নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

বিদায় somewhere in blog

০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৩



খুশিখুশি এই ব্লগ ছাড়ছি। এরকম টা টা পোস্ট আরও কয়েকজনের দেখেছিলাম বিভিন্ন সময়, কিন্তু তাদের বিদায়গুলো তিক্ততায় শেষ হয়েছিল। একজনের এরকম পোস্টের লিঙ্কে যেয়ে তো দেখি বীভৎস গালিগালাজে ভরা বিভিন্ন মন্তব্য। পোস্টের মন্তব্য প্রতিমন্তব্যেও পোস্টদাঁতা বিভিন্ন অভিযোগ করেছেন ব্লগ নিয়ে। যাই হোক এই পোস্টের মাধ্যমে ছোট্ট একটা উদাহরণ রেখে যেতে চাই যে, মানুষের বিদায়, বিচ্ছেদ, কোনওকিছু ছেড়ে চলে যাওয়াও শৈল্পিক, নান্দনিক, নির্ঝঞ্ঝাট, শান্তিপূর্ণ হতে পারে।

খুশিখুশি চলে যাচ্ছি এই ব্লগ ছেড়ে। আমার বিভিন্ন কথায় বিভিন্ন সময় বিভিন্ন জন কষ্ট পেয়ে থাকবে নির্ঘাত (অনেকক্ষেত্রে নেহাতই বোঝার ভুল হয়েছিল)। সে সবকিছুর জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি তাদের কাছে।

সকল সাথী ব্লগারের জন্যে ভরপুর শুভকামনা, তেমনি শুভকামনা এই প্রিয় ব্লগের জন্যেও। মনে পড়ছে, ১০১৩’র ডিসেম্বরে বগুড়ায় কনকনে শীতের এক রাতে প্রথম পোস্ট করেছিলাম ‘ভ্রমণের টুকিটাকি’ শিরোনামে। যাই হোক সবমিলিয়ে দারুণ উপভোগ করেছি ব্লগিং। অদ্ভুত সুন্দর একটা জগত। যা ইচ্ছে তাই লিখে প্রকাশ করা যায়, দ্বিতীয়বার আর ভাবতে হয় না।

আরেকবার শুভকামনা সবাইকে।

মন্তব্য ৯০ টি রেটিং +১/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:
আরেহ না! কেবলি তো লেখা শুরুই করেছেন! এতো জলদি?


ফিরে আসুন!

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৭

অর্ক বলেছেন: প্রিয় ভ্রমরের ডানা বিভিন্ন সময় মন্তব্য দিয়ে প্রেরিত করে আসছেন। বিশেষ করে লেখা চুরির ব্যাপারে যখান সরব হয়েছিলাম, তখন আপনাকে পাশে পেয়েছিলাম। নিটোল মধুর কিছু স্মৃতি। আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২| ০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৯

অপ্‌সরা বলেছেন: আমার ১০ বছর হয়েছে তোমার ক, বছর হলো ভাইয়া??? :)

শুনো এই পালাই পালাই সিনড্রম থেকে পালাবার একটা অব্যার্থ ঔষধ আছে। নতুন নিকে নতুন করে নতুন কিছু লেখার শুরু ! :P

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৫

অর্ক বলেছেন: হা হা হা শায়মা আপু, ১০ বছর সত্যিই বিরাট একটা সময়। কয়টা দশ বছর পায় মানুষ জীবনে! আপনিও এক্কেবারে শুরু থেকে পাশে আছেন। মাল্টি বললে আমার মাক্টি প্লাগের কথা মনে পড়ে!

নিরবচ্ছিন্ন শুভকামনা আপনার জন্য।

৩| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:০২

রাকু হাসান বলেছেন: :( :( :|| :|| তো চলে যাচ্ছেন কেন ,? ব্যস্ততা থাকলে অল্প হলেও সময় করে লিখতে পারেন ,এতদিনের সম্পর্ক এত সহজে বিচ্ছেদ ই বা হয় কিভাবে !!

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৪

অর্ক বলেছেন: ধন্যবাদ রাকু হাসান। উপভোগ্য হোক আপনার ব্লগিং।

৪| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৫

কিশোর মাইনু বলেছেন: চলে যাচ্ছি?!?!?
মানে কি???
কথা নাই,বার্তা নাই চলে যাবেন কেন???

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৮

অর্ক বলেছেন: ধন্যবাদ ক্রীড়া প্রেমিক কিশোর মাইনু। ফুটবল নিয়ে পোস্টে আপনার ধারাবাহিক কয়েকটি মন্তব্য পেয়েছি। ভালো লেগেছে। ভালো থাকুন খুব।

৫| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১১

ভ্রমরের ডানা বলেছেন:


যাবেন না। আমাদের সাথেই থাকুন। কবিতা লেখুন!

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৮

অর্ক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা ভ্রমরের ডানা।

৬| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৭

রাকু হাসান বলেছেন: খুব বেশি কি ক্ষতি হয়ে যাবে ,থাকলে!

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৩

অর্ক বলেছেন: প্রিয় রাকু হাসান শুরুতে যেমন বলেছি, "খুশিখুশি এই ব্লগ ছাড়ছি।" খুশিখুশি বলছি, বিদায়। অনেক ভালো থাকবেন।

৭| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৪

স্রাঞ্জি সে বলেছেন: কিছুটা মিস্টেক হইছে মনে হয় পোষ্টে।

আপনার শেষ কথাটি অনেকের গায়ে লাগতে পারে।

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৮

অর্ক বলেছেন: না স্রাঞ্জি সে খুব সাধারণ একটি কথা। যেমন, দুবছর আগে কবিতার মতো করে যা লিখেছি, আজকে তার মান বিচার করতে গেলে যারপরনাই লজ্জা পাই। এই মুক্ত সাইটের অবাধ স্বাধীনতার কথা লিখেছি। লেখা প্রকাশে কোনও বাঁধা নেই, সম্পাদকের ঝুটঝামেলা নেই। লেখা আবর্জনার ঝুড়িতে যাবার ভয় নেই, লিখেই পোস্ট করতে পারছি, মান যাই হোক। এটা বুঝিয়েছি।

শুভকামনা।

৮| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৭

উদাসী স্বপ্ন বলেছেন: ছ্যাকা খাইছেন নাকি?

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪১

অর্ক বলেছেন: না ভাই/বোন। হা হা হা চমৎকার বুদ্ধিদীপ্ত মন্তব্য। শুভকামনা।

৯| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫২

অপ্‌সরা বলেছেন: হা হা মাল্টিপ্লাগ হয়েই দেখো, অচীরেই মাল্টি ট্যালেন্টেড হয়ে যাবে। :)

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৭

অর্ক বলেছেন: একটাই সামলাতে পারলাম না, আবার মাল্টি! হা হা হা।

ধন্যবাদ ও শুভকামনা শায়মা আপু।

১০| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: অভিমান নাকি ব্যস্ততা?

১১| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: অভিমান নাকি ব্যস্ততা?

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৯

অর্ক বলেছেন: দুটের কোনওটাই নয় তারেক ভাই। ধন্যবাদ ও শুভকামনা জানবেন। ভালো থাকবেন।

১২| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৬

সনেট কবি বলেছেন: আপনি থাকলে আমাদের ভাল লাগবে।

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৩

অর্ক বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন। শুভকামনা সবসময়।

১৩| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ ১০১৩’র ডিসেম্বরে বগুড়ার কনকনে শীতের এক রাতে প্রথম পোস্ট করেছিলাম"

লেখক, এই হিসেবে ব্লগে আমি সিনিয়র। তবে সত্যি বলতে কি, "আমার দ্বারা লেখালেখি হয় না। নতুন অনেক ব্লগার আমার চেয়ে ভালো লিখে।"

ব্লগে এরকম হয়। মাঝেমধ্যে থাকতে ইচ্ছে করে না। আমার মতে, আপনি কিছুদিন বিরতিতে থাকুন। পরে আবার নিয়মিত হবেন। একেবারে চলে গেলে খুব খারাপ লাগবে।।

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৫

অর্ক বলেছেন: ভালো পরামর্শ দিয়েছেন পাঠকের প্রতিক্রিয়া। উপভোগ করুন ব্লগিং। অনেক শুভকামনা।

১৪| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৯

অপ্‌সরা বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ ১০১৩’র ডিসেম্বরে বগুড়ার কনকনে শীতের এক রাতে প্রথম পোস্ট করেছিলাম"


ভুই পাইসি!!!!! ভূত!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :P

১৫| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৫:১১

আবু তালেব শেখ বলেছেন: ব্লগে একটা বিদায় অনুষ্টানের দাবি জানাচ্ছি

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৯

অর্ক বলেছেন: হা হা হা ক্যাপ্টেন... সুখী জীবনযাপন করুন সবসময়।

১৬| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৭

অপ্‌সরা বলেছেন: ভাইয়া তোমার বিদায় উপলক্ষে একটি ছড়িতা- :)

তুমি একটু আউলা ঝাউলা
একটু যেন কেমন কেমন!
মাঝে মাঝেই উদাস থাকো
উড়ু উড়ু মন উচাটন!

হঠাৎ কথায় ভীষন রাগো
হঠাৎ আবার তুলসী পাতা
রাগ বেরাগের বেহাল ধরো
গর্জে ওঠো ব্লগের পাতায়!

মন খারাপের বৃষ্টিবেলায়
সব ছাড়িয়ে অনেক দূরে
যাও যে চলে মনে মনে
কোন অজানার অচিনপূরে!

ভাবো বুঝি সেথায় আছে
আনন্দ আর অনেক হাসি
ভুল বুঝেছো নদীর ওপার
এপারেতেই ভালোবাসি!

আমরা তোমাকে অনেক ভালোবাসি ভাইয়ু!!!! :)

কাজেই এবার এসব ছাড়ো
লিখতে বসো ব্লগের পাতায়
না লিখলে পড়তে পারো
মনটা দিয়ে তোমার মাথায়! :)

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

অর্ক বলেছেন: দারুণ এই ছড়া! প্রাণ ভরে উঠলো শায়মা আপু। প্রীতি নিন। দিব্যময় হোক জীবন।

১৭| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

নাহিদ০৯ বলেছেন: সমস্যা যাই হউক। চলে যাওয়া কোন সমাধান নয়। আপনি থাকুন।

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

অর্ক বলেছেন: চলে যাচ্ছি, কিছু রেখে যাচ্ছি। একটি শৈল্পিক বিদায়। শুভকামনা ব্লগার বন্ধু।

১৮| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন।

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

অর্ক বলেছেন: ধন্যবাদ আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম।

১৯| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো থাকুন সবসময়। কারণটা জানিয়ে দিলে মনে একটু তৃপ্তি পেতাম। আমরা বরাবরই কৌতুহল প্রিয় জাতি...

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

অর্ক বলেছেন: নিরবচ্ছিন্ন শুভকামনা প্রিয় বিচার মানি তালগাছ আমার। "আকাশে একটা তারা ছিল / জানি সে খুব প্রিয় ছিল / ঝরে গেছে তো ঝরে গেছে।"

২০| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা একটা নতুন জেনারেশন, এঁদের সাথে থাকাটাই একটা বিশাল অভিজ্ঞতা; মিলেমিশে এর অংশ হয়ে থাকুন সব সময়

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

অর্ক বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় চাঁদগাজী ভাই। শুভকামনা সবসময়।

২১| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: মান্যবরেষুভাইজান ,

অস্বীকার করবোনা যে একেবারে শুরুতে আপনার সঙ্গে আমারও একটু বোঝার অসুবিধা হয়েছিল। তবে আপনার অনেক পোষ্ট আমি লগইন না করে পড়তাম। কাজেই কমেন্ট করার প্রশ্ন নেই। আপনার বোম্বাই পরিভ্রমনের সুন্দর ছবি ব্লগ ও কলেজস্ট্রীটের একটি অলস দিনের ছবি দেখে বেশ আনন্দ পেয়েছিলাম। হয়তো আপনার এভাবে পোষ্ট না দেখে মনের ভাব প্রকাশ করতাম না। আজ এভাবে চলে যাচ্ছেন দেখে ভীষণই কষ্ট হচ্ছে। ব্যক্তিগত কাজ থাকতেই পারে তাবলে এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছিনা।

আসুন না আমরা অতিতের সব তিক্ততা ভুলে নুতন করে হাতেহাত দিয়ে চলা শুরু করি। আপনার সান্নিধ্যের অপেক্ষায় আমরা।

অন্তরের শুভেচ্ছা আপনাকে।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:০৩

অর্ক বলেছেন: চমৎকার আপনার মন্তব্য। নিঃসন্দেহে। একদল মানুষ এক সঙ্গে কিছু করলে ভুল বোঝাবুঝি, ছোটখাটো তিক্ততা হতেই পারে। যাই হোক আজকে আমি চিয়ার্স করতে চাই তার আগে আপনার সঙ্গে বেশ কিছু ভালো মন্তব্য আদানপ্রদান হয়েছে এই ব্লগে।

অজস্র ধন্যবাদ ও শুভকামনা পদাতিক চৌধুরি।

২২| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৮:৪৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: মনে পড়ে, প্রথম যখন আপনার একটা লেখায় আমি একটা মন্তব্য করেছিলাম সেটাতে আপনি একটু ভিন্নভাবে রিপ্লাই করেছিলেন। বলা চলে ব্লগে ঐটা আমার একেবারে প্রথম কয়েকটা মন্তব্যের মধ্যে একটা ছিল। তখন সাময়িক খারাপ লেগেছিল। পরে পোস্টটা আবার পড়ে দেখেছিলাম, হয়ত আমিও আমার জায়গায় ঠিক ছিলাম আপনিও আপনার জায়গায় ঠিক। দৃষ্টিভঙ্গির ভিন্নতার জন্য আসলে দুইজনেই ঠিক ছিলাম। ব্লগিংয়ে এমনটা হবে এটাই স্বাভাবিক। তবে সেখান থেকে আমি অনেক কিছুই শিখেছিলাম। মেনে নেওয়ার ব্যপারটা। এর জন্য আপনাকে চেয়েছিলাম ও ধন্যবাদ দিতে, যদিও কখনো আর আপনার পোস্ট আমি কেন যেন পাইনি!

আজ আপনার এই পোস্টটা পেয়ে অনেক খারাপ লাগছে। এমনিতে ব্লগিংয়ে নতুন লেখক আসছেনা, তারমধ্যে একজন সিনিয়র লেখক চলে যাচ্ছে। খারাপ লাগছে। আমি একটা কথাই বলবঃ সবসময় না পারেন, মাঝে মাঝে একটু আমাদের জন্য সময় করে ব্লগে আসবেন।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:০৮

অর্ক বলেছেন: দারুণ স্নিগ্ধ হলাম আপনার মন্তব্য পড়ে। যদিও ঘটনাটা ঠিক শনাক্ত করতে পারছি না। এরকম হতেই পারে। সাধারণত আমি কাওকে কখনওই আমার মন্তব্য প্রতিমন্তব্যে ব্যথিত করতে চাইনি, তারপরও অনেকক্ষেত্রেই খুব সম্ভবত আমার নিজের বোঝার ভুল হয়ে থাকতেই পারে, আবার উল্টোটাও ঘটে থাকবে একইভাবে।

খুব শুভকামনা রেখে যাচ্ছি আপনার জন্য। প্রীতি অবিরাম।

২৩| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯

চাঙ্কু বলেছেন: বিয়ের আগে আমার এক অভিনেতা বন্ধুকে তার হিজাবী হবু-বউ বলেছিল- "হয় নাটক, নয় হবু-বউ"। আপনাকেও কেউ এইরাম শর্ত দিছে কিনা বুঝতেছি না!! ;)

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

অর্ক বলেছেন: হা হা হা আপনার বন্ধুর জন্য সমবেদনা। কিন্তু আমার ক্ষেত্রে এমন কিছু হয়নি। অজস্র ধন্যবাদ।

২৪| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:৪৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: যা হউক কিছু দিন যাবৎ ব্লগে আসিনা। আজকে এসে আপ্নার বিদায়ী পোষ্টি পড়ে লগইন করলাম।

শুভকামনা থাকল।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

অর্ক বলেছেন: ধন্যবাদ ও আন্তরিক শুভকামনা।

২৫| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:৫৮

প্রশ্নবোধক (?) বলেছেন: আপনার স্ট‍্যাটাসঃ "একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করি" বাক্যটি আপ্তবাক্যের মত হৃদয়ে ধারণ করি। আশাকরি আগামীতে রাজাকার এবং দালাল মুক্ত মাতৃভূমি রেখে যেতে পারব। ধন্যবাদ।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

অর্ক বলেছেন: ধন্যবাদ। আমি শান্তি সহাবস্থান প্রগতি ঐক্য বিশ্বাসী। শুদ্ধ মানবতায় বিশ্বাসী। সুস্থ সুন্দর স্বচ্ছ জীবন যাপনে বিশ্বাসী। আর তেমন কিছু বলার নেই এক্ষেত্রে। পাচ্ছি না। শুভকামনা।

২৬| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৫

নতুন নকিব বলেছেন:



যেখানেই থাকুন ভালো থাকুন। আমার বিশ্বাস, একটা সময়ে আপনি আবার ফিরে আসবেন মায়াময় এই ব্লগ ভূবনে। শুভকামনা নিরন্তর।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

অর্ক বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা জানবেন।

২৭| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল থাকুন অর্কদা।

আবার ফিরে আসবেন এটাই প্রত্যাশা।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

অর্ক বলেছেন: আপনিও ভালো থাকুন দাদাভাই। নিরন্তর শুভকামনা।

২৮| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৮

নূর আলম হিরণ বলেছেন: চেষ্টা করুন থাকার জন্য, আমাদের ভালো লাগবে।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

অর্ক বলেছেন: অজস্র ধন্যবাদ নূর আলম হিরণ। শুভকামনা চিরদিন।

২৯| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:০৮

ক্লে ডল বলেছেন: ভাল না লাগলে বিরতি নেওয়ায় ভাল। ভাল থাকবেন।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

অর্ক বলেছেন: নেওয়ায় ভালো বৈকি। ধন্যবাদ মাননীয়া। আপনার মতো বিদগ্ধ নারী কবির উপস্থিতি আনন্দিত করলো। শুভকামনা।

৩০| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন: ভাই অর্ক, চলে যান, থাইকেন না, ব্লগে চলে যাবো পোষ্ট দিয়ে চলে যেতে হয়, চলে যাবো মানে ফিরে আসা নয় ।



০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

অর্ক বলেছেন: আমার থাকা না থাকা আপনার জন্য এতো মাহাত্ম্যপূর্ণ দেখে খানিকটা বিস্মিত হলাম। আমি হলপ করে বলতে পারি আমি কখনওই আপনার কোনও পোস্টে মন্তব্য করিনি, তেমনি আপনিও (নিরামিষ খাবার নিয়ে কাছাকাছি সময় একটি পোস্টে আপনার একটি মন্তব্যই কেবল মনে করতে পারছি)।

সত্যি নিজেকে স্পেশাল মনে হচ্ছে এই শেষ মন্তব্যের প্রতিমন্তব্য লিখতে যেয়ে।

ভালো থাকুন ভাই ঠাকুর মাহমুদ। ভরপুর উপভোগ করুন ব্লগিং। কোনও কারণে আমার ’পর উষ্মা থাকলে ক্ষমা প্রার্থনা ও ভুলে যাবার অনুরোধ করছি।

শুভকামনা নিরবচ্ছিন্ন।

৩১| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৮

বিজন রয় বলেছেন: চলে যাচ্ছেন? সে কি?
না না, এ কাজ করবেন না!!

থাকুন।

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯

অর্ক বলেছেন: আপনার ও সবার জন্য এবং এই সাইটটির জন্যে তো বটেই ভরপুর শুভকামনা। কিন্তু আমি আর এখানে লিখবো না।

ধন্যবাদ।

৩২| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

স্রাঞ্জি সে বলেছেন:

অর্ক ভাই আপনাকে দেখে ভাল লাগতেছে। আমাদের সাথে এখানে কি থাকা যায় না।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

অর্ক বলেছেন: জি জি আপনার এই আন্তরিকতা দারুণ ছুঁয়ে গেল আমাকে প্রিয় স্রাঞ্জি সে। চেষ্টা করবো মাঝেমাঝে আসার। আন্তরিক ভালবাসা ও শুভকামনা রইলো।

৩৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

রাকু হাসান বলেছেন:

লিখুন আবারও সেই কামনা ।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

অর্ক বলেছেন: প্রিয় রাকু হাসান আপনাদের এই ভালবাসা সত্যিই বিরাট একটা অর্জন। মাঝেমাঝেই কাছে পাবেন আমাকে মন্তব্য প্রতিমন্তব্যে। অনেক অনেক ভালবাসা ও শুভকামনা রইলো। দারুণ কাটুক আপনার আগামী দিনগুলো।

৩৪| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: কেন???????

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৬

অর্ক বলেছেন: আপনার ব্লগিং উপভোগ্য হোক। শুভেচ্ছা।

৩৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: অনেক দিন তো হয়ে গেল আমাদের ছেড়ে আছেন । কেমন আছেন জানিনা , কিন্তু আমরা যে আপনাকে খুব মিস করছি। কয়েকটি জায়গায় কমেন্ট দেখলাম যে কারণেই আমাদের মনে মনের অবস্থা জানিয়ে গেলাম। আশা করি আপনার মৌনব্রত ভাঙবেন, আবার ব্লগে স্বমহিমায় বিরাজ করবেন ।

অনিঃশেষ শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

অর্ক বলেছেন: প্রিয় দাদা, আপনি আমার হৃদয় নিন। এখানে মান অভিমানের আদৌ কোনো বিষয় নেই। না লিখলেও মাঝেমধ্যেই এরকম মন্তব্য প্রতিমন্তব্যে আপনাদের পাশে পাবেন আমাকে। প্রাণঢালা ধন্যবাদ ও শুভকামনা রইলো। সুখময় ফল্গুধারায় ভরে থাক জীবন।

৩৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২২

বলেছেন: ফিরে ফিরে আসি --- আপনিও আসেন

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪০

অর্ক বলেছেন: আমি আসলে ল ভাই সেভাবে কখবও ছিলামও না। আসবো মাঝেমাঝে আপনাদের মতো বন্ধু শুভাকাঙ্ক্ষীদের পোস্টে মন্তব্য করতে। ধন্যবাদ ও শুভকামনা রইলো।

৩৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

গরল বলেছেন: ব্লগে ফটোগ্রাফার মাত্র দুই জন, আপনি আর সামিয়া, আপনি চলে গেলে তো ব্লগে আর ফটোগ্রাফি দেখতে পাবো না।

৩১ শে জুলাই, ২০১৯ রাত ১২:১৪

অর্ক বলেছেন: ফটোগ্রাফার না ভাই, স্ট্রিট ফটোগ্রাফার। এই নিন আপনার জন্য সারা পৃথিবীজুড়ে ব্যাপক প্রশংসিত ও পুরষ্কৃত ছবি।



শুভেচ্ছা সবসময় ভ্রাতা।

৩৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩১

টারজান০০০০৭ বলেছেন: যেও না সাথী, ও ………
যেও না সাথী,
চলেছো একেলা কোথায় ?
পথ খুঁজে পাবে না’কো, শুধু একা ।
:D :D :)

একাই যাইবেন ,নাকি সাথে আরও কয়েকজনরে লইবেন ! ব্লগে সেই আগের মজা আর নাই ! রাজনীতির প্যানপ্যানানি , প্রেম-পিরিতের কবিতা, পুতু পুতু পোস্ট কাহাতক আর ভালো লাগে ! চেয়ারম্যান, ইমন জুবায়ের, রাগিব ভাই , নিমচাঁদ এমন ব্লগার আর কই ? ভালো লেখকদের আনার জন্য কি কি পদক্ষেপ লওয়া যাইতে পারে এই পরামর্শ দিয়া যান।

বিরক্তি , অনিরাপত্তাবোধ হইলে বিরতি বা আস্সালামুআলাইকুম বলাই ভালো ! ভালো থাকবেন ! কারণ জানা থাকিলে খুশি হইতাম !

৩১ শে জুলাই, ২০১৯ রাত ১২:২৯

অর্ক বলেছেন: আরেকজনের বিদায় আপনার মনে এতো রঙ লাগালো... মোটা হরফে গান...! হা হা হা। "শো মাস্ট গো অন..." সিডনি অলিম্পিকের নিকি ওয়েবস্টারকে আর কোনওদিন ফিরিয়ে আনা যাবে না, তাই বলে তো অলিম্পিক আয়োজন বন্ধ হতে পারে না! আহ্ "Nikki Webster"! আহ্ ২০০০ সিডনি অলিম্পিক! তিনি ঠিক আমার বয়সের। আমার জীবনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ২০০০ সালে সিডনি অলিম্পিকের ওপেনিংয়ে তার সেই পারফরম্যান্স। লাইভ দেখেছিলাম বিটিভিতে। কোনওটাই আর ফেরানো যাবে না!

ধন্যবাদ ও অফুরন্ত ভালবাসা টারজান০০০০৭। শুভকামনা সবসময়।

(ইয়ে... ভুল করে আবার Nikki Webster আমাদের মাঝে নেই ভাববেন না। ঈশ্বর তাঁকে দীর্ঘজীবী করুন!)

৩৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:১৩

কালীদাস বলেছেন: কাউকে খুশিমনে এভাবে ব্লগ থেকে বিদায় নিতে দেখিনি কখনও 8-| ইউনিক বলতে হবে। ওয়েল, এটাই যদি আপনার পছন্দ হয়, তবে তাই হোক!!

জীবন মঙ্গলময়, আনন্দময় হোক :)

৩০ শে জুলাই, ২০১৯ রাত ১০:৩৬

অর্ক বলেছেন: ধন্যবাদ ও হার্দিক শুভকামনা রইলো।

৪০| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

রাকু হাসান বলেছেন:

শ্রদ্ধেয় অগ্রজ অর্ক ভাইয়া ,কেমন আছেন । মাঝে মাঝে আসবেন । আমাদের দেখে যাবেন । সময় পেলে অবশ্যই লিখবেন --এই অনুরোধ রাখছি । আশা করছি আপনি খুব ভালো আছেন । ভালো থাকুন । আপনার পরিবারের প্রতি আমার সালাম রইলো ।

৩১ শে জুলাই, ২০১৯ রাত ১২:২৭

অর্ক বলেছেন: অশেষ ধন্যবাদ স্নেহের রাকু হাসান। এখন এ মুহূর্তে আছি। কবি নজরুল ইসলামের সঞ্চিতা কাব্যসংকলনটি পড়েছেন নিশ্চয়। না পড়লে অবশ্যই শীঘ্রই সংগ্রহ করে পড়ুন। ওখানে শেষে একটা খুব ভালো রাজনৈতিক কবিতা আছে "দে গরুর গা ধুইয়ে"।

শুভকামনা নিরবচ্ছিন্ন।

৪১| ২০ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: বহুদিন পর !

৩০ শে জুলাই, ২০১৯ রাত ১০:৪২

অর্ক বলেছেন: সত্যি তাই। এখন আর পৃথিবীতে ডাইনোসর নেই! হা হা হা। শুভকামনা অবিরাম।

৪২| ২৭ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

আপেক্ষিক মানুষ বলেছেন: ফিরে কি আসা যায় না? মিস করি আপনাকে!

৩০ শে জুলাই, ২০১৯ রাত ১০:৪১

অর্ক বলেছেন: ভালবাসা ও ভালবাসা...

৪৩| ৩০ শে জুলাই, ২০১৯ রাত ১০:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ভাই,

সাম্প্রতিক কমেন্ট লিস্টে আপনার নামটি দেখে ভীষণ আনন্দ পেলাম। বহুদিন থেকেই আমরা আপনার কামব্যাকের অপেক্ষায় ছিলাম। স্বাগতম আপনাকে।

অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।

৩১ শে জুলাই, ২০১৯ রাত ১২:২৩

অর্ক বলেছেন: জি জি এখন আপাতত আছি শ্রদ্ধেয় পদাতিকদা। কিছুদিন আগে অফলাইনে একজন ব্লগার কর্তৃক আপনার লাঞ্ছিত হওয়া দেখে খুবই ব্যথিত হয়েছি! এরক অল্প বুদ্ধির দূষিত মনের মানুষদের সঙ্গে একসাথে কতদূর চলা যায়? যায় না।

অজস্র ধন্যবাদ ও শুভকামনা দাদা।

৪৪| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন: ভাই অর্ক, আপনি কি আবার নিয়মিত হচ্ছেন ব্লগে? আমি আপনার এই পোষ্টে ৩০ নম্বর কমেন্ট করেছি আশা করি চিনতে পেরেছেন। আপনার ব্লগিংয়ে আপনার এই পোষ্টটি হিট করছে এবং আমার মন্তব্যটি ছিলো সবচেয়ে ব্যাতিক্রম তাই আমাকে মনে থাকার কথা।

অবসরে ব্লগিং করুন। ভালো থাকুন। আপনার সাথে আমার কোনো সময় কোনো কালে কোনো দন্দ্ব ছিলো না। আমি অপেক্ষা করেছি আজকের দিনটির জন্য। আপনার প্রতি শুভ কামনা রইলো এবং আগাম ঈঁদ মোবারক।

১০ ই আগস্ট, ২০১৯ রাত ১:১৪

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ঠাকুর মাহমুদ ভাই। না, আমি জীবনের কোনও প্রান্তেই আর এই ব্লগে নিয়মিত বা একাত্ম (যেমন ছিলাম আগে) হবো না। তাছাড়া আমি সেভাবে নিয়মিত কখনও ছিলামও না। শুধু লিখতাম। অন্যের পোস্ট তেমন পড়তাম না বা মন্তব্য করতাম না। হ্যা বিরাট হিট কিন্তু হাসু মামার পোস্টের কাছে এটা কিছুই না! আপনাকে খুব ভালো মনে আছে। আর আপনাকে আমি ২০১৩ সালে রাজশাহী সেন্ট্রাল পার্কে দেখেওছিলাম মনে হয়! হা হা হা।

হ্যাপি ব্লগিং। আবার কখনও পোস্ট দিলে সেখানে আপনার সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। অনেক অনেক শুভকামনা রইলো।

৪৫| ২৪ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৩৯

রাকু হাসান বলেছেন:

অনেক দিন পর ব্লগে দেখছি ভাইয়া । :) কেমন আছেন বলেন । এই অভিমান কি ভাঙ্গার নয় ?
আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে।

২৪ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৫৫

অর্ক বলেছেন: না, এখানে অভিমানের কোনও ব্যাপারই নেই। আমি ভালো আছি। হ্যা লগইন করলাম আজ। আজ না হলেও কাল আশা করি আপনার লেখা পড়বো ও মন্তব্য করবো।

শুভকামনা নিরবচ্ছিন্ন।

৪৬| ১২ ই জুলাই, ২০২১ সকাল ১০:৪১

ঢাবিয়ান বলেছেন: প্রায় দুই বছর ব্রেক দিয়ে আবার ফিরে এসেছেন আপনি ব্লগে। তাই প্রথমেই জানাই স্বাগতম। সেই সাথে কমেন্টবক্সে অনেক ব্লগারদের দেখছি যারা একটা সময় অনেক এক্টিভ ছিল কিন্ত এখন হারিয়ে গেছেন ব্লগ থেকে । আশা করি সবাই আবার ফিরে এসে ব্লগের জমজমাট ভাব ফিরিয়ে আনবে। বিশেষভাবে স্মরন করছি অপ্‌সরা, আর্কিওপটেরিক্স, কালীদাস,টারজান০০০০৭্‌,পাঠকের প্রতিক্রিয়া,ক্লে ডল্‌ গড়ল, ল, নীলপরি, ------

১৪ ই জুলাই, ২০২১ রাত ১:৫৯

অর্ক বলেছেন: খুব ভালো লাগলো মন্তব্যটি। হ্যা অনেকেই অনুপস্থিত এখন। এরা ছাড়াও মনে পড়ছে সুমন করকে। তার দীর্ঘ অনুপস্থিতি বিস্ময়কর লাগছে। আরও আছে দুয়েকজন।

কী আর করা! এটাই জীবন। অনিবার্য যা, তা নিয়ে ভেবে লাভ নেই। হৃদয় ভরার উপাদান এখনও অজস্র চারিধারে। তাকান। ভরপুর উপভোগ করুন।

সবাই ফিরে আসুক। আবার জমুক ব্লগ সেদিনের মতো। এ শুভ কামনা সবসময়।

অনেক ধন্যবাদ ঢাবিয়ান। শুভেচ্ছা। আরও কথা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.