

জহিরুল ইসলাম সেতু বলেছেন: অল্প কথার এই রিভিউটা বেশ ভাল লেগেছে। বেলজিয়াম দুটো গোল করলেও ওদের রক্ষণাত্মক ভাবটা দূর করে আরো প্রাঞ্জল হয়ে খেলতে হবে। তাহলে হয়তো আপনার কামনাও সার্থকতা পাবে। ভাল থাকুন।

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১২

অর্ক বলেছেন: জি অনেক ধন্যবাদ। বেশ ক’জন খেলোয়াড়রা স্নায়ুর চাঁপে ভুগছিল। আশা করি সেমিতে আবার আগের রূপে ফিরে যাবে তারা।

৩| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৩:১০

সেলিম আনোয়ার বলেছেন: খেলার প্রথমদিকেই দুটো গোল খেয়ে বসা। বাজে রেফারিং । পেনাল্টি তো দেয়নি আবার সময়নষ্ট করেও পেনাল্টি দেয়নি। কোন এক প্রাণি নাকি ব্রাজিল হারার ভবিষ্যৎ বাণী করেছে। মানে বেটিং এর শুরু। কোটিনহো পোস্টের সামনে থেকে বল বাহিরে মেরেছে। রেফারির নির্লজ্জ ফেভার পেয়েছে বেলজিয়াম। প্রতিটি সিদ্ধান্ত ব্রাজিলের বিপক্ষে । নেইমারকে মাথার পিছনে মারা হলেও ফোর্থ রেফারি কি করেছে কে জানে। জেসুস পেনাল্টি পেলনা। বেলজিয়ামের গোলকিপার অসাধারণ খেললো। নেইমারের শেষ প্রচেষ্টা গোল হয়ে যেতে পারতো সেটিও হলো না। যখন খেলার ছন্দে ব্রাজিল তখন খেলা লম্বা সময় বন্ধ হয়ে থাকলো। মোদ্দাকথা লেটিন আমেরিকার কোন দল আর নেই। অল ইউরোপিয়ান বিশ্বকাপ। আগে থেকেই ছক কষা। ক্লাব ফুটবলের অর্থ হয়তো অনেক অনর্থ সৃষ্টি করে বিশ্বকাপ ফুটবলে।

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৯

অর্ক বলেছেন: প্রত্যেকটি খেলা নিয়ে আপনি এরকম মন্তব্য করতে পারেন। নেহাতি আপনার ব্যাপার।

৪| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:


@সেলিম আনোয়ার ,

২ গোল খাবার পর, বিরতির সময় প্ল্যান করার দরকার ছিলো, দ্বিতীয়ার্ধে কি করে গোল করা যায়: নেইমার, মার্সেলো ও খেসুসের মাঝে বল রাখার দরকার ছিলো; কোটিনহো'কে বল দেয়া ভুল ছিলো। কাউন্টার এটাকের জন্য কিছুটা রিস্ক নিয়ে লং পাসে মার্সলোকে বল দেয়ার দরকার ছিলো।

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৬

অর্ক বলেছেন: চাঁদগাজী আমার পোস্টে অন্যের সঙ্গে (@) মার্কা কথোপকথন, আড্ডাবাজী (পোস্ট প্রাসঙ্গিক হলেও করবেন না। এটা আমি পছন্দ করি না। ভালো হয় আপনি তার কোনও পোস্টে এই পোস্ট উল্লেখ করে বা এর লিঙ্ক দিয়ে এই মন্তব্য করুন। আমি আমার পছন্দ জানিয়ে দিলাম।

৫| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০১

সনেট কবি বলেছেন: অহেতুক জেগে থাকতে হলো। তবে খেলা মন্দ হয়নি।

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৭

অর্ক বলেছেন: ধন্যবাদ।

৬| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৫

গরল বলেছেন: বেলজিয়াম ফাইনাল খেলবে মনে হয় তবে বিপক্ষে কে হবে সেটাই এখন দেখার বিষয়। ইংল্যান্ড বা ক্রোয়েশিয়া আসতে পারে।

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৯

অর্ক বলেছেন: বেলজিয়াম ফিফা র্যাঙ ৩। শিরোপা পাওয়া অস্বাভাবিক নয়। ইংল্যান্ড মনে হচ্ছে কোয়ার্টার হারবে।

ধন্যবাদ।

৭| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৬

পবন সরকার বলেছেন: হুম- - ব্রাজিলের দফা শেষ, এখন আমিও বেলজিয়ামের পক্ষে।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৭

অর্ক বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.