নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

একটি ছবি দুটি কথা

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:২১



প্রায় সাত ফিট লম্বা পিতার হাত ধরে নিশ্চিন্তে হাঁটছে বাচ্চা মেয়েটি। আমার উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি; খানিকক্ষণ পর ভদ্রলোক যখন মুখোমুখি আমাকে ক্রস করছিলো, দেখলাম, তার কাঁধ অব্দি আমার মাথা। জায়ান্ট, দানব আকৃতির মানুষ। অথচ তার মেয়েটি কী নির্বিকারভাবে পাশাপাশি হাত ধরে চলেছে। ছবিতেও অনেকটাই পরিষ্কার যে, উভয় পিতা কন্যা। প্রায় একইরকম দেখতে। সহজেই অনুমিত যে, প্রাণাধিক প্রিয় কন্যার কাছে তিনি পৃথিবীর আর দশজন পিতার মতো একজন স্নেহময় পিতা। পিতার ভালবাসা সারা দুনিয়াতেই এক ও অভিন্ন। ছবিটা ভালোভাবে লক্ষ্য করলে এর গল্পের সঙ্গে সবাই সহজেই একাত্ম হতে পারবে। ওরকম একজন বিশালাকার মানুষ, বিরাট পাঞ্জার হাত দিয়ে প্রাণপ্রিয় শিশু কন্যার হাত ধরে রেখে হাঁটছে পাশাপাশি। কিন্তু তার শিশু কন্যা কতোটা সাবলীলভাবে চলেছে পরম নির্ভরতায়।

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩১

আপেক্ষিক মানুষ বলেছেন: +++++আপনার অনুভূতিটা বুঝতে পেরেছি।

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৪

অর্ক বলেছেন: আমাদের সবার অনুভূতি... আপনারও। ধন্যবাদ।

২| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:০২

সাগর শরীফ বলেছেন: বাবা তো আসলে নির্ভরতার প্রতীক!

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪২

অর্ক বলেছেন: নিঃসন্দেহে! ধন্যবাদ ভ্রাতা।

৩| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৮

সনেট কবি বলেছেন: অল্প কথায় অনেক বড় একটা বিষয়।

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৩

অর্ক বলেছেন: ধন্যবাদ কবিবর।

৪| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ২:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুনিয়ার সবচেয়ে নিরাপদ জায়গার নাম বাবা'র ছাঁয়া।

সুন্দর উপস্থাপন

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৪

অর্ক বলেছেন: একশো ভাগ সত্য কথা। ধন্যবাদ।

৫| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ২:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চমৎকার পর্যবেক্ষণ...

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৫

অর্ক বলেছেন: ধন্যবাদ বিচার মানি তালগাছ আমার।

৬| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৯

হাঙ্গামা বলেছেন: এভাবেই প্রত্যেক কন্যাশিশু বেড়ে উঠুক নিরাপদে নিশ্চিন্তে।
কন্যার বাবা হিসাবে এটা আমার চাওয়া।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৮

অর্ক বলেছেন: অত্যন্ত ভালো লাগলো আপনার মন্তব্যটি। আপনিই যেন ওই ছবির পিতা। অনেক অনেক শুভকামনা আপনার ও বিশেষভাবে আপনার কন্যার জন্যে। অনেক বড় হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.